Countable Noun
যেসব Noun কে গোনা যায় তারাই Countable Noun. এরা একবচন (Singular) কিংবা বহুবচন (Plural) দুটোই হতে পারে। তাই এদের সাথে থাকা Verb-ও Singular বা Plural হয়। যেমন- Girl হচ্ছে একটা Countable Noun. এটিকে বিভিন্ন উপায়ে লিখা যায়-
A Girl (যেকোনো একটা মেয়ে)
The Girl (নির্দিষ্ট একটা মেয়ে)
The Girls (নির্দিষ্ট অনেকগুলো মেয়ে)
An Apple (যেকোনো একটা আপেল)
The Apple (নির্দিষ্ট একটা আপেল)
The Apples (নির্দিষ্ট অনেকগুলো আপেল)
তাহলে একটা জিনিস পরিস্কার যে, যেসব Noun Plural এবং নির্দিষ্ট, তাদের আগেই কেবল The বসে।
Uncountable Noun
যে Noun গণনা করা যায় না সেগুলোই Uncountable Noun. Uncountable Noun সবসময় Singular হয়। তাই এদের সাথে সাথা Verb-ও সবসময় Singular হয়। যেমন-
Honey is supplied by bees.
Water is boiled by 100°C.
Milk is delivered by a boy.
এখানে Honey, Water এবং Milk কে গণনা করা যায় না বলে এরা Uncountable Noun এবং একইসাথে Singular.
মনে রাখতে হবে-
Material Noun এবং Abstract Noun এরা দুজনেই হচ্ছে Uncountable Noun. যেমন- Beauty, Honesty, Help, Knowledge, Peace, Salt, Sugar, Gas ইত্যাদি।
আরো কিছু Uncountable Noun কে চিনি!
আমরা ছাত্রজীবনে যত ধরনের বিষয় নিয়ে পড়েছি তারা সবাই Uncountable Noun, যেমন-
Mathematics, Economics, Physics, Ethics, Geography, Chemistry ইত্যাদি।
আমাদের যত ধরনের রোগ-বালাই হয় তারা সবাই Uncountable Noun, যেমন-
Malaria, Cholera, Diabetes, Influenza, HIV, Corona ইত্যাদি।
আমরা যেসব খাবার খাই তারা সবাই Uncountable Noun, যেমন-
Meat, Rice, Butter, Bread ইত্যাদি।
আমরা যেসব তরল পদার্থ ব্যবহার করি তারা সবাই Uncountable Noun, যেমন-
Milk, Water, Oil, Soup, Juice, Sirup, Tea ইত্যাদি।
সকল ধরনের গ্যাস হচ্ছে Uncountable Noun, যেমন-
Hydrogen, Oxygen, Nitrogen, Air, Smoke ইত্যাদি।
বিভিন্ন ধরনের ভাষা হচ্ছে Uncountable Noun, যেমন-
Bangla, English, Arabic, Spanish, Mandarin ইত্যাদি।
আমরা যেসব খেলা খেলি তারা সবাই Uncountable Noun, যেমন-
Cricket, Football, Tennis ইত্যাদি।
এবার আরো কিছু Uncountable Noun মনে রাখবো একটা গল্পের মাধ্যমে-
ছুটির দিন নিজের রুমে কাজ (Work) করছিলাম, হঠাৎ সাইফা ফোন দিয়ে আমাকে খবর (News) দিলো আজকের আবহাওয়াটা (Weather) অনেক সুন্দর। ওর কথা শুনে আমি জানালা দিয়ে বাইরের দৃশ্যটা (Scenery) দেখি। রাস্তায় কোনো জ্যাম (Traffic) নেই, আকাশে পাখিরা মজা (Fun) করছে। সাইফা পরামর্শ (Advice) দিলো আমাকে টাকা (Money) নিয়ে আসতে, মার্কেটে গিয়ে ও ব্যাগভর্তি (Luggage) করে শপিং করবে আর রেসটুরেন্টে গিয়ে খাওয়াদাওয়া (Food) করবে।
Uncountable Noun এর ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা
Uncountable Noun এর আগে-
A / An বসে না
This is a furniture that I bought.
Each / Every / Single / All বসে না
Each food is expensive.
One / Two / Three কিংবা 1 / 2 / 3 এসব সংখ্যা বসে না
Give me one advice.
Many / Few / A few / A number of বসে না
I have many work.
কিন্তু Uncountable Noun এর আগে Some বসতে পারে। তবে Some বসলেও Uncountable Noun এর সাথে s / es যুক্ত করা যায় না। যেমন-
I need some milk for my Mother. (এখানে Milks হবে না)
Uncountable Noun এর Plural রূপ
যদিও Uncountable Noun সবসময় Singular Noun হিসেবে কাজ করে, তবে কিছু নির্দিষ্ট কন্ডিশনে তাদেরকে plural noun হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। সেই কন্ডিশনটি হচ্ছে-
কোনো Uncountable Noun এর পূর্বে-
a piece (টুকরো), a slice (ফালি), a bar (খন্ড), a bolt (বজ্র), a clap (বজ্রের শব্দ) বসে তবে তাদেরকে plural বানানো যায়। যেমন-
A / Each piece of Advice – Two / Many / Few / All pieces of Advice
A slice of Bread – Two slices of Bread
A bar of Soap – Two bars of Soap
A bolt of Lightning – Two bolts of Lightning
A clap of Thunder – Two claps of Thunder
এভাবে আমরা Singular Uncountable Noun কে Plural Uncountable Noun এ রূপান্তর করতে পারি।
মাথা খাটানো কিছু Uncountable Noun
কিছু একই ধরনের Noun আছে যাদের অর্থ একই কিন্তু তাদের একজন Countable Noun এবং আরেকজন Uncountable Noun. এদের একটা লিস্ট নিচে দেওয়া হলো-
Countable Noun |
Uncountable Noun |
A Climate / Climates A Laugh / Laughs A Human Being / Human Beings A Job / Jobs A Machine / Machines A Traffic Jam / Traffic Jams |
Weather Laughter Humanity Work Machinery Traffic |
Example :
Incorrect – Sayfa said that it was a good weather.
Correct – Sayfa said that it was good weather.
Or, Sayfa said that it was a good climate.