বংশগতিবিদ্যা জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভুক্ত। বংশগতিবিদ্যায় জিন ও জীবের বংশগতিধারা সম্পর্কিত তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেহেতু এখানে কোনো ধরনের প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় না তাই বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখায় অন্তর্ভুক্ত করা হয়।
Posted inকি কেনো কিভাবে