Adjective

একদম সহজ করে বললে Adjective হলো সেসব শব্দ যেগুলো Noun / Pronoun এর ঠিক আগে বসে সেসব Noun / Pronoun এর দোষ, গুন, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে।

এবার চলো, একটা বাক্যে থাকা Adjective কে কিভাবে চেনা যায় সেটা নিয়ে বিস্তারিত জানবো!

 

a) মনে রাখবে-

Adjective + Noun হয় সবসময়।

কিছু উদাহরণ দেখি-

There is little water in the pot. (এখানে Water হচ্ছে Noun, তাই এর আগে থাকা Little হচ্ছে Adjective)

Sayfa give me some book. (এখানে Book হচ্ছে Noun, তাই এর আগে থাকা Some হচ্ছে Adjective)

Still sayfa run away. (এখানে Sayfa হচ্ছে Noun, তাই এর আগে থাকা still হচ্ছে Adjective)

 

b) মনে রাখবে-

A / An / The + Adjective + Noun হয় সবসময়।

কিছু উদাহরণ দেখি-

Sayfa is a bright student. (এখানে Bright হচ্ছে Adjective)

The up train is late. (এখানে Up হচ্ছে Adjective)

Nijhum has a little milk. (এখানে Little হচ্ছে Adjective)

 

c) পাশাপাশি দুটো Noun থাকলে প্রথমটি Adjective হিসেবে কাজ করে। অর্থাৎ

Noun (Used as Adjective) + Noun হয় সবসময়।

কিছু উদাহরণ দেখি-

Sayfa has a Laptop computer. (এখানে Laptop হচ্ছে অর্থগতভাবে Noun কিন্তু বাক্যে ব্যবহৃত হয়েছে Adjective হিসেবে)

Sayfa is a University student. (এখানে University হচ্ছে অর্থগতভাবে Noun কিন্তু বাক্যে ব্যবহৃত হয়েছে Adjective হিসেবে)

Sayfa is a College teacher. (এখানে College হচ্ছে অর্থগতভাবে Noun কিন্তু বাক্যে ব্যবহৃত হয়েছে Adjective হিসেবে)

 

d) Noun এর আগে একাধিক Adjective থাকতে পারে, তাই নিচের structure টা মনে রাখো-

A / An / The + একাধিক Adjective (OSAS.COM) + Noun

এখানে OSAS.COM মানে মনে রাখার একটা টেকনিক, এটি দ্বারা বোঝায় কোন adjective এর পর কোনটা আসবে সেটিকে। চলো OSAS.COM বিষয়টা ভেঙে বলি-

O – Opinion : Beautiful, Wonderful, Interesting, Ugly, Colorful, অর্থাৎ মানুষের বিভিন্ন গুন নিয়ে আমরা মতামত দিয়ে থাকি, এই মতামত গুলো এক ধরনের adjective.

S – Size : Large, Small, Big, Tall ইত্যাদি বিভিন্ন আকার আরেক ধরনের adjective.

A – Age : Old, Young, New ইত্যাদি হচ্ছে adjective.

S – Shape : Rectangular, Triangular, Circular, Round, Squire ইত্যাদি বিভিন্ন আকৃতি হচ্ছে adjective.

C – Color : Blue, Red, Green, Brown ইত্যাদি।

O – Origin : French, American, Japanese, China, Indian ইত্যাদি বিভিন্ন জাতির উৎপত্তি হচ্ছে adjective.

M – Material : Wood, Iron, Gold, Dimond ইত্যাদিও Adjective হিসেবে কাজ করে।

তাই কোনো বাক্যে যদি পাশাপাশি অনেকগুলো adjective থাকে তবে তাদেরকে OSAS.COM অনুসারে সাজাতে হবে। চলো কিছু উদাহরণ দেখি-

Sayfa bought a big pink plastic bag. (A + Size + Color + Material + Noun)

I give nijhum a beautiful round gold ring. (A + Opinion + Shape + Material + Noun)

Sayfa saw a nice large new blue American metal car. (A + Opinion + Size + Age + Color + Origin + Material + Noun)

 

e) আরেকটা structure মনে রাখো-

A / An / The + Adverb + Adjective + Noun হয় সবসময়,

অথবা-

A / An / The + Adverb + একাধিক Adjective (OSAS.COM) + Noun হয় সবসময়।

চলো কিছু উদাহরণ দেখি-

Sayfa bought a very nice big new Red Indian dress. (A + Adverb + Opinion + Size + Age + Color + Origin + Noun)

I saw a very beautiful golden ring. (A + Adverb + Opinion + Material + Noun)

 

f) এই structure টা দেখো-

A / An + কোনো সংখ্যাবাচক শব্দ + Noun হয়

এই ধরনের structure এর ক্ষেত্রে মাঝখানে বসা সংখ্যাটি adjective হিসেবে কাজ করে। তবে মনে রাখবে, সেই সংখ্যাটি কখনোই plural হবে না। চলো কিছু উদাহরণ দেখি-

Sayfa attends a three hour examination. (Three hours বসবে না)

Sayfa asked to write a 500 word essay on Deforestation. (500 words বসবে না)

Sayfa came to my home on a five day visit. (Five days হবে না)

Nijhum saw a seven year old children. (Seven years হবে না)

Nijhum reads a 50 page book. (50 pages হবে না)

 

g) আরেকটা structure দেখো-

Subject + Be Verb + Adjective বসে।

কিছু উদাহরণ দেখি-

Sayfa is afraid of the dog. (এখানে afraid হচ্ছে adjective)

Nijhum is Meritorious. (এখানে afraid হচ্ছে adjective)

Sayfa is amazing girl. (এখানে afraid হচ্ছে adjective)

 

h) একটা ব্যাতিক্রম দেখবো এবার। যদি কোনো বাক্যে Make / Let / Get থাকে তবে adjective কে একদম দূরে পাঠিয়ে দিবো, অর্থাৎ বাক্যের একদম শেষে বা Object এর পরে Adjective বসবে। যেমন-

I’ll get the food ready. (আমি খাবার তৈরি অবস্থায় পাবো)

I can’t make sayfa happy. (আমি সাইফাকে সুখী বানাতে পারিনি)

Nijhum made a cup of tea hot. (নিঝুম গরম এক কাপ চা বানিয়েছিলো)

 

Suffix দেখে adjective চিনবো কিভাবে!

যখন কোনো word এর শেষে নির্দিষ্ট কিছু suffix বা শব্দাংশ থাকে তখন তাদের দেখে চেনা তারা যে adjective. চলো একটা গল্পের মাধ্যমে প্রতিটা adjective এর শেষে কি বসবে সেটা জেনে নেই-

একটা interesting গল্প শোনাই। আমাদের কলেজে সাইফা নামের Indian Beautiful মেয়ে পড়তো। সে ক্লাসে খুব attentive থাকতো, সব theoretical বিষয়ে সে curious ছিলো। কলেজের সব টিচারদের obedient ছিলো বলে প্রতিটা পরিক্ষায় সে extraordinary নাম্বার পেতো। HSC তেও Golden পায় সে। তবে সাইফাকে friendly দেখালেও virtual জগতে সে comfortable ফিল করতো না। একদিন একটা foolish ছেলে helpless হয়ে সাইফার ফেসবুকে engaged হতে চায়। কিন্তু সাইফা তাকে systemic ওয়েতে ফিরিয়ে দেয়।

উপরের গল্পে underline করা word গুলো যদি কোনো কিছুর শেষে থাকে তবে তারা adjective হিসেবে কাজ করবে।

 

Pronominal Adjective

আমাদের এই আলোচনাটাও খুব গুরুত্বপূর্ণ, মাথা ঠান্ডা করে বুঝবে। এখানে আমরা pronoun এর মত দেখতে adjective নিয়ে শিখবো যেটাতে প্রচুর কনফিউশন থাকে সবার।

Pronoun যখন একা একা বসে তখন সে pronoun হিসেবেই থাকে, কিন্তু সেই pronoun কে যদি কোনো Noun এর আগে বসানো হয় তবে সেটি হয়ে যায় Pronominal Adjective.

তাই ভিন্ন ভিন্ন যেসব Pronoun নিয়ে আমরা Pronoun এর চ্যাপ্টারে জেনেছিলাম, ঠিক সেগুলোই আবার Adjective হিসেবে কাজ করতে পারে। চলো তাদেরকে নিয়ে বিস্তারিত জেনে ফেলি। আবারো বলছি, মাথা খুব ঠান্ডা রাখতে হবে!

This / That / These / Those / It যখন একা একা বসে তখন এরা Pronoun, কিন্তু কোনো Noun এর আগে বসলে এরা Adjective. যেমন-

This is sayfa’s book. (Pronoun)

These are my mobiles. (Pronoun)

This book is sayfa’s. (Adjective)

These mobiles are mine. (Adjective)

Each / Either / Neither যখন একা একা বসে তখন এরা Pronoun, কিন্তু কোনো Noun এর আগে বসলে এরা Adjective. যেমন-

Each of the boys has girlfriend. (Pronoun)

Neither of the girls is single. (Pronoun)

Each boy has a girlfriend. (Adjective)

Everybody has gone. (Adjective)

 

একটু কষ্ট করে মনে রাখো,-

Every সবসময় Adjective, এটি কখনোই Pronoun না।

 

Who / Whom / Whose / Which / What যখন একা একা বসে তখন এরা Pronoun, কিন্তু কোনো Noun এর আগে বসলে এরা Adjective. যেমন-

Who are you? (Pronoun)

What is your name? (Pronoun)

Which fish do you buy? (Adjective)

What movie are you watching? (Adjective)

তবে Relative Pronoun গুলো কোনো Noun এর আগে বসলে সেটাও Adjective হয়ে যায়। যেমন-

The girl who sends me a picture is my friend. (Pronoun)

The girl whose picture has broken down. (Adjective)

Pronominal Adjective এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে Possessive Adjective. খুব মনোযোগ দিয়ে আসো এটাও শিখে ফেলি!

 

Possessive Adjective

যদি কোনো Pronoun দুর্ভাগ্যক্রমে Noun এর আগে বসে যায় তবে সেটা আর pronoun থাকে না, সেটা হয়ে যায় adjective. এই ধরনের adjective কে Possessive adjective বলে। এদের কিছু ব্যবহার দেখি-

 

ব্যক্তিবাচকের ক্ষেত্রে Possessive Adjective এর ব্যবহার

বাক্যের subject অনুসারে noun এর আগে কিছু ব্যক্তিবাচক adjective বসে কিন্তু এদের চেহারা অনেকটা pronoun এর মত। Subject এর উপর নির্ভর করে এসব adjective কে বাক্যে Noun এর আগে বসাতে হয়।

এবার আমরা Subject-এ কি কি থাকলে আমরা কি কি possessive adjective বসাবো সেটা দেখে ফেলি-

I – My

She – Her

We – Our

They – Their

You – Your

He – His

Emtiaz – His

Sayfa – Her

I + you + he (একাধিক person যদি subject হিসেবে থাকে) – Our

You + He – Your

He + She + Sayfa (একাধিক 3rd Person থাকলে) – Their

চলো কিছু উদাহরণ দেখি-

I’m reading my book. (My হচ্ছে Possessive Adjective, কারন এর পরে Noun বসেছে)

He is going to his college. (His হচ্ছে Possessive Adjective, কারন এর পরে Noun বসেছে)

Sayfa likes to listen her song. (Her হচ্ছে Possessive Adjective, কারন এর পরে Noun বসেছে)

You, he & I have done our work. (Our হচ্ছে Possessive Adjective, কারন এর পরে Noun বসেছে)

You & he show your photo. (Your হচ্ছে Possessive Adjective, কারন এর পরে Noun বসেছে)

Sayfa & Nijhum have completed their breakfast. (Their হচ্ছে Possessive Adjective, কারন এর পরে Noun বসেছে)

 

শিশু / ইতর প্রাণি / Collective Noun এর ক্ষেত্রে Possessive Adjective এর ব্যবহার

Subject হিসেবে যদি কোনো শিশু / ইতর প্রাণি / Collective Noun Singular হয় তবে এদের জন্য Possessive adjective টি হবে Its. কিছু উদাহরণ দেখি-

The dog lost its tail. (Its হচ্ছে Possessive Adjective, কারন এর পরে Noun বসেছে)

The bird has broken its wing. (Its হচ্ছে Possessive Adjective, কারন এর পরে Noun বসেছে)

The baby crying for its mother. (Its হচ্ছে Possessive Adjective, কারন এর পরে Noun বসেছে + এই উদাহরণটা প্রায় অনেক পরিক্ষায় এসেছে)

The jury (বিচারক) will give its decision next week. (Its হচ্ছে Possessive Adjective, কারন এর পরে Noun বসেছে)

আরো একটা জায়গায় Possessive Adjective বসে। সেটি হলো-

Preposition + Possessive Adjective + Gerund (Verb + ing)

কিছু উদাহরণ দেখি চলো-

Sayfa never approve of my going to home. (এখানে My হচ্ছে Adjective)

Nijhum insist on your going there. (এখানে Your হচ্ছে Adjective)

 

আরো কিছু Adjective চিনি

ing ও ed যুক্ত কিছু Adjective এক নজরে দেখে নাও, এগুলো নিয়েও প্রায় আমাদের কনফিশন থাকে।

Satisfying, Inspiring, Entertaining, Confusing, Charming, Amazing, Disturbing, Exciting, Annoying, Pleasing, Worrying, Disgusting.

Satisfied, bored, confused, excited, pleased, worried, painted, advanced, tired, disappointed, amused, troubled, depressed, prepared, retired.

 

Latin Adjective

সবশেষে আমরা নতুন কিছু Adjective নিয়ে জানি যেগুলোকে আমরা সচারাচর দেখি কিন্তু চিনি না তারা আসলে কারা! এরা হচ্ছে Latin Adjective. বিভিন্ন Noun এর Latin Adjective নিয়ে একটা সিকুয়েন্স দেওয়া হলো-

Noun

Latin Adjective

Youth

Year

Will

West

Village

Sun

Spring

Time

Life

Law

Heart

Head

Fox

Foot

Sea

Salt

Ox

Nature

Night

Mouth

Moon

Marriage

Flesh

Father

Egg

East

Earth

Dog

Day

Cow

Cat

Brother

Butterfly

Bird

Juvenile (তরুণ)

Annual (বার্ষিক)

Voluntary

Occidental (পাশ্চাত্য)

Rural (গ্রাম্য)

Solar (সৌর)

Vernal (বসন্তকালীন)

Temopal (সময়গত)

Vital (জীবন সংক্রান্ত)

Legal (বৈধ)

Cardiac (হৃদপিণ্ড)

Capital (মাথা সম্পর্কিত)

Vulpine (শেয়াল সম্পর্কিত)

Pedal (পা সম্পর্কিত)

Marine (সামুদ্রিক)

Saline (লোনা বা লবনাক্ত)

Bovine (গবাদি পশুর ন্যায়)

Normal (নিয়মমাফিক)

Nocturnal (নৈশ)

Oral (মৌখিক)

Lunar (চাঁদ সম্পর্কিত)

Nuptial (বিবাহ সম্পর্কিত)

Carnal (রক্তমাংস সম্পর্কিত)

Paternal (পৈতৃক)

Oval (ডিম্বাকার)

Oriental (প্রাচ্য সম্পর্কিত)

Terrestrial (পৃথিবী সম্পর্কিত)

Canine (কুকুর সম্পর্কিত)

Diurnal (আহ্নিক)

Bovine (গবাদি পশু সম্পর্কিত)

Feline (বিড়াল সম্পর্কিত)

Fraternal (ভ্রাতৃসম্পর্কিত)

Pieridine (প্রজাপতি সম্পর্কিত)

Avian (পক্ষীবিষয়ক)

 

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com

Emtiaz Khan

A person who believes in simplicity. He encourages the people for smart education. He loves to write, design, teach & research about unknown information.