অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের প্রোটিস্টা রাজ্যকে প্রোটোজোয়ার ও ক্রোমিস্টা নামে দুইটি ভাগে ভাগ করেন এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনরায় নামকরণ করেন। এভাবে তিনি জীবজগতকে মোট ছয়টি রাজ্যে ভাগ করেছেন যা ছয় জগত শ্রেণিবিন্যাস নামে পরিচিত।
Posted inকি কেনো কিভাবে