যদি কোনো শব্দ বিশেষ্য বা বিশেষণ হয়, তবে তার মধ্যে থাকা ক্রিয়ামূলের সাথে যুক্ত ধ্বনিটিকে কৃৎ প্রত্যয় বলে। যদি সেই ক্রিয়ামূলটি খাটি বাংলা ভাষার হয়, তবে এর সাথে যুক্ত কৃৎ প্রত্যয়টি হবে খাটি বাংলা কৃৎ প্রত্যয়।
খাটি বাংলা ভাষায় অনেকগুলো নিয়ম আছে কৃৎ প্রত্যয়ের। আমরা একে একে সেগুলো নিয়ে এখানে আলোচনা করবো। তার আগে আমরা আবারো জেনে নিবো যে,
তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কোন শব্দটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ সেটা বের করা। বিশেষ্য পদ বের করার জন্য একটা শটকার্ট টেকনিক হচ্ছে-
যেকোনো শব্দমূল বা ক্রিয়ামূল + ত্ব / তা / য ফলা / রেফ / আ / অন / অনা / আরী / আই = বিশেষ্যপদ হয়
তাহলে বিশেষ্যপদ তৈরি হয় এমন কিছু কৃৎ প্রত্যয় নিয়ে উদাহরণ দেখি-
“আ” প্রত্যয় যুক্ত হয়ে
খাওয়া (কৃদন্ত পদ) = √খা (ধাতু বা ক্রিয়ামূল) + আ (কৃৎ প্রত্যয়)
রাঁধা = √রাঁধ্ + আ
কাটা = √কাট্ + আ
যাওয়া = √যা + আ
চাওয়া = √চা + আ
বলা = √বল্ + আ
দেখা = √দেখ্ + আ
শোনা = √শুন্ + আ
উঠা = √উঠ্ + আ
বসা = √বস্ + আ
“অন” প্রত্যয় যুক্ত হয়ে
নাচন (কৃদন্ত পদ) = √নাচ্ (ক্রিয়ামূল বা ধাতু) + অন (কৃৎ প্রত্যয়)
কাঁদন = √কাঁদ্ + অন
খেলন = √খেল্ + অন
চলন = √চল্ + অন
বাঁধন = √বাঁধ্ + অন
পড়ন = √পড়্ + অন
খাওন = √খা + অন
“অনা” প্রত্যয় যুক্ত হয়ে
খেলনা (কৃদন্ত পদ) = √খেল্ (ক্রিয়ামূল বা ধাতু) + অনা (কৃৎ প্রত্যয়)
রান্না = √রাঁধ্ + অনা
ঢাকনা = √ঢাক্ + অনা
বাজনা = √বাজ্ + অনা
কান্না = √কাঁদ্ + অনা
পাওনা = √পা + অনা
দোলনা = √দুল্ + অনা
“আরি” প্রত্যয় যুক্ত হয়ে
পূজারী (কৃদন্ত পদ) = √পূজ্ (ক্রিয়ামূল বা ধাতু) + আরী (কৃৎ প্রত্যয়)
ধুনারি = ধুন্ + আরি
ডুবারি = ডুব্ + আরি
“আই” প্রত্যয় যুক্ত হয়ে
লড়াই (কৃদন্ত পদ) = √লড়্ (ক্রিয়ামূল বা ধাতু) + আই (কৃৎ প্রত্যয়)
সেলাই = √সেল্ + আই
ঢালাই = √ঢাল্ + আই
চড়াই = √চড়্ + আই
এছাড়া আরো কিছু কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠিত হয় যেমন-
রাখাল = √রাখ্ + আল
ঝলক = √ঝল্ + অক
ছুটি = √ছুট্ + ই
মোড়ক = √মুড়্ + অক
ফাঁসি = √ফাঁস্ + ই
এবার আমরা দেখবো, বিশেষণ পদ বের করার জন্য একটা শটকার্ট টেকনিক-
যেকোনো শব্দমূল বা ক্রিয়ামূল + অন্ত / ইত / ইক / ইয় / উক / ঈ কার = বিশেষণ পদ হয়।
তাহলে বিশেষণ পদ তৈরি হয় এমন কিছু কৃৎ প্রত্যয় নিয়ে উদাহরণ দেখি-
“অন্ত” প্রত্যয় যুক্ত হয়ে
ফুটন্ত (কৃদন্ত পদ) = √ফুট্ (ক্রিয়ামূল বা ধাতু) + অন্ত (কৃৎ প্রত্যয়)
ঝুলন্ত = √ঝুল্ + অন্ত
ফুটন্ত = √ফুট্ + অন্ত
বাড়ন্ত = √বাড়্ + অন্ত
উড়ন্ত = √উড়্ + অন্ত
ডুবন্ত = √ডুব্ + অন্ত
নাচুন্তি = √নাচ্ + উন্তি
চলন্ত = √চল্ + অন্ত
ভাসন্ত = √ভাস্ + অন্ত
জীবন্ত = √জীব্ + অন্ত
পড়ন্ত = √পড়্ + অন্ত
উঠন্তি = √উঠ্ + উন্তি
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
This is the right website for anyone who really wants to find out about this topic. You understand so much its almost tough to argue with you (not that I actually will need to…HaHa). You certainly put a fresh spin on a topic that has been discussed for ages. Excellent stuff, just wonderful!