Be বলতে বোঝায় am, is, are, was, were এগুলোকে। তবে Be কে আমরা তখনি ব্যবহার করবো যখন কারো পার্সোনালিটি বা তার as usual স্বভাব বোঝাবো। আরেকটু সহজভাবে বললে, একজন মানুষ বা একটি প্রাণি কেমন, সবসময় কি ধরনের আচরণ করে সেটা বোঝানোর জন্য Be কে ব্যবহার করতে হয়। চলো একটা example দেখি-
Masturain is quiet. (মাসতুরাইন শান্ত)
এর মানে মাসতুরাইন সবসময় শান্ত থাকে।
কিন্তু হঠাৎ কোনো অবস্থায় যদি কেউ ভিন্ন আচরণ করে (যেটা তার Temporary Behavior) তখন সেই অবস্থা বোঝাতে Being ব্যবহার করতে হয়। যেমন-
Masturain is being talkative. (মাসতুরাইন বাচাল)
এর মানে, মাসতুরাইন সাধারণত চুপচাপ থাকে, কিন্তু হঠাৎ করে সে বেশি কথা বলা শুরু করেছে। তার এই অবস্থাকে বোঝানোর জন্য being ব্যবহার করবো আমরা।
চলো আরো কিছু example দেখি আমরা!
Masturain is a clever girl. (মাসতুরাইন একজন চালাক মেয়ে)
এর মানে মাসতুরাইন সবসময় খুব চালাক। কিন্তু যদি বলি,
Masturain is being a foolish girl. (মাসতুরাইন একজন বোকা মেয়ে)
এর মানে হচ্ছে মাসতুরাইন সবসময় চালাক ছিলো, কিন্তু একই মুহূর্তে কিছু সময়ের জন্য সে একজন বোকা মেয়ে হিসেবে নিজেকে প্রকাশ করছে।
Masturain is a helpful girl. (মাসতুরাইন একজন সাহায্যকারী মেয়ে)
মানে মাসতুরাইন সবসময় মানুষকে সাহায্য করে।
Masturain is being selfish. (মাসতুরাইন স্বার্থপর)
এর মানে মাসতুরাইন সবসময় সাহায্যকারী একটা মেয়ে, হয়ত কোনো কারনে হঠাৎ কিছু সময়ের জন্য সে স্বার্থপর হিসেবে আচরণ করছে।
তাহলে, be যুক্ত কোনো কিছু থাকলে সেটা কোনো মানুষের normal condition বা personality বোঝায়। আর being থাকলে সেটা কোনো মানুষের নির্দিষ্ট টাইমে সেই মানুষটির temporary behavior কে বোঝায়।
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অতিথি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com
Related posts:
- A Number Of vs The Number Of
- Along vs Alongside
- Articles
- Beside vs Besides
- Can এবং Could এর মধ্যে পার্থক্য
- Countable & Uncountable Noun
- Degree of Comparison
- Determiners
- Do vs Make
- e.g. vs i.e.
- Each vs Every
- Relative Pronoun
- ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode)
- সর্বনাম পদ
- স্যাটেলাইটের সুবিধা এবং অসুবিধা – Advantage & Disadvantage of Satellite