এই টপিকে আমরা Simple একটা সার্কিটের current এবং সার্কিট element গুলোর voltage মাপবো। প্রথমেই সার্কিট গুলোর diagram দেখি। কারন Circuit Diagram ছাড়া কোনো circuit কে build করা যায় না Bread Board এর মধ্যে।
Circuit Diagram
এই সার্কিটের যেগুলো বের করবো-
- R1, R2 এর মাঝে কতটুকু current flow হয় সেটা,
- R2 এর মধ্য দিয়ে কতটুকু voltage drop হচ্ছে সেটা,
- DC source এর voltage কত সেটা।
অর্থাৎ আমাদের circuit diagram হবে তখন-
Bread Board Connection
Bread Board এ প্রথমে R1 এবং R2 কে series এ বসাবো যেহেতু এরা circuit diagram এ series connection এ আছে।
এবার R2 এবং R1 এর বাকি দুটো প্রান্তের সাথে DC source / Battery এর দুটো প্রান্ত connect করে দিবো wire দিয়ে।
আমাদের Circuit build শেষ। এবার voltage, current মাপামাপির পালা!
R1, R2 এর মধ্যে current মাপতে হলে তাদের মাঝে connecting wire কে break করবো, তারপর সেখানে একটা ammeter / Multimeter বসাবো। তখন আমরা current এর পরিমান দেখতে পাবো।
R2 এর মধ্য দিয়ে voltage drop দেখতে চাইলে R2 এর দুই প্রান্তে voltmeter / Multimeter ধরবো।
DC source এর voltage বের করতে হলে source এর দুই প্রান্তে voltmeter ধরবো। তাহলে battery এর voltage পাবো আমরা।
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অতিথি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com
Related posts:
- এসি ভোল্টেজ ও কারেন্ট (Alternating Voltage & Current)
- ও’হমের সূত্রের এক্সপেরিমেন্ট – Ohm’s Law Experiment
- কারেন্ট সোর্স (Current Source)
- কার্শফের কারেন্ট সূত্র এক্সপেরিমেন্ট – Kirchhoff Current Law Experiment
- কার্শফের ভোল্টেজ সূত্র (Kirchhoff’s Voltage Law : KVL)
- কার্শফের ভোল্টেজ সূত্র এক্সপেরিমেন্ট – Kirchhoff’s Voltage Law Experiment
- ট্রান্সফর্মারের ভোল্টেজ রেগুলেশন (Voltage Regulation of Transformer)
- ডিসি সার্কিট তৈরি (To make a DC Circuit)
- থেভেনিন থিওরেম এক্সপেরিমেন্ট – Experiment of Thevenin Theorem
- ভোল্টেজ সোর্স (Voltage Source)
- সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপ – Circuit Current & Voltage Measuring (Part 2)
- সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপ – Circuit Current & Voltage Measuring (Part 3)
- সার্কিটের কারেন্ট পরিমাপ – Circuit Current Measuring
- সার্কিটের ভোল্টেজ পরিমাপ – Measuring Circuit Voltage
- সুপারপজিশন থিওরেম এক্সপেরিমেন্ট – Superposition Theorem Experiment