মার্কিন প্রতিষ্ঠান গুলো চীনে বিনিয়োগ করে কম মজুরিতে পণ্য উৎপাদন করে, ফলে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার দিনদিন বাড়ে এবং অসম একটা অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু হয়। যার ফলে 2018 সালের 22 মার্চ যুক্তরাষ্ট্র প্রথম চীনা পণ্য লোহা ও অ্যালুমিনিয়ামের উপর 25 শতাংশ শুল্ক আরোপ করে। এছাড়াও চীনা মোবাইল ফোন কোম্পানি হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে এবং হার্ডওয়্যার-সফটওয়্যার সেবা বন্ধ করে দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন 2018 সালের 6 জুলাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর শুল্ক আরোপ করে। এই বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের তেমন ক্ষতি না হলেও কানাডার ইস্পাত শিল্পে ব্যাপক প্রভাব পড়ে। তবে 2018 সালের 30 নভেম্বর G-20 সম্মেলনে বাণিজ্য যুদ্ধ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রতে বাণিজ্য যুদ্ধ শুরু করার কারণ
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গুলো চীনসহ বিভিন্ন দেশে বিনিয়োগ করে উৎপাদিত পণ্যটি আবার যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করে। ফলে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়ে যায়। তাই বেকারত্ব কমানোর জন্য ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন, পণ্য গুলো হয়তো দেশেই উৎপাদন করা যাবে অথবা উৎপাদিত পণ্য অতিরিক্ত শুল্ক দিয়ে বাজারে প্রবেশ করানো যাবে। এতে প্রাপ্ত অর্থ দিয়ে বেকারত্ব দূর করা যাবে।
জিডিপি, আমদানি, বিনিয়োগ – যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম, চীনের অবস্থান দ্বিতীয়
রপ্তানি, বাণিজ্য, ক্রয় ক্ষমতা, কৃষিজ ও শিল্প সম্পদ উৎপাদন, তেল আমদানি, বিনিয়োগকারী – যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয়, চীনের অবস্থান প্রথম
পণ্যের উপর শুল্ক আরোপ কমপক্ষে দুদেশের জন্যই 25%
চীন সর্বাধিক রপ্তানি ও আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে
যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে
যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়ন এবং চীনে
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- অপশ্রুতি ও সম্প্রসারণ
- চীন-হংকং বিরোধ
- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
- পৃথিবীর বাহ্যিক গঠন : পর্বত (External Structure of the Earth : Mountains)
- ফরাসি বিপ্লব (French Revolution)
- বায়ুপ্রবাহের প্রকারভেদ : নিয়ত বায়ু (Types of Airflow : Planetary Winds)
- বায়ুপ্রবাহের প্রকারভেদ : স্থানীয় বায়ু (Types of Airflow : Local Winds)
- বারিমণ্ডল (Hydrosphere)
- বাংলা ব্যাকরণের ইতিহাস
- বাংলা লিপি
- বাস্তব সংখ্যা
- ভাষা
- ভূগোল পরিচিতি
- মোট জাতীয় উৎপাদন (Gross National Product – GDP)
- রুশ বিপ্লব – Rush Revolution