থিয়োফ্রাস্টাস উদ্ভিদ কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি ও কাষ্ঠলতার উপর ভিত্তি করে সমগ্র উদ্ভিদজগতকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন-
(i) Tree বা বৃক্ষ,
(ii) Shrub বা গুল্ম,
(iii) Undershrub বা উপগুল্ম এবং
(iv) Herb বা বীরুৎ
Tree বা বৃক্ষ : সুস্পষ্ট একটা কাণ্ডবিশিষ্ট উঁচু কাষ্ঠল উদ্ভিদকে Tree বা বৃক্ষ বলা হয়। এরা বহুবর্ষজীবী, অর্থাৎ অনেক বছর এরা বাঁচতে পারে। যেমন- Mangifera indica (আম), Syzygium cumint (জাম), Artocarpus heterophyllus (কাঁঠাল) প্রভৃতি।
Shrub বা গুল্ম : যেসব উদ্ভিদ কাষ্ঠল, বহুবর্ষজীবী, সাধারণত একটা কাণ্ড থাকেনা এবং গোড়া হতে অনেক শাখা-প্রশাখা বিস্তার করে ঝোপে পরিণত হয় তাকে শ্রাব বা গুল্ম বলে। যেমন- Hibiscus rosa-sinensis (জবা), Ixora coccinea (রঙ্গন), Gardenia jasminoides (গন্ধরাজ) প্রভৃতি।
Undershrub বা উপগুল্ম : Shrub এর চেয়ে ছোট আকারের কান্ঠল উদ্ভিদকে Undershrub বলে। যেমন- Cassia sophera (কাল্কাসুন্দা), Glycosmis arborea (আঁশশেওড়া) ইত্যাদি।
Herb বা বীরুৎ : নরম কাণ্ডবিশিষ্ট উদ্ভিদকে Herb বা বীরুৎ বলে। যেমন- Oryza sativa (ধান), Triticum aestivum (গম), Brassica napus (সরিষা) প্রভৃতি হার্বের উদাহরণ। অধিকাংশ হার্বই একবার ফল দিয়ে মরে যায়। ঘাস, কচু, কচুরিপানা, নরম লতা গাছ এরাও বীরুৎ জাতীয় উদ্ভিদ। কাঠল কাণ্ডবিশিষ্ট হার্বকে উডি হার্ব (woody herb) বলা হয়। যেমন- তোষা পাট (Corchorus olitorius)
আয়ুষ্কালের উপর নির্ভর করে থিয়োফ্রাস্টাস হার্বকে আবার তিন ভাগে ভাগ করেছেন-
(a) অ্যানুয়্যাল (Annual) বা বর্ষজীবী : এ সব হার্ব এক বছর বা তার কম সময় জীবিত থাকে। যেমন- Brassica napus (সরিষা), Cicer arietinum (ছোলা), ধান, গম ইত্যাদি।
(b) বাইয়েনিয়্যাল (Biennial) বা দ্বিবর্ষজীবী : এ সব হার্ব সাধারণত দু বছরকাল জীবিত থাকে এবং প্রথম বছরে দৈহিক বৃদ্ধিসম্পন্ন হয় ও দ্বিতীয় বছরে ফুল ও ফল হয়। যেমন- Raphanus sativus (মূলা), Brassica oleracea varbotrytis (ফুলকপি), বাধাকপি, গাজর ইত্যাদি।
(c) পেরেনিয়্যাল (Perennial) বা বহুবর্ষজীবী : এ সব হার্ব দুই বছরের বেশি বেঁচে থাকে। যেমন- Zingiber officinale (আদা), Curcuma domestica (হলুদ), সটি, কলাবতি ইত্যাদি গাছ। এদের মাটির নিচের কাণ্ড হতে প্রতি বছর বায়বীয় কাণ্ড বের হয়। Cynodon dactylon (দূর্বা ঘাস) একটি বহুবর্ষজীবী উদ্ভিদ।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- উদ্ভিদজগতের শ্রেণীবিন্যাস
- উদ্ভিদের নামকরণ
- কার্বোহাইড্রেট
- জাতিজনি শ্রেণীবিন্যাস
- জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস
- জৈব রসায়নের ইতিহাস
- প্রাণি ও উদ্ভিদ শ্রেণীবিন্যাসের ইতিহাস
- প্রাণিবিজ্ঞান পরিচিতি
- বেনথাম ও হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি
- ভাইরাস কি
- ভাইরাসের উপকারীতা ও অপকারীতা
- ভাইরাসের গঠন
- ভাইরাসের প্রকারভেদ
- শ্রেণীবিন্যাসের এককসমূহ
- শ্রেণীবিন্যাসের প্রকারভেদ