What is adverb এর উত্তর হচ্ছে যেসব word বাক্যে থাকা Noun / Pronoun বাদে অন্য কোনো parts of speech কে মডিফাই করে, তখন ঐ word কে Adverb বলে। আমাদের জানতে হবে Adverb কাকে কাকে Modify করে।
Adverb মডিফাই করে-
Adjective কে
Verb কে
Adverb কে
Preposition কে
Conjunction কে
পুরো একটা Sentence কেও মডিফাই করতে পারে Adverb.
তাহলে বুঝতে পারছো Adverb এর ক্ষমতা অনেক বেশি।
এবার কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখি Adverb কিভাবে এদেরকে মডিফাই করে।
Adjective কে যেভাবে মডিফাই করে Adverb
Honey is very sweet. (মধু খুব মিষ্টি)
এখানে মিষ্টি হচ্ছে মধুর একটা গুন বা adjective, এই মিষ্টির পরিমাণটা কেমন? খুব মিষ্টি। তাই মিষ্টি adjective কে বোঝানো হচ্ছে খুব (very) শব্দটি দ্বারা। সেজন্য Very এখানে adverb এবং এটি মিষ্টি নামক adjective কে মডিফাই করছে। চলো আরো কিছু উদাহরণ দেখি-
Sayfa is a little known.
Nijhum is too intelligent.
I saw a girl who was really innocent.
Verb কে যেভাবে মডিফাই করে Adverb
Sayfa drives badly. (সাইফা খারাপ ভাবে ড্রাইভ করছে)
এখানে সাইফা যে কাজটা করছে সেটি হলো ড্রাইভ করা। আর সে কিভাবে ড্রাইভ করে? খারাপভাবে। অর্থাৎ, সাইফার কাজটাকে এখানে নির্দেশ করছে “Badly” কথাটা। তাই Badly এখানে verb কে মডিফাই করে এবং এটি নিজে একটা adverb. আরো কিছু উদাহরণ দেখি-
Nijhum writes well.
The cricket match was telecast live.
This shari suits sayfa fine.
Adverb কে যেভাবে মডিফাই করে Adverb
Sayfa dances extremely well. (সাইফা খুবই ভালোভাবে নাচছে)
এখানে সাইফার নাচ বা verb টা কেমন সেটা প্রকাশ বলা হচ্ছে well শব্দটি দ্বারা। তাই Well হচ্ছে একটা Adjective. আবার Well বা ভালো বলতে কেমন ভালো সেটা প্রকাশ করছে Extremely শব্দটি দ্বারা। অর্থাৎ extreme শব্দটি well নামক adverb কে মডিফাই করছে। এভাবে একটা Adverb নিজেই অন্য আরেকটা Adverb কে মডিফাই করতে পারে।
চল আরো কিছু উদাহরণ দেখি-
Nijhum takes her breakfast very quickly.
The changes of sayfa’s village has occurred too rapidly.
Sayfa’s CGPA has improved very slightly.
What is adverb এর ক্ষেত্রে একটা Adverb কিভাবে Preposition, Conjunction এবং পুরো Sentence কে কিভাবে মডিফাই করে সেটা কিছু উদাহরণের মাধ্যমে দেখি-
The Airplane exactly over our head. (এখানে Over নামক preposition কে মডিফাই করেছে exactly নামক adverb)
Sayfa like nijhum simply because she is a good girl. (এখানে because নামক conjunction কে মডিফাই করেছে simply নামক adverb)
Unfortunately, sayfa didn’t take the class. (এখানে unfortunately এর পর পুরো sentence কে মডিফাই করেছে unfortunately নামক adverb)
Adverb ঠিক কোথায় কোথায় বসে?
এবার আমরা Adverb বসার মত কয়েকটা জায়গা দেখবো কিছু Structure এর মাধ্যমে।
মনে রাখবে-
Adverb + Verb হয় সবসময়
কিছু উদাহরণ দেখি-
Please go there. (এখানে Please হচ্ছে Adverb, Go হচ্ছে Verb)
Girls, Kindly complete the math. (এখানে Kindly হচ্ছে Adverb, Complete হচ্ছে Verb)
Sayfa always takes the class. (এখানে Always হচ্ছে Adverb, takes হচ্ছে Verb)
আরেকটা structure মনে রাখো-
Be verb + always, sometimes, often, usually, seldom, still, never, rarely, hardly + অন্য Verb বসে
চলো কিছু উদাহরণ দেখি-
Sayfa is always late.
Nijum is often busy.
I am still reading the book.
আরো একটা Structure দেখো-
Sub + always, sometimes, often, usually, seldom, still, never, rarely, hardly + be verb ব্যতীত অন্য Verb বসে
কিছু উদাহরণ দেখি-
Sayfa always speaks the truth.
Nijhum usually reads the book.
She never phone him.
Present Perfect Tense এর ক্ষেত্রে Adverb বসে। এই Structure টা দেখো-
have / has + always, sometimes, often, usually, seldom, still, never, rarely, hardly + Verb এর Past Participle বসে সবসময়
উদাহরণ দেখি-
Sayfa has already gone.
My friends have never seen the Tajmahal.
Her car has just had an accident.
Adverb এর সিকুয়েন্স
যদি পর পর অনেকগুলো Adverb বসে কোনো বাক্যে তবে তাদের মাঝে একটা সিকুয়েন্স বজায় রাখতে হবে তোমাকে। এই সিকুয়েন্সটা হলো-
MP এর Time নাই!
এখানে, M – Manner (Verb কে কিভাবে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা)
P – Place (Verb কে কোথায় দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা)
Time (Verb কে কখন দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা)
অর্থাৎ, বাক্যে অনেকগুলো Adverb থাকলে তাদেরকে পাশাপাশি বসানোর সময় প্রথমে Manner, তারপর Place, সবশেষে Time বসাবো।
চলো কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখি-
Sayfa has sung sweetly in her room today.
এখানে, সাইফা যে কাজটা করছে, অর্থাৎ গান গাচ্ছে, এই কাজকে যদি তিনটা প্রশ্ন করা হয় তবে-
সাইফা কিভাবে গান গায়? – Sweetly (মিষ্টিভাবে) ; এটা হচ্ছে Manner
সাইফা কোথায় গান গায়? – In her room (তার রুমে) ; এটা হচ্ছে Place
সাইফা কখন গান গায়? – Today (আজকে) ; এটা হচ্ছে Time
তাই এই বাক্যে থাকা তিনটা Adverb এর সিকুয়েন্স হচ্ছে- MP এর Time নাই!
আরো কিছু উদাহরণ দেখি-
Sayfa made delicious breakfast yesterday.
Nijhum played well at college field last week.
Sayfa walked on the road last night.
Nijhum sleeps in guest house.
Sayfa came back home 2 days ago.
“MP এর Time নাই” টাইপের Adverb
আমরা এবার একে একে Manner, Place এবং Time যুক্ত যেসব Adverb আছে তাদেরকে সবাইকে শিখে ফেলবো। তখন তোমার যেকোনো বাক্যে Adverb থাকলে সেটাকে চিনে ফেলাটা কঠিন কাজ হবে না।
Manner যুক্ত Adverb
Verb কে “কিভাবে (How)” দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসে সেটা এক ধরনের Adverb যাকে Manner বলে। খুব মনোযোগ দিয়ে এই Manner গুলোকে মনে রাখো, সারাজীবন কাজে লাগবে-
Well, Thus, widely, wrongly, urgently, rightly, naturally, fortunately, luckily, probably, possibly, quickly, easily, carelessly, simply, swiftly, soundly, softly, sadly, bravely, correctly, closely, clearly, carefully, anxiously, eagerly, suddenly, slowly.
Place যুক্ত Adverb
Verb কে “কোথায় (Where)” দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসে সেটা এক ধরনের Adverb যাকে Place বলে। খুব মনোযোগ দিয়ে এই Place গুলোকে মনে রাখো, সারাজীবন কাজে লাগবে-
Below, above, universally, locally, inland, overhead, ahead, abroad, away, nearby, thence, hence, thither, neither, near, far, nearby, outside, there, here.
Time যুক্ত Adverb
Verb কে “কখন (When)” দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসে সেটা এক ধরনের Adverb যাকে Time বলে। খুব মনোযোগ দিয়ে এই Time গুলোকে মনে রাখো, সারাজীবন কাজে লাগবে-
Immediately, presently, since, before, already, after, sometimes, never, often, ago, seldom, always, daily, tomorrow, today, yesterday, soon, then, now.
এবার আমরা নতুন ক্যাটাগরির কিছু Adverb নিয়ে জানবো। এগুলো হচ্ছে-
Frequency যুক্ত Adverb
কোনো Verb কে “কতবার (How Often)” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই frequency যুক্ত adverb. এরা হচ্ছে-
Occasionally, rarely, sometimes, generally, usually, never, often, always, again, thrice, twice, once.
Degree যুক্ত Adverb
কোনো Verb কে “কতটুকু (How Much)” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই degree যুক্ত adverb. এরা হচ্ছে-
Almost, enough, quite, very, too, much, little, rather, fully, partly, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, how.
Assertion যুক্ত Adverb
কোনো verb এর কাজ শেষ হবার পর যেসব adverb ব্যবহার করে হ্যাঁ বোধক / না বোধক / সন্দেহ / নিশ্চয়তা প্রকাশ করে তাকে Assertion যুক্ত Adverb বলে। এরা হচ্ছে-
Yes, no, not, certainly, indeed, probably, perhaps, really, possibly, surely.
ফলাফল ও কারণ যুক্ত Adverb
যেসব Adverb দিয়ে কোনো কাজ করার ফলাফল ও কারণ বোঝানো হয় তাকে ফলাফল ও কারণ যুক্ত Adverb বলে। এরা হচ্ছে-
Yet, as, according, become, hence, so, therefore, wherefore.
দুমুখো Adverb
কিছু Adverb আছে যারা এক সময় Adjective হিসেবে কাজ করে, আরেক সময় Adverb হিসেবে কাজ করে। যখন এরা Noun / Pronoun কে মডিফাই করে তখন এরা Adjective, যখন এরা Verb কে মডিফাই করে তখন এরা Adverb. এদেরকে একদম মুখস্ত করে ফেলো-
Fast, Next, Late, Near, Hard, Little, Well, Far
চলো এরা কিভাবে বাক্যে বসে সেটা দেখি-
Sayfa is well.
এখানে সাইফাকে বলা হচ্ছে সে ভালো, তাই well কথাটা সাইফা নামক Noun কে মডিফাই করে বলে এটি Adjective.
Sayfa runs well.
এখানে সাইফার দৌড়কে বলা হচ্ছে সেটা ভালো, তাই well কথাটা Run নামক Verb কে মডিফাই করে বলে এটি Adverb.
এরকম আরো কিছু উদাহরণ হচ্ছে-
Sayfa had a late breakfast. (Adjective, কারণ Breakfast হচ্ছে Noun)
The class started late. (Adverb, কারণ Started হচ্ছে Verb)
I’ll work next Sunday. (Adjective, কারণ Sunday হচ্ছে Noun)
Who wants to go next? (Adverb, কারণ Go হচ্ছে Verb)
Sayfa is a little baby. (Adjective, কারণ Baby হচ্ছে Noun)
I’m little known to sayfa. (Adverb, কারণ Known হচ্ছে Verb)
Ly যুক্ত Adverb
কিছু Adverb আছে যাদের ly না থাকলেও Adverb, ly থাকলেও Adverb. এদেরকেও মাথায় গেঁথে করে ফেলো-
Loud / Loudly,
Quick / Quickly
Slow / Slowly
আবার মনে রাখো-
Adjective + ly = Adverb হয় সবসময়
চলো এদের উদাহরণ দেখি-
Kindly, Nicely, Honestly ইত্যাদি।
মজার একটা জিনিস মাথায় রাখো-
Preposition এর পর Noun / Pronoun না থাকলে
|
এই Preposition টি হয় Adverb |
বাক্যে Preposition সবার শেষে থাকলে
|
এরকম কিছু উদাহরণ দেখি চলো-
The sun has gone down.
You can put your shirt off.
Please sit down.
Ever (কখনো) vs Never (কখনো না)
Ever ব্যবহার করা হয় “কখনো” অর্থে প্রশ্ন করার জন্য, আর Never ব্যবহার করা হয় “কখনো না” অর্থে না বোধক বাক্য তৈরি করার জন্য। অর্থসহ কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবে-
Have you ever watched this movie? (তুমি কি কখনো এই মুভিটা দেখেছো?)
I have never watched this movie. (আমি কখনো এই মুভিটা দেখিনি)
Be এবং Go নিয়ে একটা কনফিউশন দূর করি তোমার!
কোনো জায়গায় গিয়ে আবার ফিরে আসা বা ভ্রমণ করা বোঝালে – Been to বসে
কোনো জায়গায় গিয়ে আবার ফিরে না আসলে এমনটা বোঝালে – Gone to বসে
উদাহরণ দেখো-
Have you ever been to sayfa’s home? (তুমি কি কখনো সাইফার বাসায় গিয়েছিলে?)
এখানে সাইফার বাসায় যাওয়া মানে তার বাসায় স্থায়ীভাবে না থাকা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে সাইফার বাসায় বেড়াতে যাওয়া বোঝাচ্ছে।
I have gone to America. (আমি আমেরিকাতে চলে গেছি)
এখানে আমেরিকাতে একবারেই চলে যাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে আমেরিকা থেকে আর আসা হচ্ছে নাহ।
Hardly / Scarcely / Barely / Seldom (কদাচিৎ, প্রায়ই না)
Hardly / Scarcely / Barely / Seldom এসব Adjective গুলো সবসময় বাক্যে না বোধক অর্থ প্রকাশ করে। তাই এদেরকে বাক্যে বসালে তোমাকে কষ্ট করে no / never / not এসব লিখতে হবে না। কয়েকটা উদাহরণ দেখো-
He is hardly happy. (সে প্রায় সুখীই না)
Sayfa barely works at morning. (সাইফা সকালে প্রায় কোনো কাজই করে না)
Nijhum scarcely takes the class. (নিঝুম কোনো ক্লাস প্রায় নেয়ই না)
Inversion of Verbs
বাক্যে কোনো কথার উপর অতিরিক্ত জোর প্রদান করার জন্য বাক্যের শুরুতে Only / Hardly / Never / Rarely / Seldom নামক Adverb যুক্ত করা হলে এই নিয়মকে Inversion of Verbs বলে। এটির Structure হচ্ছে-
Auxiliary verb + Sub + Verb
এখন শব্দের শুরুতে Only / Hardly / Never / Rarely / Seldom বসলে যেহেতু নির্দিষ্ট নিয়ম মেনে চলে বাক্যে, তাই চলো এসব Adverb গুলোকে আমরা মুখস্ত করে ফেলি একটা ছন্দের মাধ্যমে-
Only Hane & Rasel ইংলিশ পড়ে।
এখানে-
Only – Only নিজে, Only if, Only when, Only because.
Ha – Hardly
Ne – Never
Ra – Rarely
Sel – Seldom
তাই একটা বাক্যে Inversion of Verb এর পুরো Structure টা দেখো-
Only Hane & Rasel ইংলিশ পড়ে + Phrase / Clause + (Auxiliary verb + Sub + Verb + …..)
এখানে Phrase & Clause কি জিনিস সেটা নিয়ে পরে আমরা মজা করে জানবো ইনশাল্লাহ!
চলো কতগুলো উদাহরণ দেখে ফেলি-
Only after leaving the room did sayfa call her mother.
এখানে only after দিয়ে বাক্য শুরু হয়েছে বলে এখানে inversion of verb বসেছে, যেখানে- Did (auxiliary verb) + sayfa (Sub) + call (verb)
Never will I do it again.
Rarely have women received MBBS degree today.
Seldom do I visit in my village.
For vs Since
What is adverb এর ক্ষেত্রে একটা সহজ নিয়ম মনে রাখো-
For + অংক (Digit) সহ/ছাড়া সময়ের একক বসে (সময়ের একক – Hour, Day, Month, Year)
Since + অংক (Digit) সহ/ছাড়া সময়ের নাম হয় বসে (সময়ের নাম – am, pm, Saturday to Friday, January to December, Morning, Evening, Afternoot, Night, যেকোনো সাল যেমন – 2011, 1997 ইত্যাদি)
যদি তাও মনে রাখতে না পারো, তবে এতটুকু টেকনিক মনে রাখো-
For + MY HD বসে সবসময়!
যেখানে, MY HD মানে Month, Year, Hour, Day.
আমরা জেনে ফেলেছি What is adverb, এবার চলো অনেকগুলো উদাহরণ দেখে ফেলি-
Sayfa has been waiting here for 2 hours.
Sayfa has been waiting here since 2pm.
Nijhum has been reading a book for 5 days.
Nijhum has been reading a book since Sunday.
I have been working there for 7 months.
I have been working there since September.
She has been writing a book for 2 years.
She has been writing a book since 2017.
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com