বিশেষ্য বা Noun (নাম) এর পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন-
সাইফা ভালো মেয়ে
সে ভালো মেয়ে
এখানে সাইফা বিশেষ্যের পরিবর্তে সে বসানো যায়, তাই সে হচ্ছে সর্বনাম।
সর্বনাম পদের শ্রেণিবিভাগ
বাংলাভাষায় প্রায় ১০ ধরনের সর্বনাম পদ আছে, এগুলো হলো-
১. ব্যাক্তিবাচক বা পুরুষবাচক : আমি, আমরা, তুমি, তোমরা, তোমার, সে, তারা, তাহারা, তিনি, এ, এরা, ও, ওরা।
২. আত্নবাচক : স্বয়ং, নিজে, খোদ, আপনি।
৩. সামীপ্যবাচক বা নির্দেশক : এ, এটি, এরা, ইহারা, ইনি, এটি, উনি।
৪. দুরত্ব বাচক : ঐ, ঐসব
৫. সাকল্যবাচক : সব, সকল
৬. প্রশ্নবাচক : কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে
৭. অনির্দিষ্টতা জ্ঞাপক : কোন, কেহ, কেউ, কিছু
৮. ব্যাতিহারিক : ব্যাতিহার মানে হলো কর্তা দুটো আর ক্রিয়া একটা। যেমন- আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর
৯. সংযোগজ্ঞাপক : যে, যিনি, যাঁহা, যাহার
১০. অন্যদিবাচক : অন্য, অপর, পর
সাপেক্ষ বা প্রতিনির্দেশক সর্বনাম
যত…তত, যিনি…তিনি, যার…তার ইত্যাদি জোড়া জোড়া সর্বনাম যখন বাক্যে ব্যবহার করা হয় তখন তাকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন-
যত চাও তত লও।
যতই চেষ্টা করবে ততই সফল হবে।
যত বড় মুখ না তত বড় কথা।
যত গর্জে তত বর্ষে না।
যেই কথা সেই কাজ।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- অপশ্রুতি ও সম্প্রসারণ
- অব্যয় পদ
- আধান পরিবহণের মাধ্যম (Medium of Charge Carrier)
- কর্মধারয় সমাস
- কৃৎ প্রত্যয়
- খাটি বাংলা কৃৎ প্রত্যয়
- চীন-হংকং বিরোধ
- পদ প্রকরণ
- পৃথিবীর বাহ্যিক গঠন : সমভূমি (External Structure of the Earth : Plains)
- প্রকৃতি ও প্রত্যয়
- বাংলা লিপি
- বিশেষণ পদ
- বিশেষ্য পদ
- লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু)
- সম্বন্ধ ও সম্বোধন পদ