নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে বল প্রযুক্ত হলে কোনো বস্তুর ত্বরণ হয়, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয়। এ ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে g দিয়ে প্রকাশ করা হয়।
মাত্রা ও একক : যেহেতু অভিকর্ষজ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর মাত্রা হবে LT-2 এবং একক হবে ms-2।
g এর সমীকরণ
ধরা যাক, M = পৃথিবীর ভর, m = ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর, d = বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব।
তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই, অভিকর্ষ বল, F = GMm / d2. কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই,
অভিকর্ষ বল = ভর × অভিকর্ষজ ত্বরণ
অর্থাৎ, F = mg
এই দুটো সমীকরণ থেকে পাওয়া যায়,
mg = GMm / d2
or, g = GM / d2
এই সমীকরণের দুপাশে বস্তুর ভর m অনুপস্থিত, সুতরাং অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের ওপর নির্ভর করে না। যেহেতু G এবং পৃথিবীর ভর M ধ্রুবক, তাই g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব d এর ওপর নির্ভর করে। সুতরাং g এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়।
বিভিন্ন স্থানে g এর মানের পরিবর্তন
পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ, পৃথিবীর ব্যাসার্ধ R হলে ভূপৃষ্ঠে-
g = GM / R2
যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ R-ও ধ্রুবক নয়। সুতরাং ভূপৃষ্ঠের সর্বত্র g এর মান সমান নয়৷ মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ R সবচেয়ে কম বলে সেখানে g এর মান সবচেয়ে বেশি, 9.83217 ms-2। মেরু থেকে বিষুব অঞ্চলের দিকে R এর মান বাড়তে থাকায় g এর মান কমতে থাকে। বিষুব অঞ্চলে R এর মান সবচেয়ে বেশি বলে g এর মান সবচেয়ে কম, 9.78039ms-2। ক্রান্তীয় অঞ্চলে g এর মান 9.78918 ms-2
g এর আদর্শ মান
ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন বলে 45° অক্ষাংশে সমুদ্র সমতলে g এর মানকে আদর্শ মান ধরা হয়। g এর এ আদর্শ মান হচ্ছে 9.80665ms-2। হিসাবের সুবিধার জন্য আদর্শমান ধরা হয় 9.8ms-2 বা 9.81ms-2
g এর তাৎপর্য
ভূপৃষ্ঠে g এর মান 9.81ms-2 এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.81ms-1 বৃদ্ধি পায়।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- অভিকর্ষ কেন্দ্র
- এনট্রপি কি
- ওজনের তারতম্য ও ওজনহীনতা
- গতিশক্তি (Kinetic Energy)
- ত্বরণ কাকে বলে
- পদার্থবিজ্ঞানে কাজ
- বিভব শক্তি (Potential Energy)
- বিশ্বের বিখ্যাত সাগর
- ভর ও ওজন (Mass & Weight)
- ভর ও ওজনের পার্থক্য
- রকেটের গতি (Motion of Rocket)
- শক্তি ও শক্তির বিভিন্ন রূপ
- সরলদোলকের সমীকরণ
- সরলদোলকের সূত্র সমূহ
- স্প্রিং নিক্তি