বাংলা ব্যাকরণের ইতিহাস পড়তে হলে কয়েকজন ব্যাক্তিকে নিয়ে জানতে হবে। তারা হলেন-
প্লেটো : প্লেটো ছিলেন গ্রীসের আদিবাসী, তিনিই প্রথম ব্যাকরণ চর্চা করেন। তাই ব্যাকরণ চর্চার আদিভূমি বলা হয় গ্রীসকে।
পাণিনি : ইনি ছিলেন প্রাচীন ভারতীয় সংস্কৃত ব্যাকরণবিদ। পাণিনিতে উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ বলা হয়। খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে তিনি অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। পাণিনির রচিত ব্যাকরণকে বাংলায় অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এর নাম দেন ব্যাকরণ কৌমুদী।
পতঞ্জলি : ইনিও ছিলেন একজন সংস্কৃত ব্যাকরণবিদ।
এবার খুব মনোযোগ দিয়ে তিনটা জিনিস দেখবো-
বাংলা সাহিত্যের / বাংলা ভাষার প্রথম ব্যাকরণ
বাংলা সাহিত্যের / বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ
বাংলা ভাষায় বাংলা সাহিত্যের / বাংলা ভাষার প্রথম ব্যাকরণ
বাংলা সাহিত্যের / বাংলা ভাষার প্রথম ব্যাকরণ
এর নাম Vocabulario em Idioma Bengalla E Portugues. রচিয়তা ছিলেন পর্তুগিজ পাদ্রী ম্যানোয়েল দ্য আস সুম্পাসাওঁ। এতে লেখা ব্যাকরণের ভাষা পর্তুগিজ। এটি রচিত হয় ১৭৩৪ সালে ঢাকার ভাওয়ালে কিন্তু প্রকাশিত হয় ১৯৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। এই ব্যাকরণটি রোমান অক্ষরে ছাপা হয় কারণ তখন বাংলা ছাপার অক্ষর ছিলো না। মূলত এটি একটি অভিধান ছিলো। তবে কনফিউজিং একটা জিনিস মনে রাখতে হবে- এটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কিন্তু প্রথম ব্যাকরণ গ্রন্থ না।
বাংলা সাহিত্যের / বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ
শুরুতেই কনফিউশন দূর করে নাও, এটি কিন্তু শুধু ব্যাকরণ না, এটি একটা গ্রন্থ! এর নাম A Grammar of the Bengal Language. রচিয়তা ছিলেন ন্যাথেনিয়েল ব্রাসি হ্যালহেড, যিনি একজন ব্রিটিশ নাগরিক। তাই এই গ্রন্থটি ইংলিশ ভাষায় লিখা হয়েছিলো। প্রথম প্রকাশিত হয় ১৭৭৮ সালে হুগলি থেকে। মজার ব্যাপার হচ্ছে বইটি ইংলিশে লিখার শর্তেও হ্যালহেড বিভিন্ন স্থানে বাংলা হরফের ব্যবহার করেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিলো বাংলা ভাষার সাথে পশ্চিমাদের পরিচয় করিয়ে দেওয়া।
তবে ঠিক একই নামে অর্থাৎ A Grammar of the Bengal Language নামে আরেকটা গ্রন্থ রচনা করেন উইলিয়াম কেরি। তবে এটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ না।
বাংলা ভাষায় বাংলা সাহিত্যের / বাংলা ভাষার প্রথম ব্যাকরণ
রাজা রায়মোহন রায় প্রথম আমাদের মাতৃভাষা বাংলাতে বাংলা ব্যাকরণ রচনা করেন। এটির নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এটি প্রকাশিত হয় ১৮৩৩ সালে। কিন্তু এটি শুরুতে ইংলিশ ভাষায় ছিলো যার নাম Bengali Grammar in English Language এবং এটি প্রকাশিত হয়েছিলো ১৮২৬ সালে।
তাহলে, বাংলা সাহিত্য বা বাংলা ভাষায় রচিত প্রথম দিকের লেখা গুলোর ভাষার ক্রম ছিলো-
পর্তুগিজ ভাষা –> ইংলিশ ভাষা –> বাংলা ভাষা
এবার আমরা কয়েকটা বিখ্যাত লেখক, ভাষাবিদ এবং তাদের লেখা গ্রন্থ নিয়ে জানবো।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ : বাংলা ভাষার ইতিবৃত্ত, বাঙলা ব্যাকরণ
রবীন্দ্রনাথ ঠাকুর : বাংলা শব্দতত্ত্ব, বাংলা ভাষার পরিচয়
ড. সুকুমার সেন : ভাষার ইতিবৃত্ত
ড. আবদুল হাই : ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
ড. এনামুল হক : ব্যাকরণ মঞ্জুরী
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় : ভাষা প্রকাশ ও বাঙলা ব্যাকরণ, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃতি, The Origin & Development of Bengali Language.
একটা ছন্দের মাধ্যমে এনার লেখাগুলোকে আমরা মনে রাখবো-
Origin / উদ্ভব করে ভাষাকে প্রকাশ ও বিকাশ করার কাজ করেন সুনীতিকুমার সাহেব!
অর্থাৎ বাংলা ব্যাকরণ নিয়ে যেসব গ্রন্থে Origin, উদ্ভব, প্রকাশ, বিকাশ এই কথা গুলো থাকে সেগুলো সুনীতিকুমারের লিখা বই।
মনে রাখতে হবে, ড. সুনীতিকুমার প্রথম বিচারমূলক ব্যাকরণকে ব্যাকরণের একটা শ্রেণি বলে মনে করেন।
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com