প্রকৃতি ও প্রত্যয় নিয়ে কিছু তথ্য আছে যা সবসময়ের জন্য আমাদের মনে রাখতে হবে, এগুলো হচ্ছে-
প্রকৃতি ও প্রত্যয় শব্দ দুটো বিশেষ্য পদ বা Noun.
প্রকৃতি ও প্রত্যয় শব্দ দুটো পারিভাষিক শব্দ
প্রকৃতি ও প্রত্যয় শব্দ দুটো সংস্কৃত ভাষার শব্দ
প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়
প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়
প্রকৃতি ও প্রত্যয় শব্দ দুটো কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, যেমন- প্রকৃতি – প্র + √কৃ + তি, প্রত্যয় – প্রতি + √ই + অ
এবার প্রকৃতি ও প্রত্যয় নিয়ে জানার আগে মূল অংশ নিয়ে জানবো আমরা। মূল অংশ বলতে বোঝায় কোনো ক্রিয়ার মূল অংশ এবং শব্দের মূল অংশকে।
ক্রিয়ার মূল অংশ (আরেক নাম ধাতু) : চল্, বল্, নাচ্, উঠ্, ডুব্, রাখ্, বাঁধ্ ইত্যাদি।
শব্দের মূল অংশ : লাঠি, শক্তি, বেদ, পথ, সোনা, জমা, ভরা, জাল ইত্যাদি।
ক্রিয়ার মূল অংশ যখন কোনো ধ্বনির সাথে যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ শব্দ তৈরি করে তখন সেই ক্রিয়ামূলকে প্রকৃতি বলে। আবার, শব্দের মূল অংশ যখন কোনো ধ্বনির সাথে যুক্ত হয় তখন সেই শব্দ মূলকেও প্রকৃতি বলে। কাজেই এখানে দুইভাবে আমরা প্রকৃতির সংজ্ঞা পেতে পারি-
ক্রিয়া ও শব্দের মূল অংশকে প্রকৃতি বলে।
ক্রিয়ার মূল অংশ কিংবা শব্দের মূল অংশের সাথে যে ধ্বনি যুক্ত থাকে তাকে প্রত্যয় বলে। তবে, প্রত্যয় দুই প্রকার-
কৃৎ প্রত্যয় – সব ধ্বনি ক্রিয়া মূলের সাথে যুক্ত থাকে তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন-
সেলাই (বিশেষ্য) = সেল্ (ক্রিয়ার মূল) + আই (প্রত্যয়)
তদ্ধিত প্রত্যয় – যেসব ধ্বনি শব্দ মূলের সাথে যুক্ত থাকে তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন-
একালে (সাধারণ শব্দ) = একাল (শব্দ মূল) + ইয়া (তদ্ধিত প্রত্যয়)
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-