চার্লসের সূত্র থেকে ‘পরম তাপমাত্রা স্কেল’ নামক নতুন তাপমাত্রা পরিমাপক স্কেল চালু হয়। চার্লসের সূত্রটি ছিলো-
স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0°C তাপমাত্রায় তার আয়তনের 273 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।
স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 0°C এবং tº C তাপমাত্রায় যথাক্রমে V0 এবং Vt হলে, চার্লসের সূত্র মতে-
Vt = V0 [(273+1) / 273]
তাপমাত্রা t = – 273° C হলে, তখন V1 = V0 [(273 – 273) / 273] = 0 হয়।
অর্থাৎ, -273° C তাপমাত্রায় গ্যাসের আয়তন থিওরেটিক্যালি শূন্য হয়। তাই -273°C তাপমাত্রাকে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ধরে পরমশূন্য তাপমাত্রা বলা হয়। পরমশূন্য তাপমাত্রা অর্থাৎ -273°C-কে শূন্য হিসাবে ধরে তাপমাত্রা পরিমাপের একটি নতুন স্কেল তৈরি করা হয়েছে। এই তাপমাত্রার প্রতি ডিগ্রির ভাগ সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলের ভাগের সমান। এ স্কেলকে তাপমাত্রার পরম স্কেল বলা হয়। আগে পরম স্কেলে তাপমাত্রার সংকেত °A (degree Absolute) ব্যবহৃত হলেও পরবর্তীতে ºk (degree Kelvin) এবং বর্তমানে শুধুমাত্র K (Kelvin, কেলভিন) ব্যবহৃত হয়। সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে t এবং পরম স্কেলে তাপমাত্রাকে T হিসেবে ধরা হয়। যেহেতু পরমশূন্য তাপমাত্রার সংজ্ঞানুসারে,
0 k হচ্ছে -273°C এর অনুরূপ
আবার যেহেতু 1 K তাপমাত্রার পার্থক্য = 1°C তাপমাত্রার পার্থক্য হিসেবে ধরা হয়, সেহেতু-
T = (273 + t)
অর্থাৎ t°C = (273 +t) K
একটা উদাহরণ দেখলে বোঝা যাবে-
কক্ষের তাপমাত্রা 25°C হলে পরম স্কেলে এ তাপমাত্রা কত?
সমাধান : যেহেতু t°C = (273 + t) k,
তাই, 25°C = (273 + 25) k
= 298 K
সুতরাং পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেলে কোনো তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলের মান থেকে 273 সংখ্যা মান বেশি হয়। সেলসিয়াস স্কেলের তাপমাত্রার মানের সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। মনে রাখতে হবে, কেলভিন স্কেলে তাপমাত্রার ঋণাত্মক সংখ্যামান হয় না। যেমন, -25°K এর অস্তিত্ব নেই।
আরেকটা উদাহরণ দেখি-
কোন তরলীভূত গ্যাসের তাপমাত্রা 5K। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত?
সমাধান : t°C = (273 + t) k
or, t k = 273 – t°C
or, 5 k = (5 – 273)°C
or, 5 k = -268°C
‘কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরী অবলম্বন করছ? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন। পুনরায় তোমাদেরকে জীবনদান করবেন। অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে।’ (আল-কুরআন, সূরা : আল বাক্বারাহ্)
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- উৎক্রম তাপমাত্রা কি?
- গে-লুস্যাকের গ্যাসের চাপের সূত্র (Gay-Lussac’s Law of Pressure of Gases)
- গ্যাসীয় অবস্থা (Gaseous State)
- গ্যাসের ক্রান্তি অবস্থা (Critical States of Gases)
- চার্লসের সূত্র (Charles’ Law)
- চার্লসের সূত্র বিবৃত করো
- তাপমাত্রা কিভাবে প্রস্বেদনকে প্রভাবিত করে?
- পরম তাপমাত্রা স্কেল অনুসারে চার্লস সূত্র (Charles Formula According to the Absolute Temperature Scale)
- পরম শূন্য তাপমাত্রা কি?
- পরমশূন্য তাপমাত্রা (Absolute Zero Temperature)
- বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয় (Combination of Boyle’s Law and Charles’ Law)
- ভার্নিয়ার স্কেল (Vernier Scale)
- মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা ও তাৎপর্য (Dimension and Significance of Molar gas constant)
- রোধের তাপমাত্রা বা উষ্ণতা গুণাঙ্ক (Temperature Co-efficient of Resistance)
- সন্ধি তাপমাত্রা কাকে বলে?