বাংলা লিপি এর উদ্ভব ও বিকাশ হিসেবে বাংলা ভাষার লিপির জন্য ভারতীয় লিপিমালা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় লিপিমালা থেকে দুটো ভাগ এসেছে যার একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, অপরটা হচ্ছে খরোষ্ঠী লিপি।
ব্রাহ্মী লিপি লেখা হয় বাম দিক থেকে ডান দিকে, যেমন আমাদের বাংলা ভাষা, কিংবা হিন্দি ভাষা এগুলো এসেছে ব্রাহ্মী লিপি থেকে। অপরদিকে, খরোষ্ঠী লিপি লেখা হয় ডান দিক থেকে বাম দিকে, যেমন আরবি ভাষা, উর্দু ভাষা ইত্যাদি।
বাংলা লিপির উদ্ভব ও বিকাশ হিসেবে ব্রাহ্মী লিপি পরবর্তীতে পশ্চিমা লিপি ভাগে বিভক্ত হয়েছে, পশ্চিমা ডিপি পরবর্তীতে মধ্য ভারতীয় লিপিতে, মধ্য ভারতীয় লিপি এরপর পূর্বী লিপিমালাতে, এবং সবশেষে পূর্বী লিপিমালা ও বাংলা বর্ণমালাতে পরিবর্তিত হয়েছে।
এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো বাংলা বর্ণমালা এবং বাংলা অক্ষর সম্পর্কে।
বাংলা লিপির উদ্ভব ও বিকাশ
মনে রাখতে হবে এই লিপির উদ্ভব হয় ব্রাহ্মী লিপি থেকে
আবার এই লিপির আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার
এই লিপির বা বর্ণমালার অব্যবহৃত পূর্ব লিপি হচ্ছে কুটিল লিপি
এবং এই লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় পাল যুগে
বাংলা বর্ণমালা
মনে রাখতে হবে ব্রাহ্মী লিপিকে লেখা হয় বঙ্গলিপি দ্বারা
বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক
আবার বাংলা বর্ণের আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার
বাংলা লিপি ও বাংলা অক্ষর
এখন এই লিপির উদ্ভব ও বিকাশ নিয়ে বাংলা অক্ষরের আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার এবং বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন চার্লস উইলকিন্স।
আরো কিছু তথ্য
ব্রাহ্মী লিপি হচ্ছে ভারতের মৌলিক লিপি
বাংলায় মুদ্রণ যন্ত্র প্রথম আবিষ্কার হয় রংপুরের ১৮৪৭ সালে
ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় হাজার ১৮৬০ সালে, এর নাম ছিল বাংলা প্রেস
উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৪৯৮ সালে, গোয়াতে।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-