কার্বো অ্যানায়ন

কার্বো অ্যানায়ন কি?

কার্বো অ্যানায়ন শব্দকে যদি তুমি ভেঙ্গে ফেলো তবে দুটো শব্দ পাবে-

  • কার্বো- মানে কার্বন
  • অ্যানায়ন- মানে নেগেটিভ চার্জ

অর্থাৎ কোনো যৌগে বা মূলকে কার্বন নেগেটিভ চার্জ যুক্ত থাকে তাকে কার্বো অ্যানায়ন বলে।

একটা যৌগের কথা চিন্তা করো, যার নাম ইথেন বা CH3-CH3. এই যৌগে CH2 একটা H এর সাথে একটা বন্ধন (বা Bond) এর মাধ্যমে যুক্ত হয়েছে। এই বন্ধনটি তৈরি হয়েছে দুটো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। যেখানে একটা ইলেকট্রন দিয়েছে কার্বন, আরেকটা দিয়েছে হাইড্রোজেন।

কার্বো অ্যানায়ন কাকে বলে

এই যৌগে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্নকতা বা ইলেকট্রোনেগেটিভিটি অনেক অনেক কম। তাই CH2-H এই বন্ধনকে ভাঙ্গা হলে H এই বন্ধনের কোনো ইলেকট্রনকে নিবে না। তাই ইলেকট্রন দুটো কার্বনের কাছেই থেকে যাবে।

কার্বো অ্যানায়ন কি

হাইড্রোজেন যখন নিজের দিকে কোনো ইলেকট্রনকেই জায়গা দেয় না তখন সে +ve চার্জ যুক্ত হয়ে যায়। ওদিকে কার্বন এই বন্ধনে একটি ইলেকট্রন দিয়েছিলো, হাইড্রোজেনও একটা ইলেকট্রন দিয়েছিলো। বন্ধনের দুটো ইলেকট্রন এখন কার্বন নিয়ে যায় বলে এটি -ve চার্জ যুক্ত হয়ে যায়।

কার্বো অ্যানায়ন

এই -ve চার্জ যুক্ত কার্বনটাই হচ্ছে একটা কার্বো অ্যানায়ন।

কার্বো অ্যানায়নের বৈশিষ্ট্য

কার্বো অ্যানায়নের দুটো main point আছে-

i. এরা বিক্রিয়ার মধ্যবর্তী / অভ্যন্তরীণ দশা বা Intermediate Stage.

ii. এরা অনেক বেশি সক্রিয়

মধ্যবর্তী দশা বলতে বোঝানো হয় যেসব পদার্থ বিক্রিয়ার শুরুতেও থাকে না এবং বিক্রিয়ার শেষেও থাকে না, শুধুমাত্র বিক্রিয়ার মাঝখানে তৈরি হয়। যেমন x নামক একটা যৌগ নিয়ে আমরা বিক্রিয়া শুরু করলে সেটা কিছুক্ষণ পর y যৌগে পরিনত হলো। আবার y কিছুক্ষণ পর বিক্রিয়া শেষে z যৌগে পরিনত হলো। তাহলে বিক্রিয়ক হচ্ছে x, উৎপাদ হচ্ছে z, কিন্তু বিক্রিয়ার অভ্যন্তরীণ দশা (বা Intermediate Stage) হচ্ছে y. কারন এটি বিক্রিয়ার মাঝখানে তৈরি হয়েছে।

রাসায়নিক বিক্রিয়া

আমাদের কার্বো অ্যানায়ন গুলোও একটা বিক্রিয়ায় এমন অভ্যন্তরীণ দশা হিসেবে থাকে, কখনোই বিক্রিয়ার উৎপাদ (বা final product) হয় না।

কার্বো অ্যানায়ন অনেক বেশি সক্রিয়। তাই এটি বিক্রিয়াতে তৈরি হবার সাথে সাথেই অন্য কারো সাথে বিক্রিয়া করে ফেলে। কার্বো অ্যানায়নের সাথে -ve চার্জ থাকার জন্য এটি এত সক্রিয় (বা active)।

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com