সম্বন্ধ ও সম্বোধন পদ

সম্বন্ধ পদ

ক্রিয়াপদ এর সাথে সম্পর্ক না রেখে যে নামপদ বা বিশেষ্য (Noun) বাক্যের অন্যদের সাথে সম্পর্ক যুক্ত হয়, তাকে সম্বন্ধ পদ বলে। অর্থাৎ যে সমস্ত নাম বা বিশেষ্য নিজে কাজ করে না কিন্তু অন্য একজন কাজটি করে তখন সেই নামপদ বা বিশেষ্যকে সম্বন্ধ পদ বলে। যেমন-

সাইফার বোন পিংকি এই কাজটি করেছে।

এখানে সাইফার সাথে কাজটি করার কোনো সম্পর্ক নেই, কিন্তু পিংকির সাথে সম্পর্ক আছে। তাই সাইফা এখানে সম্বন্ধ পদ।

আরেকটা উদাহরণ দেখি-

সামিহা যে বাড়িতে থাকে সে বাড়িতে রিয়া গান করে। এখানে গান করার কাজটা শুধুমাত্র রিয়া করছে, তাই সামিহা যেহেতু এখানে কোনো কাজ করছে না কিংবা সামিহার সাথে যেহেতু ক্রিয়াপদের কোন সম্পর্ক নেই, তাই সামিহা হচ্ছে একটি সম্বন্ধ পদ।

সম্বোধন পদ

সম্বোধন মানে আহ্বান করা। যাকে সম্মোধন বা আহ্বান করে কিছু বলা হয় তখন তাকে সম্বোধন পদ বলে। যেমন-

হে, বিধাতা আমাকে ভালো একটা চাকরি পাইয়ে দিও।

ওরে, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।

সাইফা, এখানে আসো।

মনে রাখতে হবে, ক্রিয়া পদের সাথে সম্পর্ক না থাকাতে সম্বন্ধ এবং সম্বোধন পদ কারক না।

পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-

www.youtube.com/crushschool

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool