বরফে তাপ প্রদানের লেখচিত্র (Graph of Ice Heating)
বরফ কঠিন অবস্থায় থাকে। ধরে নাও শুরুতে বরফের তাপমাত্রা -২০°সেন্টিগ্রেড। এবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়িয়ে যদি ০°সেন্টিগ্রেডে আনা হয় তবে বরফ গলা শুরু করবে। এই সময় তাপমাত্রা বাড়াতে থাকলেও যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ বরফ গলে পানিতে (Liquid) পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা ০°সেন্টিগ্রেড থেকে আর বাড়বে না। তাই ০°সেন্টিগ্রেডকে পানির গলনাংক (Melting Point) বলে।
যখন সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হবে, তখন পানির তাপমাত্রা ০°সেন্টিগ্রেড থেকে বাড়ানো যাবে। এবার পানির তাপমাত্রা বাড়াতে বাড়াতে যখন ১০০°সেন্টিগ্রেড করা হবে তখন পানি বাষ্প (Vapor) হওয়া শুরু হবে। এই সময় তাপমাত্রা বাড়াতে থাকলেও যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি বাষ্পতে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত পানির তাপমাত্রা ১০০°সেন্টিগ্রেড থেকে আর বাড়বে না। তাই ১০০°সেন্টিগ্রেডকে পানির স্ফুটনাংক (Boiling Point) বলে। এই সম্পূর্ণ ব্যাপারটাকে একটা গ্রাফের মাধ্যমে দেখানো যায়, যেখানে গ্রাফের x অক্ষ বরাবর তাপমাত্রা এবং y অক্ষ বরাবর সময় ধরলে গ্রাফটি দেখাবে ঠিক নিচের গ্রাফের মত-
যখন সম্পূর্ণ পানি বাষ্পতে পরিণত হবে, তখন সেই বাষ্পের তাপমাত্রা ১০০°সেন্টিগ্রেড থেকে আরো বাড়ানো যাবে।
জলীয়বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র (Graphs for Cooling Water Vapor)
ধরা যাক, জলীয়বাষ্পের তাপমাত্রা ১১০°সেন্টিগ্রেড। যদি আমরা এটির তাপমাত্রা কমিয়ে ঠান্ডা করতে থাকি, তবে ১০০°সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয়বাষ্প তরল পানিতে পরিণত হওয়া শুরু করে। এই সময় তাপমাত্রা কমাতে থাকলেও যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ বাষ্প পানিতে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত জলীয়বাষ্পের তাপমাত্রা ১০০°সেন্টিগ্রেড থেকে আর কমবে না। তাই ১০০°সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয়বাষ্পের ঘনীভবন (Condensation) হয়।
যখন জলীয়বাষ্প পানিতে পরিণত হবে, তখন পানির তাপমাত্রা ১০০°সেন্টিগ্রেড থেকে কমানো যাবে। এবার পানির তাপমাত্রা কমাতে কমাতে যখন ০°সেন্টিগ্রেড করা হবে তখন পানি বরফ (ice) হওয়া শুরু হবে। এই সময় তাপমাত্রা কমাতে থাকলেও যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি বরফে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত পানির তাপমাত্রা ০°সেন্টিগ্রেড থেকে আর কমানো যাবে না। তাই ১০০°সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির কঠিনীভবন (Solidification / Freezing) হয়।
এই সম্পূর্ণ ব্যাপারটাকে একটা গ্রাফের মাধ্যমে দেখানো যায়, যেখানে গ্রাফের x অক্ষ বরাবর তাপমাত্রা এবং y অক্ষ বরাবর সময় ধরলে গ্রাফটি দেখাবে ঠিক নিচের গ্রাফের মত-
গ্রাফ থেকে দেখো, AB রেখাটি ঘনীভবন রেখা নির্দেশ করছে যেখানে বাষ্প এবং পানি ১০০°সেন্টিগ্রেড তাপমাত্রায় অবস্থান করে। আবার CD রেখাটি কঠিনীভবন রেখা নির্দেশ করছে যেখানে পানি এবং বরফ ০°সেন্টিগ্রেড তাপমাত্রায় অবস্থান করছে। এখানে বরফের তাপমাত্রা -২০°সেন্টিগ্রেড পর্যন্ত কমানো হয়েছে।
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com
Related posts:
- অ্যাভোগাড্রোর সূত্র
- আন্তঃআণবিক শক্তি কাকে বলে
- একই পদার্থের তিনটি ভৌত অবস্থা
- গলন, স্ফুটন এবং ঘনীভবন
- গ্যাসের ক্রান্তি অবস্থা
- গ্যাসের তরলীকরণ
- চার্লসের সূত্র
- ডালটনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ
- তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপ
- তাপমাত্রা কাকে বলে
- পদার্থ ও পদার্থের অবস্থা
- পদার্থ ও পদার্থের অবস্থা
- পদার্থের অবস্থা ও পরিবর্তন
- পদার্থের বিভিন্ন অবস্থার কারণ (Causes of Different States of Matter)
- বাস্তব গ্যাসের জন্য অ্যামাগা’র পরীক্ষা