হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টোল অবস্থায় ধমনিগাত্রে রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে। একে সিস্টোলিক চাপ বলে। হৃৎপিণ্ডের প্রসারণ বা ডায়াস্টোল অবস্থায় রক্তচাপ সবচেয়ে কম থাকে। একে ডায়াস্টোলিক চাপ বলে। স্ফিগমোম্যানোমিটার যন্ত্র দ্বারা ডায়াস্টোলিক চাপ ও সিস্টোলিক চাপ দেখে রক্তচাপ নির্ণয় করা যায়।
Posted inকি কেনো কিভাবে