একটা স্বরধ্বনির সাথে আরেকটা স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরসন্ধির কিছু নিয়ম আছে, এগুলো হচ্ছে-
অ / আ + অ / আ = আ
নরাধম – নর + অধম
রত্নাকর – রত্ন + আকর
যথার্থ – যথা + অর্থ
পাগলামি – পাগল + আমি
কটাক্ষ – কটা + অক্ষ
গতানুগতিক – গত + অনুগতিক
পুরাধ্যক্ষ – পুর + অধ্যক্ষ
দ্বৈপায়ন – দ্বীপ + অয়ন
হিমালয় – হিম + আলয়
বিদ্যালয় – বিদ্যা + আলয়
মাত্রাধিক্য – মাত্রা + আধিক্য
জমানো – জমা + আনো
রূপালি – রূপ + আলি
স্বাধীন – স্ব + অধীন
শশাঙ্ক – শশ + অঙ্ক
প্রাণাধিক – প্রাণ + অধিক
ই / ঈ + ই / ঈ = ঈ
অভীষ্ট – অভি + ইষ্ট
পরীক্ষা – পরি + ঈক্ষা
অভীপ্সা – অভি + ঈপ্সা
সতীশ – সতী + ঈশ
রবীন্দ্র – রবি + ইন্দ্র
প্রতীতি – প্রতী + ইতি
মহীন্দ্র – মহী + ইন্দ্র
প্রতীক্ষা – প্রতি + ঈক্ষা
পৃথ্বীশ – পৃথ্বি + ঈশ
শ্রীশ – শ্রী + ঈশ
এই নিয়মে একটা জিনিস খুব ভালো করে মনে রাখা দরকার! কোন শব্দ গুলো “ই” দিয়ে শুরু এবং কোন শব্দ গুলো “ঈ” দিয়ে শুরু সেটাতে আমাদের প্রায় সমস্যা হয়। তাই “ই” দিয়ে যেসব শব্দ এখানে ব্যবহার হয় সেগুলো হচ্ছে-
ইন্দ্র, ইষ্ট, ইত, ইব, ইচ্ছা, ইন্দ্রিয়, ইন্দু, ইতি
ওদিকে “ঈ” দিয়ে যেসব শব্দ এখানে ব্যবহার হয় সেগুলো হচ্ছে-
ঈক্ষা, ঈশ্বর, ঈশ, ঈপ্সা, ঈষা, ঈর
আবার কিছু শব্দ আছে যেগুলোর শেষে “ঈ”-কার বসে, এগুলো হচ্ছে-
সুধী, সতী, লক্ষ্ণী, পৃথ্বী, মহী, অবনী
উ / ঊ + উ / ঊ – ঊ
কটূক্তি – কটু + উক্তি
বধূক্তি – বধু + উক্তি
গুরূক্তি – গুরু + উক্তি
মরূদ্যান – মরূ + উদ্যান
বধুৎসব – বধু + উৎসব
অনূদিত – অনু + উদিত
অ / আ + ই / ঈ = এ
স্বেচ্ছা – স্ব + ইচ্ছা
অপেক্ষা – অপ + ঈক্ষা
ঢাকেশ্বরী – ঢাকা + ঈশ্বরী
যথেষ্ট – যথা + ইষ্ট
শুভেচ্ছা – শুভ + ইচ্ছা
অ / আ + উ / ঊ = ও
যথোচিত – যথা + উচিত
সূর্যোদয় – সূর্য + উদয়
নবোঢ়া – নব + ঊঢ়া
নীলোৎপল – নীল + উৎপল
প্রশ্নোত্তর – প্রশ্ন + উত্তর
কথোপকথন – কথা + উপকথন
গঙ্গোর্মি – গঙ্গা + ঊর্মি
হিতোপদেশ – হিত + উপদেশ
অ / আ + ও / ঔ = ঔ
বনৌষধি – বন + ঔষধি
পরমৌষধ – পরম + ঔষধ
জলৌকা – জল + ওকা
মহৌদার্য – মহা + ঔদার্য
মহৌষধ – মহা + ঔষধ
মহৌসুক্য – মহা + ঔৎসুক্য
অ / আ + ঋ = অর
দেবর্ষি – দেব + ঋষি
মহর্ষি – মহা + ঋষি
অ / আ + ঋত = আর
ক্ষুধার্ত – ক্ষুধা + ঋত
ভয়ার্ত – ভয় + ঋত
শীতার্ত – শীত + ঋত
তৃষ্ণার্ত – তৃষ্ণা + ঋত
ই / ঈ + অন্য স্বরধ্বনি = য্ + অ অথবা য্ + উ
অত্যধিক – অতি + অধিক
অত্যন্ত – অতি + অন্ত
যদ্যপি – যদি + অপি
প্রত্যুষ – প্রতি + উষ
প্রত্যেক – প্রতি + এক
অত্যুক্তি – অতি + উক্তি
মস্যাধার – মসী + আধার
আদ্যোপান্ত – আদি + উপান্ত
উপর্যুক্ত – উপরি + উক্ত
ব্যর্থ – বি + অর্থ
অধ্যক্ষ – অধি + অক্ষ
অত্যাচার – অতি + আচার
মিথ্যুক – মিথ্যা + উক
ইত্যাদি – ইতি + আদি
প্রত্যুত্তর – প্রতি + উত্তর
উপর্যুপরি – উপরি + উপরি
উ / ঊ + উ / ঊ বাদে অন্য স্বরধ্বনি = ব্ + অ
পশ্বধম – পশু + অধম
অন্বেষণ – অনু + এষণ
মন্বন্তর – মনু + অন্তর
অম্বিত – অনু + ইত
স্বাগত – সু + আগত
তন্বী – তনু + ঈ
স্বল্প – সু + অল্প
ভূর্ধ্ব – ভূ + ঊর্ধ্ব
ঋ + ঋ বাদে অন্য স্বরধ্বনি থাকলে ঋ এর বদলে “র” বসে
পিত্রালয় – পিতৃ + আলয়
মাত্রিচ্ছা – মাতৃ + ইচ্ছা
পিত্রাদেশ – পিতৃ + আদেশ
মাত্রুপদেশ – মাতৃ + উপদেশ
এ / ঐ / ও / ঔ কারের পর এ, ঐ এর স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ এর স্থানে যথাক্রমে অব, আব হয়
গবেষণা – গো + এষণা
গবাদি – গো + আদি
লবণ – লো + অন
গায়ক – গৈ + অক
পাবক – পৌ + অক
শ্রবণ – শ্রু + অন
নাবিক – নৌ + ইক
ছেলেমি – ছেলে + আমি
পবিত্র – পো + ইত্র
ভাবুক – ভৌ + উক
নয়ন – নে + অন
স্বরধ্বনি এর পর ব্যাঞ্জন ধ্বনি আসলে স্বরধ্বনি লুপ্ত হয়ে যায়
ঘোড়দৌড় – ঘোড়া + দৌড়
নাতবৌ – নাতি + বৌ
ঘোড়াগাড়ি – ঘোড়া + গাড়ি
কাঁচকলা – কাঁচা + কলা
অন্যান্য
যাচ্ছেতাই – যা + ইচ্ছা + তাই
জাত্যভিমান – জাতি + অভিমান
দৃষ্টান্ত – দৃষ্টি + অন্ত
পনির – পনি + এর
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-