সংঘর্ষ

সংঘর্ষ

তোমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে সংঘর্ষ এবং ধাক্কা এই দুটো একই জিনিস। তবে দুঃখের কথা হলো সংঘর্ষ এবং ধাক্কা একই জিনিস না। নিচে একটা ছবিতে দেখো দুটো গাড়ি একে অপরের সাথে লেগে আছে-

এই ছবি থেকে কি বুঝলে তোমরা? এটা কি সংঘর্ষ নাকি ধাক্কা?

যদি এই দুটো গাড়ির একটা আরেকটাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে নিয়ে যেতো তবে সেটা হতো ধাক্কা। কারন ধাক্কা হচ্ছে এমন একটা ঘটনা যেখানে লব্ধি বল কাজ করে। যেহেতু একটা গাড়ি আরেকটা গাড়িকে ঠেলে নিয়ে যাচ্ছে তারমানে এখানে কোনো না কোনো লব্ধি বল কাজ করছেই! কাজেই এই ঘটনাটি হচ্ছে ধাক্কা কিন্তু সংঘর্ষ না।

আবার যদি দুটো গাড়ি একে অপরের সাথে স্থিরভাবে লেগে থাকে তবে সেটাকে কি বলবো আমরা? সেটাকে আমরা সংঘর্ষ বলবো কারন, সংঘর্ষ হচ্ছে এমন একটি ঘটনা যেখানে দুটো বস্তুর লব্ধি বল শূণ্য থাকে। যেহেতু গাড়ি দুটো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তারমানে গাড়ি দুটো এখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাই উপরের ছবিতে গাড়ি দুটির সংঘর্ষ ঘটেছে।

তাহলে মূল কথা হচ্ছে,

ধাক্কাতে একটা বা অনেকগুলো লব্ধি বল থাকবে, কিন্তু সংঘর্ষে কোনো লব্ধি বল থাকে না।

 

সংঘর্ষের প্রকারভেদ

সংঘর্ষ দুই প্রকার-

  • স্থিতিস্থাপক সংঘর্ষ
  • অস্থিতিস্থাপক সংঘর্ষ

এবার আমরা ছোট্ট করে জেনে নেই স্থিতিস্থাপক সংঘর্ষ হবার শর্ত কি কি!

ভরবেগ ধ্রুবক থাকবে – এর মানে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তু দুটোর ভরবেগ সংঘর্ষের আগে ও পরে সমান থাকবে।

গতিশক্তি ধ্রুবক থাকবে – এর মানে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তু দুটোর গতিশক্তি সংঘর্ষের আগে ও পরে সমান থাকবে।

ওদিকে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও দুটো শর্ত আছে-

ভরবেগ ধ্রুবক হবে – এর মানে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তু দুটোর ভরবেগ সংঘর্ষের আগে ও পরে সমান থাকবে।

গতিশক্তি ধ্রুবক হবে না – এর মানে হচ্ছে সংঘর্ষের আগে গতিশক্তি একরকম, পরে আরেকরকম।

তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে, যেকোনো ধরনের সংঘর্ষ হোক না কেনো, সেটার জন্য-

   ΣPi = ΣPf

or, Σmu = Σmv

এই দুটো শর্ত ব্যবহার করতে পারবো।

কিন্তু সংঘর্ষ স্থিতিস্থাপক হলে-

   ΣEki = ΣEkf

শর্ত ব্যবহার করবো, যেখানে ΣEki = সংঘর্ষের আগে বস্তুর মোট গতিশক্তি এবং ΣEkf = সংঘর্ষের পর বস্তুর মোট গতিশক্তি। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে-

   1/2 mu2 = 1/2 mv2 হবে।

আর সংঘর্ষ স্থিতিস্থাপক না হলে-

   ΣEki ≠ ΣEkf

শর্তটি ব্যবহার করবো। তখন অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে-

   1/2 mu2 ≠ 1/2 mv2 হবে।

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অতিথি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com

Emtiaz Khan

A person who believes in simplicity. He encourages the people for smart education. He loves to write, design, teach & research about unknown information.