টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের প্রোটিস্টাকে প্রোটোজোয়া ও ক্রোমিস্টা নামে দুটি ভাগে ভাগ করেন। তিনি জীবজগৎকে মোট ছয়টি রাজ্যে বিভক্ত করেন। রাজ্যগুলো হলো-
- রাজ্য-১ : মনেরা/ব্যাকটেরিয়া রাজ্য
- রাজ্য- ২ : প্রোটোজোয়া
- রাজ্য-৩ : ক্রোমিস্টা
- রাজ্য-৪ : ফানজাই
- রাজ্য- ৫ : প্লানটি
- রাজ্য- ৬ : অ্যানিমেলিয়া