সংযুক্ত ব্যাঞ্জন বর্ণ

সংযুক্ত ব্যাঞ্জন বর্ণ বলতে বোঝায় একটা ব্যাঞ্জন বর্ণের সাথে আরেকটা ব্যাঞ্জন বর্ণের মিলন। আমরা এই টপিকটা শিখবো কিছু উদাহরণ দেখার মাধ্যমে। এই উদাহরণ গুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এগুলো হচ্ছে-

 

একই বর্ণ যোগে গঠিত যুক্ত বর্ণ

ট্ট = ট্ + ট অট্টালিকা, চট্টগ্রাম, ভট্টশালী
ত্ত = ত্ + ত উত্তম, পত্তন, বিত্ত
ক্ক = ক্ + ক মক্কেল, আক্কেল, ছক্কা
জ্জ = জ্ + জ লজ্জা, সজ্জা, মজ্জা
ল্ল = ল্ + ল কল্লোল, হিল্লোল, পল্লব, উল্লেখ, চল্লিশ
দ্দ = দ্ + দ উদ্দেশ্য, উদ্দীপনা, মোকদ্দমা
চ্চ = চ্ + চ উচ্চ, উচ্চতা, উচ্চয়
ব্ব = ব্ + ব আব্বা, ছাব্বিশ, সব্বাই
ন্ন = ন্ + ন অন্ন, ছিন্ন, তন্নতন্ন
ম্ম = ম্ + ম সম্মান, সম্মেলন, সম্মত

 

‘হ’ বর্ণ দিয়ে গঠিত

হ্ন = হ্ + ন মধ্যাহ্ন, সায়াহ্ন, বহ্নি, চিহ্ন
হ্ণ = হ্ + ণ অপরাহ্ণ, পূর্বাহ্ণ, পূর্বাহ্ণিক
হৃ = হ + ঋ হৃদয়, সুহৃদ
হ্ম = হ্ + ম ব্রহ্মা, ব্রাহ্মণ

 

‘ঞ’ দিয়ে গঠিত

জ্ঞ = জ্ + ঞ জ্ঞান, বিজ্ঞান, সংজ্ঞা
ঞ্ছ = ঞ্ + ছ বাঞ্ছা, বাঞ্ছিত, বাঞ্ছনীয়
ঞ্জ = ঞ + জ অঞ্জনা, গঞ্জ, মঞ্জুষা
ঞ্চ = ঞ্ + চ সঞ্চয়, বঞ্চনা

 

‘ক’ দিয়ে গঠিত বর্ণ

ক্ষ = ক্ + ষ লক্ষ, রক্ষা, ক্ষমতা, ক্ষুদ্র, ক্ষতি, ক্ষোভ, ক্ষীণ
ক্ত = ক্ + ত রক্ত, শক্তি
ঙ্ক = ঙ + ক অঙ্ক, কঙ্কাল, লঙ্কা
র্ক = র্ + ক তর্ক, টর্ক

 

‘ন’ দিয়ে গঠিত বর্ণ

ন্ত = ন্ + ত অন্তর, মন্তব্য, অন্ত
ন্থ = ন্ + থ মন্থর
ন্ধ = ন্ + ধ অন্ধ, বন্ধু, সন্ধ্যা

 

‘ণ’ দিয়ে গঠিত বর্ণ

ষ্ণ = ষ্ + ণ তৃষ্ণা, উষ্ণ, উষ্ণায়ন
ণ্ট = ণ্ + ট কণ্টক, ঘণ্টা, বণ্টন
ণ্ঠ = ণ্ + ঠ কণ্ঠ, লুণ্ঠন
ণ্ড = ণ্ + ড কাণ্ড, খণ্ড, দণ্ড, পণ্ডিত, চণ্ডীদাস, পণ্ডশ্রম
ণ্ঢ = ণ্ + ঢ ষণ্ঢ

 

‘ষ’ বর্ণ দিয়ে গঠিত

ষ্ট = ষ্ + ট কষ্ট, অতিষ্ট, অনিষ্ট, নষ্ট
ষ্ম = ষ্ + ম গ্রীষ্ম, উষ্ম

 

অন্যান্য বর্ণ দিয়ে গঠিত

ঙ্গ = ঙ্ + গ অঙ্গ, মঙ্গল, সঙ্গীত
ত্থ = ত্ + থ উত্থান, উত্থাপনকারী
দ্ধ = দ্ + ধ বদ্ধ, যুদ্ধ, সমৃদ্ধি, পদ্ধতি, উদ্ধত, উদ্ধার, উদ্ধৃত, লদ্ধ
ব্ধ = ব্ + ধ লব্ধ, লব্ধি
রূ = র্ + ঊ রূপ, রূপকথা, রূপান্তর, রূঢ়, রূপরেখা

 

তিনটি বর্ণ নিয়ে গঠিত

ক্ষ্য = ক্ + ষ্ + য লক্ষ্য, ক্ষ্যাপা, ক্ষ্যামা, ক্ষ্যাপাটে
ক্ষ্ম = ক্ + ষ্ + ম লক্ষ্মী, লক্ষ্মণ
ক্ষ্ণ = ক্ + ষ্ + ণ তীক্ষ্ণ
ঙ্ক্ষ = ঙ্ + ক্ + ষ আকাঙ্ক্ষা

 

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com