যৌগের আণবিক সংকেত হতে শতকরা সংযুতি গণনা

কোনো যৌগের সংযুতি বলতে তাতে বিদ্যমান মৌলসমূহ কী অনুপাতে আছে, তা বুঝায়। সাধারণত ভর হিসেবে কোন কোন মৌলের পরিমাণ শতকরা কত ভাগ তাই প্রকাশ করা হয়। আণবিক সংকেত হতে শতকরা সংযুতি গণনায় দুইটি ধাপ আছে :

  • প্রথমত অণুতে বিদ্যমান মৌলসমূহের পারমাণবিক ভর ও পরমাণুর সংখ্যা হতে বস্তুর আণবিক ভর বের করতে হয়। 
  • বিভিন্ন মৌলের মোট পরিমাণকে আণবিক ভর দ্বারা ভাগ করে তারপর 100 দ্বারা গুণ করে শতকরা হিসাবে মৌলসমূহের পরিমাণ হিসাব করা হয়।

 

উদাহরণ

পানি (H2O)-এর শতকরা সংযুতি বের কর।

সমাধান : সংকেত হতে এটি স্পষ্ট যে পানির অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু বিদ্যমান। হাইড্রোজেনের ও অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে যথাক্রমে 1 ও 16 (আসন্ন বা approximate ভর উল্লেখ করা হয়েছে)।

সুতরাং পানিতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ

= (2 ÷ 18) x 100

= 11.1% 

অক্সিজেনের শতকরা পরিমাণ

= (16 ÷ 18) × 100

= 88.9%

সুতরাং পানির শতকরা সংযুতি (ভর হিসেবে)- H = 11.1%, O = 88.9%

 

পারক্লোরিক এসিড (HCIO4)-এর শতকরা সংযুতি বের কর।

সমাধান : সংকেত হতে বুঝা যায় যে পারক্লোরিক এসিডের একটি অণুতে একটি হাইড্রোজেন, একটি ক্লোরিন এবং চারটি অক্সিজেন পরমাণু আছে। সুতরাং পারক্লোরিক এসিডের আণবিক ভর,

= 1 + 35.5 + 16 × 4

= 100.5

100.5 ভাগ ভরের পারক্লোরিক এসিডে হাইড্রোজেন আছে

= (1 ÷ 100.5) x 100%

= 0.995%

অনুরূপভাবে ক্লোরিনের পরিমাণ

= (35.5 ÷ 100.5) x 100%

= 35.3%

অক্সিজেনের পরিমাণ

= (64 ÷ 100.5) x 100%

= 63.7%

সুতরাং পারক্লোরিক এসিডের শতকরা সংযুতি : H = 0.995%; Cl = 35.3%; O = 63.68%

পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-

www.youtube.com/crushschool

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool