বাংলা ভাষার বয়স প্রায় ১০০০ বছরের বেশি। এই দীর্ঘ সময় ধরে বাংলা ভাষাতে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন গুলোকে ভাষার অশুদ্ধি বলে। ভাষার অশুদ্ধি তিনটি কারনে হয়ে থাকে, এগুলো হলো-
১. উচ্চারন দোষে
২. শব্দ গঠন ত্রুটিতে
৩. শব্দের অর্থগত বিভ্রান্তিতে
বহুবচনে অপ্রয়োগজনিত ভুল
বাংলা শব্দ গঠনে দুইবার বহুবচন ব্যবহার করা হয়, এটি সম্পূর্ণ ভুল পদ্ধতি। নিচে কয়েকটা বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল নিয়ে উদাহরণ দেয়া হলো-
ভুল : অন্যান্য দেশগুলোতে ভ্রমন করেছি
শুদ্ধ : অন্য দেশগুলোতে ভ্রমন করেছি,
বা, অন্যান্য দেশে ভ্রমন করেছি
ভুল : সব পত্রিকাগুলো
শুদ্ধ : পত্রিকাগুলো,
বা, সব পত্রিকা
ভুল : সকল বন্যার্তদের
শুদ্ধ : সকল বন্যার্তকে
ভুল : অন্যান্য বিষয়গুলো
শুদ্ধ : অন্য বিষয়গুলো
ভুল : কতিপয় সিদ্ধান্তগুলো
শুদ্ধ : কতিপয় সিদ্ধান্ত
শব্দের অপপ্রয়োগজনিত ভুল
আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে শব্দের অপপ্রয়োগজনিত ভুল নিয়ে আলোচনা করা হলো-
“অশ্রুজল” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – অশ্রু
“অজ্ঞানতা” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – অজ্ঞতা
“আয়ত্তাধীন” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – আয়ত্ত
“আকণ্ঠ পর্যন্ত” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – আকণ্ঠ
“আশ্চার্য” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – আশ্চর্যান্বিত
“ইদানীংকালে” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – ইদানীং
“খাঁটি গরুর দুধ” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – গরুর খাঁটি দুধ
“জন্মবার্ষিকী” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – জন্মবার্ষিক
“প্রেক্ষিত” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – প্রেক্ষণ
“জন্মজয়ন্তী” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – জয়ন্তী
“অন্তরীণ” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – অন্তরিন
“বিদেহী” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – বিদেহ
“ভাষাভাষী” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – ভাষা
“শায়িত” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – শয়ান
“ফলশ্রুতি” বলে কোনো শব্দ নাই, সঠিক শব্দ হবে – ফল, ফলাফল, পরিণতি
শব্দের বানানগত অশুদ্ধি ও প্রয়োগ-
শব্দের গঠনগত অপপ্রয়োগ
ভুল শুদ্ধ
অতলস্পর্শী অতলস্পর্শ
অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গী
আপ্রাণ প্রাণপণ
আয়ত্তাধীন আয়ত্ত
আভ্যন্তরীণ অভ্যন্তরীণ
ইতিপূর্বে ইত:পূর্বে
একত্রিত একত্র
কনিষ্ঠতম কনিষ্ঠ
কর্তাগণ কর্তৃগণ
কর্মকর্তাগণ কর্মকর্তৃগণ
সম্ভব সম্ভবপর
কৃচ্ছ্রতা কৃচ্ছ্র
কেবলমাত্র কেবল / মাত্র
চলমান চলন্ত
নিঃশেষিত নিঃশেষ
নিরাশা নৈরাশ্য
বিদ্বানজন বিদ্বজ্জন
মুহ্যমান মোহ্যমান
শুধুমাত্র শুধু / মাত্র
সকাতর কাতর
সঠিক ঠিক
সমতুল্য সম / তুল্য
ভাষাভাষী ভাষী
প্রায় সমোচ্চারিত শব্দের বানান
শব্দ অর্থ
অনু পশ্চাৎ
অণু বস্তুর ক্ষুদ্রতম অংশ
অশ্ব ঘোড়া
অশ্ম পাথর
আবরণ আচ্ছাদন
আভরন অলংকার
আষাঢ় বর্ষা ঋতুর প্রথম মাস
আসার বৃষ্টি
গর্ব অহংকার
গর্ভ উদর / পেট
ছাড় ত্যাগ
ছার তুচ্ছ / নগণ্য
ডাকা আহ্বান করা
ঢাকা আবৃত করা
দীপ প্রদীপ
দ্বিপ হাতি
নীড় পাখির বাসা
নীর পানি
বাঁক বক্র
বাঁক কথা
বাঁশী বংশী
বাসি টাটকা নয়
অবদান কীর্তি
অবধান মনোযোগ
আদি প্রথম
আধি বিপদ
আবাস বাসস্থান
আভাষ ভূমিকা
কাঁদা ক্রন্দন
কাদা কর্দম
গাদা স্তুপ
গাধা গর্দভ
জাল ফাঁদ
জ্বাল আগুনের আঁচ
দিন দিবস
দীন দরিদ্র
নাড়ি ধমনী
নারী রমণী
পদ্য কবিতা
পদ্ম কোমল
বিশ কুড়ি
বিষ গরল
বিত্ত সম্পদ
বৃত্ত গোল
ভাষা কথা
ভাসা বায়ুর উপর ভর করে থাকা
শক্ত কঠিন
সক্ত আসক্ত
শীত শীত ঋতু
সিত ধবল / সাদা
হার পরাজয়
হাড় অস্থি
শন শন গাছ
সন অব্দ / বছর
শপ্ত অভিশাপ
সপ্ত সাত
সুত পুত্র
সূত উৎপন্ন
সাক্ষর অক্ষরজ্ঞান বিশিষ্ট
স্বাক্ষর দস্তখত
বাক্যে শব্দের অশুদ্ধ ও শুদ্ধ প্রয়োগ
অশুদ্ধ – অপমান হবার ভয় নেই
শুদ্ধ – অপমানিত হবার ভয় নেই
অশুদ্ধ – আমার এই কলমের কোনো আবশ্যক নেই
শুদ্ধ – আমার এই কলমের আবশ্যকতা নেই
অশুদ্ধ – এ কথা প্রমাণ হয়েছে
শুদ্ধ – এ কথা প্রমাণিত হয়েছে
অশুদ্ধ – খাঁটি গরুর দুধ কিনেছি
শুদ্ধ – গরুর খাঁটি দুধ কিনেছি
অশুদ্ধ – গৌরব লোপ হয়েছে
শুদ্ধ – গৌরব লোপ পেয়েছে
অশুদ্ধ – তারা একত্রে গমন করলো
শুদ্ধ – তারা একত্র গমন করলো
অশুদ্ধ – তিনি আরোগ্য হলেন
শুদ্ধ – তিনি আরোগ্য লাভ করলেন
অশুদ্ধ – তেজস্ক্রিয়তা সারা দেশে ছাইয়ে ফেলেছে
শুদ্ধ – তেজস্ক্রিয়তা সারা দেশে ছেয়ে ফেলেছে
অশুদ্ধ – নদীর জল হ্রাস হয়েছে
শুদ্ধ – নদীর জল হ্রাস পেয়েছে+
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com