পাতন ব্যাপারটার সাথে দুটো জিনিসের সম্পর্ক আছে, বাষ্পীভবন এবং ঘনীভবন।
যখন তাপ প্রয়োগ করে কোনো তরলকে বাষ্পে পরিণত করা হয় তখন এই প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। আবার কোনো বাষ্পকে যখন ঠান্ডা করা তরলে পরিণত করা হয় তখন তাকে ঘনীভবন বলে।
যখন কোনো তরলকে বাষ্পে পরিণত করে আবার সেই বাষ্পকে তরলে রূপান্তর করা হয়, তখন সেই প্রক্রিয়াকে পাতন (Distillation) বলে।
কিছু কিছু পদার্থ আছে যারা তাপ দিলে সেগুলো সরাসরি তরলে পরিণত না হয় বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন (Sublimation) বলে। যেমন নিশাদল (NH4Cl), কর্পূর (C10H16O), ন্যাপথলিন (C10H8), কঠিন কার্বন-ডাই-অক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3) এই সমস্ত পদার্থগুলো উর্ধ্বপাতিত হয়। এদেরকে উর্ধ্বপাতিত পদার্থ বলে।
আবার, কোনো গ্যাসীয় পদার্থকে ঠান্ডা করলে সেটি সরাসরি তরলে পরিণত না হয়ে কঠিনে পরিণত হলে সেই প্রক্রিয়াকে তুহিনীভবন (Deposition) বলে।
তাহলে বলা যায়, পাতন, ঊর্ধ্বপাতন, তুহিনীভবন এগুলো একেকটি প্রক্রিয়া বা সিস্টেম।
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com
Related posts:
- গলন, স্ফুটন এবং ঘনীভবন
- গ্যাসের ক্রান্তি অবস্থা
- গ্যাসের তরলীকরণ
- তাপ প্রদান ও শীতলীকরণের লেখচিত্র
- তাপমাত্রা কাকে বলে
- ধাতব পদার্থ ও তাদের যৌগসমূহ ubs
- পদার্থ ও পদার্থের অবস্থা
- পদার্থ ও পদার্থের অবস্থা
- পদার্থের অবস্থা ও পরিবর্তন
- পদার্থের পরিবর্তন
- পানিচক্র
- বাস্তব গ্যাসের জন্য অ্যামাগা’র পরীক্ষা
- বিভিন্ন প্রকার ক্রিয়া ও প্রতিক্রিয়া
- বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ
- হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয়