জাইলেম টিস্যু মূলরোম হতে পানি ও খনিজ লবণ পাতায় পরিবহন করে, অপরদিকে ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য সমস্ত দেহে পৌঁছে দেয়। জাইলেম টিস্যু ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার নিয়ে গঠিত, কিন্তু ফ্লোয়েম টিস্যু সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার নিয়ে গঠিত।
Posted inকি কেনো কিভাবে