পৃথিবীর গঠন

পৃথিবীর গঠন নিয়ে বলতে গেলে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এটি একটা জলন্ত উত্তপ্ত গ্যাসপিন্ড ছিলো। এই গ্যাসপিন্ড ক্রমে ঠান্ডা হতে থাকে এবং ঘনীভূত হতে থাকে। এই সময়ে পৃথিবীর উপর একটা আস্তরণ পড়া শুরু হয় যাকে ভূত্বক বলে।

পৃথিবীর গঠন ও ভূ-ত্বক

ভূপৃষ্ঠে শিলার যে কঠিন আবরণ দেখা যায় তাকে ভূ-ত্বক বলে। ভূত্বকের পুরুত্ব খুবই কম, মাত্র গড়ে ২০ কিমি। মহাদেশের তলদেশে ভূত্বকের পুরুত্ব গড়ে ৩৫ কিমি এবং মহাসাগরের তলদেশে পুরুত্ব গড়ে ৫ কিমি।

পৃথিবীর গঠন নিয়ে ভূত্বকের স্তর তিনটি, এগুলো হচ্ছে-

অশ্মমণ্ডল (Lithosphere) : পৃথিবীর উপরের পৃষ্ট থেকে শুরু করে ১০০ কিমি পর্যন্ত পুরুত্ব স্তরকে অশ্মমণ্ডল বলে।

গুরুমণ্ডল (Barlysphere) : এটির অবস্থান অশ্মমণ্ডলের নিচে। এই স্তরটি ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। এটি আবার দুটো ভাগে বিভক্ত-

a. উর্ধ্ব গুরুমণ্ডল : এটি ৭০০ কিমি গভীরতা নিয়ে অবস্থিত।

b. নিন্ম গুরুমণ্ডল : এটিতে আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড যুক্ত খনিজ পদার্থ থাকে।

মোহোবিচ্ছেদ : ভূত্বক ও গুরুমণ্ডলের ঠিক মাঝামাঝি জায়গায় একটা পাতলা স্তর আছে। যুগোস্লাভিয়ার বিজ্ঞানী মাহোরোভিসিক এই স্তরটি আবিষ্কার করেন। তাই তার নাম অনুসারে এই স্তরটির নাম রাখা হয় মোহোবিচ্ছেদ।

কেন্দ্রমন্ডল (Centrosphere) : গুরুমন্ডলের ঠিক পরের অংশ এটি। গুরুমন্ডলের নীচ থেকে পৃথিবীর একদম কেন্দ্র পর্যন্ত এটির বিস্তৃতি। ভূকম্পন তরঙ্গের মাধ্যমে জান যায়, কেন্দ্রমণ্ডলের মাঝে একটা তরল বহিবাবরণ আছে। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান FeNi (ফেরাস বা আয়রন এবং নিকেল)।

পৃথিবীর গঠন

 

ভূত্বকের উপাদান

পৃথিবীর গঠন হিসেবে ভূত্বকের উপাদন সমূহের শতকরা হিসাব দেওয়া হলো-

অক্সিজেন : ৪২.৭%

সিলিকন : ২৭.৭%

অ্যালুমিনিয়াম : ৮.১%

আয়রন : ৫.১%

ম্যাগনেসিয়াম : ২.১%

তাহলে, ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে থাকে “ও শিয়াল” (O, Si, Al)।

মনে রাখতে হবে-

সিয়াল (SiAl) : মহাদেশীয় ভূত্বক, গঠিত হয় সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা।

সিমা (SiMg) : সমুদ্র তলদেশের ভূত্বক, গঠিত হয় সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে।

ফেনি (FeNi) : পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান।

আরো মনে রাখতে হবে-

পৃথিবীর গঠন নিয়ে জানার ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে মাটি খুড়ে নিচের দিকে যেতে থাকলে তাপ ও চাপ দুটোই বাড়তে থাকবে।

কেন্দ্রমণ্ডলের মধ্যে থাকা চাপ পৃথিবী পৃষ্টের চাপের তুলনায় কয়েক লক্ষ গুণ বেশি।

কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় ৩০০০° থেকে ৫০০০° সেন্টিগ্রেড।

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com