Articles

খুব সহজভাবে বললে Determiners এর মধ্যে থাকা A, An, The কে Article বলে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এরা Noun এর আগে বসে এবং Noun কে নির্দিষ্ট / অনির্দিষ্ট করতে পারে।

A / An + Noun (এই Noun এর নির্দিষ্ট পরিচয় নেই)

The + Noun (এই Noun এর নির্দিষ্ট পরিচয় আছে)

চলো A/An এবং The নিয়ে কিছু উদাহরণ দেখি-

 

A / An যেভাবে বসে

Sayfa saw a Girl. (সাইফা একজন মেয়েকে দেখেছিলো)

এখানে সাইফা কোন মেয়েকে দেখেছে সেটা অনির্দিষ্ট, অর্থাৎ সাইফা যেকোনো মেয়েকে দেখতে পারে, হোক সে চাইনিজ কিংবা বাঙ্গালি। তাই A Girl এখানে অনির্দিষ্ট একজন মেয়ে।

Sayfa sat down on a Chair. (সাইফা একটা চেয়ারে বসেছিলো)

এখানে রুমের মধ্যে অনেকগুলো চেয়ার আছে, তার মধ্যে যেকোনো একটা চেয়ারে সাইফা বসেছে। তাই চেয়ার এখানে অনির্দিষ্ট।

Sayfa is looking for a Job. (সাইফা একটা চাকরি খুঁজছে)

এখানে সাইফা ঠিক কোন চাকরি খুঁজছে সেটা অজানা, তাই চাকরিটা অনির্দিষ্ট।

 

The যেভাবে বসে

Sayfa saw the Bangladeshi girl. (সাইফা বাংলাদেশি মেয়েকে দেখেছিলো)

এখানে সাইফার দেখা মেয়েটি নির্দিষ্ট একটা মেয়ে যার পরিচয় সে বাংলাদেশি। তাই The Girl এখানে নির্দিষ্ট একজন মেয়ে যে বাংলাদেশি।

Sayfa sat down on the chair nearest the door. (সাইফা দরজার কাছে একটা চেয়ারে বসেছিলো)

এখানে সাইফা যে চেয়ার বসেছে সেটা দরজার কাছে, অর্থাৎ নির্দিষ্ট একটা চেয়ার। তাই এর আগে the বসেছে।

Sayfa gets the job that she applied. (সাইফা যে চাকরিতে আবেদন করেছিলো সেটা সে পেয়েছে)

এখানে সাইফার চাকরিটা নির্দিষ্ট, কারন সে যে চাকরিতে আবেদন করেছিলো সেটাই সে পেয়েছে। তাই job এর আগে the বসেছে।

আশা করি বুঝতে পেরেছো কোথায় আমরা A/An এবং The ব্যবহার করবো।

 

মনে রাখবে,

A / An + Singular Countable Noun বসে, যেমন-

A book, A pencil, An apple, A ewe (মেয়ে গাধী), An egg

The + Singular Countable Noun / Plural Countable Noun / Uncountable Noun বসে।

The Book, The books, The water ইত্যাদি।

 

A এবং An এর কিছু ব্যবহার

1) A + Consonant letter বসে / এমন কিছু Letter বসে যাদেরকে পৃথকভাবে উচ্চারণ করলে Consonant Sound হয়, যেমন-

A cat, A table, A tiger, a BSc, a BBA, a BA

2) যখন vowel letter (a, e, i, o, u) দিয়ে শব্দ শুরু হবার পরেও তাদের উচ্চারণ you এবং owa এর মত হয় তখন তাদের পূর্বে A বসে। যেমন-

a unit (ইউনিট)

a union

a University

a eulogy

a european

a ewe

a one eyed man

a one-act play

a one taka note

3) An + Vowel letter বসে, যেমন-

An egg, An apple, An inch, An orange, An unmarried person

4) যেসব শব্দ h দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ করার সময় চলে আসে তাদের আগে An বসে। যেমন-

An hour, An honest

কিন্তু h দিয়ে শুরু হবার পরেও তাদের উচ্চারণ এর মত হলে তাদের আগে স্বাভাবিকভাবেই A বসে। যেমন-

A handle, A hotel, A history

5) কিছু কিছু Consonant Letter আছে যাদের উচ্চারণ করার সময় vowel sound হয়, এদের পেছনে An বসে। যেমন-

f (ef), h (eich), l (el), m (em), n (en), r (aar), s (es), x (eks)

An MA, An MP, An SP, An LLB, An MBBS

6) A / An এর পর Singular Common Noun বসে, তবে মোট তিনটি রূপে সেটি বসতে পারে। যেমন-

A / An + Singular Common Noun (She is a Girl)

A / An + adjective + Common Noun (She is a good girl)

A / An + adverb + adjective + Common Noun (She is a very good girl)

7) একটা শ্রেণির সবাইকে বুঝাতে A ব্যবহার করি আমরা। অর্থাৎ All এর বদলে A ব্যবহার করা যায়। যেমন-

A child needs love. (Or, All children need love)

A cow is an animal. (Or, All cows are animal)

A orange is round. (Or, All oranges are round)

8) Any এর বদলে A / An ব্যবহার করা যায়। যেমন-

Sayfa loves to live in an old house. (Or, Sayfa loves to live in any old house)

এখানে অনেকগুলো পুরোনো বাসার মধ্যে সাইফা যেকোনো একটা বাসায় বাস করতে পছন্দ করে। তাই Any old house এর বদলে An old house লিখলেও অর্থের কোনো পরিবর্তন হবে না।

Sayfa prefers an American country for spending her vocation. (Or, Sayfa prefers any American country for spending her vocation)

এখানে অনেকগুলো আমেরিকান দেশের মধ্যে সাইফা যেকোনো একটা দেশে ভ্রমণ করে তার ছুটি কাটাতে চায়। তাই Any American Country এর বদলে An American Country লিখলেও অর্থের কোনো পরিবর্তন হবে না। ঠিক একইভাবে-

Do you have an Dictionary? (Or, Do you have any Dictionary?)

9) One অর্থে A / An ব্যবহার করা যায়। যেমন-

I need a pen. (আমার একটা / One কলম দরকার)

Sayfa has a sister. (সাইফার একটা / One বোন আছে)

Sayfa buy an Orange. (সাইফা একটা / One কমলা কিনেছে)

তবে এক টাকা এবং একটা চোখ এই দুটো বোঝাতে A + One বসে, যেমন-

Sayfa give me a one taka note.

She is not a one eyed woman.

10) কারো জাতীয়তা, রাজনৈতিক পরিচয়, পেশা, ডিগ্রি, পদমর্যাদা প্রকাশ করার জন্যেও A / An বসে। যেমন-

Sayfa is a Korean. (সাইফা একজন কোরিয়ান : জাতীয়তা প্রকাশ পেয়েছে)

Sayfa is a Socialist. (সাইফা একজন সমাজতান্ত্রিক : রাজনৈতিক পরিচয় প্রকাশ পেয়েছে)

Sayfa is a Teacher. (সাইফা একজন শিক্ষক : পেশা প্রকাশ পেয়েছে)

Sayfa is an M.A. in English. (সাইফা ইংলিশে এম.এ ডিগ্রিধারী : ডিগ্রি প্রকাশ পেয়েছে)

11) Very (খুব) এর বদলে A Most ব্যবহার করা যায়, এতে অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন-

Sayfa is a most interesting girl. (Or, Sayfa is very interesting girl)

Sayfa saw a most beautiful sight. (Or, Sayfa saw very beautiful sight)

12) পরিমাপ এবং পরিমানের ক্ষেত্রে পূর্নসংখ্যা (যেমন One, Two, Three etc) এবং ভগ্নাংশ (যেমন Half, Quarter) এর আগে সবসময় A বসে। যেমন-

Sayfa walks a kilo meter and a half. (সাইফা দেড় কিলোমিটার হেটেছে)

Sayfa does this math an hour and a quarter. (সাইফা এক ঘণ্টা পনের মিনিটে এই অংকটা করেছে)

13) What a / Many a / Such a / Quite a + Singular Countable Noun বসে। যেমন-

What a great idea!

Many a boy visits there.

Sayfa is quite a beauty.

Sayfa doesn’t like such a book.

14) মাঝেমাঝে অপরিচিত মানুষের নামের আগে এবং Mr / Mrs এর আগে A / An বসে। যেমন-

A Mrs. Sayfa wants to know about your condition.

15) Uncountable Noun এর আগে কিছু মজার মজার A যুক্ত শব্দ বসিয়ে তাদেরকে Countable Noun বানানো যায়। এই শব্দগুলো হচ্ছে-

A cup of, A glass of, A piece of, A slice of, A bar of + Uncountable Noun হয়। যেমন-

A bar of soap is bought. (এক খন্ড সাবান কেনা হয়েছে)

এখানে সাবানকে একটা খন্ডের মাধ্যমে গণনা করা যাচ্ছে।

Sayfa give me a cup of tea. (সাইফা আমাকে এক কাপ চা দিয়েছে)

এখানে Tea কে কাপের মাধ্যমে গণনা করা যাচ্ছে।

I take a glass of water. (আমি এক গ্লাস পানি নিয়েছি)

এখানে Water কে গ্লাসের মাধ্যমে গণনা করা যাচ্ছে।

 

The এর বিচিত্র কিছু ব্যবহার

একদম শুরুতে বলেছিলাম, আমরা যেসব Noun কে চিনি কিংবা বাক্যে যেসব Noun এর কথা নির্দিষ্ট করে বলা আছে তাদের আগেই The বসে। যেমন-

Sayfa sat down the Chair nearest to the door.

এখানে চেয়ারটা হচ্ছে আমাদের চেনা, যেটি দরজার কাছে অবস্থিত।

এবার চলো কিছু ভিন্ন উপায়ে The এর অবস্থান সম্পর্কে জানবো।

1) কোনো Singular Noun এর কথা বাক্যে প্রথমবার বলা হলে তাদের আগে A/An বসে। কিন্তু আবার যদি তাদের কথা বলা হয় পরের কোনো বাক্যে তখন তাদের আগে The বসে, কেননা প্রথম বাক্যেই তাদেরকে আমরা চিনে ফেলেছি বা নির্দিষ্ট করে ফেলেছি। একটা উদাহরণ দেখি চলো-

Sayfa found a boy reading a book in a room. Suddenly the boy closed the book & left the room.

একটু মনোযোগ দিয়ে ১ম বাক্যে দেখো, A boy, A book, A room এরা সবাই সাইফার অচেনা। সাইফা জানে না ছেলেটা কে, ছেলেটার হাতে বইটা কিসের এবং রুমটাও বা কোথায়।

২য় বাক্যে দেখো, সাইফা এখন মোটামুটি ছেলেটাকে চেনে, কারন ছেলেটা বই পড়া একজন ছেলে, আবার সাইফা বইটাকেও মোটমুটি চেনে, এই বইটা একটা নির্দিষ্ট ছেলে পড়ছে। সবশেষে সাইফা রুমটাকেও এখন মোটামুটি চেনে, এটা এমন রুমে যেখানে একটা ছেলে একটা বই হাতে বসে আছে। তাই এই বাক্যে The boy, The book এবং The room বসে তাদের নির্দিষ্টতা প্রকাশ করেছে।

এরকম আরো একটা উদাহরণ দেখো-

A man is sitting on a road in front of me. I called the man and he started to run along the Road.

2) কোনো Noun এর পরিচয় / ধরণ / স্বভাব / বৈশিষ্ট্যকে যদি ছোট্ট একটা কথা (একে Phrase / Clause বলে, এদেরকে নিয়ে পরে জানাবো) দিয়ে প্রকাশ করা হয়, তবে সেই Noun এর আগে The বসে। যেমন-

The boy in black hair is my brother.

The girl in red dresses is my wife.

The book that I bought yesterday is interesting.

The news that she is married is false.

3) The + Noun + Of + Noun এই সিকুয়েন্সটা সবসময় বাক্যে পাওয়া যায়। যেমন-

The honesty of Sayfa is unbelievable.

Sayfa is the owner of the property.

Physics is the subject of science.

4) সমগ্র জাতি বোঝাতে কোনো বস্তু / প্রাণির আগে The বসে। যেমন-

The cow is a useful animal. (সমগ্র গরুকে বোঝাচ্ছে)

The rose is a beautiful gift of Alllah. (সমগ্র গোলাপকে বোঝাচ্ছে)

কিন্তু খেয়াল রাখবে, সমগ্র মানব জাতি বোঝাতে Man এবং Woman এর আগে কখনোই The বসে না। যেমন-

Man is the best creation of Allah.

Woman is man’s mate.

5) প্রকৃতিতে মাত্র একটা আছে, এমন জিনিসের আগে The বসে। যেমন-

The Sun, The Moon, The Sky, The Earth, The World, The Universe.

কিন্তু খুব সাবধান! শুক্রগ্রহ (Venus), মঙ্গলগ্রহ (Mars) এবং অরিয়ন নক্ষত্র (Orion) এর আগে কখনোই The বসে না যদিও তাদের সংখ্যা একটি করে। যেমন-

The scientist of NASA has researched about Mars.

Would you like to go to Venus?

6) কিছু Adjective আছে যাদের দ্বারা একটা বিশেষ শ্রেণিকে বোঝায়। সেসব Adjective এর আগে The বসে, যেমন-

The poor (গরীব শ্রেণি), The rich (ধনী শ্রেণি), The brave (সাহসী শ্রেণি)

7) যততত অর্থে কোনো বাক্যে তুলনামূলক কিছু বোঝালে সবার প্রথমে The বসে। এক্ষেত্রে The এর পর Comparative Adjective বসে। বিভিন্ন ধরনের Comparative Adjective হচ্ছে- Older, Elder, More, Shorter, Happier, Better, Larger, Smaller ইত্যাদি। আমরা Degree of Comparison শেখার সময় আরো অনেক Comparative Adjective শিখবো। এবার চলো কিছু উদাহরণ দেখি-

The more you read, the more you learn. (তুমি যত পড়বে তত শিখবে)

The older sayfa grow, the happier she is. (সাইফা যত বড় হচ্ছে তত সুখী হচ্ছে)

8) কোনো বাক্যে Of the two থাকার পাশাপাশি সেই বাক্যে যদি দুজনের / কয়েকজনের মধ্যে তুলনা করা বোঝায়, তবে তাদের তুলনা করা হবে যে Comparative Adjective দিয়ে, তার ঠিক আগে The বসে। যেমন-

Of the two girls, sayfa is the better.

Sayfa is the taller of the five girls.

9) Superlative Adjective এর আগে সবসময় চোখ বন্ধ করে The বসে। যেমন-

Boing 767 is the largest plane of Bangladesh.

Honesty is the best policy.

10) কোনো বস্তুর বিশেষ অংশ বোঝাতে তার আগে The বসে। যেমন-

Sayfa likes the white of an Ice-cream. (সাইফা আইসক্রিমের সাদা অংশ পছন্দ করে)

She enters the thick of the forest. (সে বনের ঘন অঞ্চলে প্রবেশ করেছে)

11) কোনো পদবী বা পেশার আগে The বসে। যেমন-

Sayfa joined the Army.

I met sayfa last week, the cardiologist. (আমি সাইফার সাথে গত হপ্তায় দেখা করি, যে ছিলো হৃদবিশেষজ্ঞ)

12) সংখ্যার সিকুয়েন্সের পর The বসে। যেমন- The first, The second, The third etc.

 

The নিয়ে তুলনামূলক আলোচনা

এবার চলো কিছু তুলনামূলক আলোচনা দেখি, যেখানে কোথায় The ব্যবহার হবে এবং কোথায় The ব্যবহার হবে না সেটা বুঝতে পারবে।

দেশ সম্পর্কিত The

সমষ্টিবাচক দেশের নামের আগে The বসে, বিশেষ করে State / Kingdom যুক্ত দেশের নামের আগে The বসে। যেমন- The United States of America (The USA), The United Kingdom (The UK), The united Arab Emirates (The UAE).

যেসব দেশের নাম বহুবচন, তাদের আগে The বসে। যেমন-

The Maldives, The Philippines, The Netherlands.

কোনো প্রদেশের ভৌগোলিক অর্থ থাকলে তার আগে The বসে। যেমন-

The Punjab (যে স্থানে পাঞ্জাবীরা থাকে), The Hindustan (যেখানে হিন্দুরা থাকে)

 

 

কিন্তু সাধারণত কোনো দেশের নামের আগে The বসে না। যেমন- Bangladesh, India, Japan.

একইভাবে কোনো মহাদেশের নামের আগেও The বসে না। যেমন- Africa, Asia, America.

 

ভাষা সম্পর্কিত The

কোনো ভাষার আগে The বসলে সেটি ওই ভাষা না বুঝিয়ে একটা জাতিকে বোঝায়। যেমন-

The English (ইংরেজ জাতি), The French (ফরাসি জাতি)

তবে কোনো ভাষার নাম প্রকাশ করার সময় তার আগে The বসে না। যেমন-

Bangla (বাংলা ভাষা), Arabic (আরবী ভাষা)

 পানি থাকার স্থান সম্পর্কিত The

নদী (River), সাগর (Sea), উপসাগর (Gulf), মহাসাগর (Ocean) এদের আগে The বসে। যেমন-

River : The Padma, The Jamuna

Sea : The Arabian Sea, The South China Sea

Ocean : The Indian Ocean, The Pacific Ocean (প্রশান্ত মহাসাগর)

Gulf : The Persian Gulf, The Bay of Bengal.

 

 

তবে কোনো হ্রদের নামের আগে The বসে না। যেমন-

Lake Victoria, Lake Chilka.

 

সমতল উঁচুনিচু জায়গা সম্পর্কিত The

পর্বতমালা (Mountains), মরুভূমি (Desert) দ্বীপপুঞ্জ (Group of Islands) এবং দিকের নামের (East, West, North, South) এর আগে The বসে। যেমন-

The Himalayas, The Alps (ইউরোপের একটা পর্বত)

The Andamans (বঙ্গোপোসাগরের একটা দ্বীপপুঞ্জ), The West Indies

The Sahara (আফ্রিকার সবচেয়ে বড় মরুভূমি), The Gobi (চীনের মধ্যে থাকা মরুভূমি)

The East, The West, The North, The South ইত্যাদি বিভিন্ন দিকের নাম।

 

 

 

তবে একটা মাত্র দ্বীপ / পর্বত এদের নামের আগে The বসে না। যেমন-

Mount Everest, Sandwip (নোয়াখালীর একটা দ্বীপপুঞ্জ)

যানবাহন বই সম্পর্কিত The

জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, সংবাদপত্র, ধর্মগ্রন্থের নামের আগে The বসে। যেমন-

The titanic, The kolkata express, The boeing 737, The skylabs (মহাকাশযান), The holy Quran, The daily star.

তবে লেখকের নাম দ্বারা কোনো বই বোঝালে কিংবা বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে The বসে না। যেমন-

Sayfa reads Shakespeare. (সাইফা শেক্সপিয়ারের বই পড়ে)

Homer’s illiad (হোমারের ইলিয়াড নামক মহাকাব্য), Nazrul’s Agnibina (নজরুলের লেখা অগ্নিবীণা)

 

বাদ্যযন্ত্র সম্পর্কিত The

কোনো বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে এমন বোঝালে The বসে : Sayfa plays the Piano.

তবে বাদ্যযন্ত্রের আগে play on বসলে আর The বসে না :

Sayfa plays on Tabla.

মূল উদ্দেশ্য না নিয়ে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে The

তুমি যদি School, College, University, Hospital, Mosque ইত্যাদি জায়গায় যাও মূল উদ্দেশ্য না নিয়ে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, তবে এদের আগে তখন The বসবে। যেমন-

Sayfa goes to the School to meet her.

এখানে সাইফা কিন্তু স্কুলে পড়ালেখা করতে যায়নি! গিয়েছে অন্য উদ্দেশ্যে, তাই School এর আগে The বসেছে। এরকম আরো কিছু উদাহরণ দেখো-

Sayfa went to the Hospital to see her niece.

Sayfa goes to the College to collect her book.

Emtiaz goes to the Mosque to wash his hand.

 

 

কিন্তু তুমি যদি School, College, University, Hospital, Mosque তে সত্যি সত্যি মূল উদ্দেশ্যে যেয়ে থাকো, তবে এদের কারো আগে The বসবে না। যেমন-

Sayfa went to College to study.

Emtiaz goes to Mosque for his prayer.

Sayfa teaches English at Coaching.

 

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com

Emtiaz Khan

A person who believes in simplicity. He encourages the people for smart education. He loves to write, design, teach & research about unknown information.