Degree of Comparison

Comparison মানে হচ্ছে দুটো বা তার বেশি ব্যক্তি / বস্তুর মধ্যে তুলনা করা বা মিল গুলো বের করা। বাক্যে Positive degree থাকা মানে দুজন ব্যক্তি / বস্তুর মধ্যে মিল বা সাদৃশ্যতার কথা বলা হচ্ছে। আর বাক্যে Comparative degree থাকা মানে দুজন ব্যক্তি / বস্তুর মধ্যে পার্থক্যের কথা বলা হচ্ছে।

এক্ষেত্রে আমরা কিছু Structure দেখবো এবং সেই অনুসারে কিছু উদাহরণ দেখলেই পুরো ব্যাপারটা মাথায় ঢুকে যাবে।

 

Structure 1

Noun / Pronoun + Verb + (As…..as / Than / Different from) + Pronoun এর Subjective form

এখানে Pronoun এর Subjective form হচ্ছে I, He, She, They, We. তবে বাক্যে as…as থাকলে adjective টা হবে Positive ফরমেটে, Than থাকলে adjective টা হবে Comparative ফরমেটে।

অর্থ সহ উদাহরণ দেখি কিছু-

Sayfa is as tall as I. (সাইফা আমার মত লম্বা : মিল বোঝাচ্ছে)

Sayfa is taller than I. (সাইফা আমার চেয়েও লম্বা : পার্থক্য বোঝাচ্ছে)

Structure 2

Possessive Adjective + Noun + Verb + (As…..as / Than / Different from) + Possessive Pronoun

কিছু উদাহরণ দেখি-

My car is more interesting than yours. (তোমার গাড়ির চেয়ে আমার গাড়ি বেশি মজাদার)

Her husband is smarter than mine. (আমার স্বামীর চেয়ে তার স্বামী বেশি স্মার্ট)

একই রকম আরেকটা Structure হচ্ছে-

Structure 3

Possessive Adjective + Noun + Verb + (As…..as / Than / Different from) + that of / those of + Noun

কিছু উদাহরণ দেখি-

Sayfa’s advice is better than that of Nijhum. (is থাকাতে that হয়েছে, কারন is হচ্ছে singular)

Her cows are older than those of Ria. (are থাকাতে those হয়েছে, কারন are হচ্ছে plural)

আরো একটা প্রায় একই ধরনের structure দেখি-

Structure 4

The + Noun + of + Noun + (As…..as / Than / Different from) + that of / those of + Noun

The road of Kisharganj is wider than that of Uttara. (is থাকাতে that হয়েছে, কারন is হচ্ছে singular)

The students of Sayfa are more meritorious than those of Nijhum. (are থাকাতে those হয়েছে, কারন are হচ্ছে plural.

 

Positive, Comparative, Superlative এর রূপান্তর

কিছু adjective আছে যাদের শেষে er এবং est যুক্ত করে তাদেরকে Comparative এবং Superlative করা হয়। যেমন-

Positive

Comparative

Superlative

Wealthy

Marry

Heavy

Easy

Happy

Wise

Large

Great

Clever

Small

Sweet

Wealthier

Merrier

Heavier

Easier

Happier

Wiser

Larger

Greater

Cleverer

Smaller

Sweeter

Wealthiest

Merriest

Heaviest

Easiest

Happiest

Wisest

Largest

Greatest

Cleverest

Smallest

Sweetest

এবার কিছু adverb এর Comparative এবং Superlative form দেখবো-

Positive

Comparative

Superlative

Fast

Long

Hard

Soon

Faster

Longer

Harder

Sooner

Fastest

Longest

Hardest

Soonest

আবার কিছু adjective এর সাথে More যুক্ত করে Comparative করা হয় এবং Most যুক্ত করে Superlative করা যায়। যেমন-

Positive

Comparative

Superlative

Beautiful

Difficult

Industrious

Courageous

Careful

More Beautiful

More Difficult

More Industrious

More Courageous

More Careful

Most Beautiful

Most Difficult

Most Industrious

Most Courageous

Most Careful

একইভাবে কিছু Adverb কেও এভাবে রূপান্তর করতে হয়-

Positive

Comparative

Superlative

Skillfully

Swiftly

More Skillfully

More Swiftly

Most Skillfully

Most Swiftly

এবার কিছু উদ্ভট Adjective এবং Adverb কে দেখবো যারা কোনো নিয়ম না মেনেই Comparative এবং Superlative হয়। চলো তাদেরকে চিনে ফেলি-

Positive

Comparative

Superlative

Good / Well

Bad / Evil / ill

Little

Much

Late

Old

Far

In

Up

Out

Better

Worse

Less / Lesser

More

Latter / Later

Older / Elder

Farther

Inner

Upper

Outer

Best

Worst

Least

Most

Latest / Last

Oldest / Eldest

Farthest

Innermost / In most

Uppermost / Up most

Uttermost / Utmost

 

ছোট্ট একটা কনফিউশান দূর করি-

Later vs Latter

Later এবং Latter এরা দুজনেই Late এর Comparative Form. কিন্তু এদের অর্থ ভিন্ন!

Later মানে পরে, Latter মানে দুজন ব্যক্তি বা বস্তুর মাঝে ২য় জনকে / ২য় বস্তুকে বোঝানো হয়। অর্থসহ দুটো উদাহরণ দেখি-

Sayfa will call me later. (সাইফা আমাকে পরে ডাকবে)

Nijhum may buy yellow of black shirt, but the latter is cheaper. (নিঝুম হলুদ কিংবা কালো শার্ট কিনতে পারে, কিন্তু কালোটা হচ্ছে সস্তা)

Last vs Latest

Last এবং Latest হচ্ছে Late এর superlative form. কিন্তু এদের অর্থ ভিন্ন!

Last মানে শেষ বা final কোনোকিছু এবং Latest মানে একদম নতুন বা সম্প্রতি কিছু। অর্থসহ দুটো উদাহরণ দেখি-

I’m her last choice. (আমিই তার শেষ পছন্দ)

Sayfa gave some homework on her last class, but she doesn’t give any homework on her latest class. (সাইফা শেষ ক্লাসে বাড়িরকাজ দিয়েছিলো কিন্তু সম্প্রতি ক্লাসে সে কোনো বাড়িরকাজ দেয়নি)

 

Positive Degree

দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে মিল বা সাদৃশ্যতা বোঝাতে Positive Degree ব্যবহার করা হয়। তবে positive degree যুক্ত বাক্যের জন্য কিছু Structure জানতে হবে। সেগুলো হচ্ছে-

As + (Adjective / Adverb) + as + (Noun / Pronoun এর Subjective Form) বসে সবসময়

চলো কিছু উদাহরণ দেখি-

Sayfa is as tall as Nijhum. (সাইফা নিঝুমের মত লম্বা)

My car is as fast as a race car. (আমার গাড়িটা রেস গাড়ির মত দ্রুতগামী)

The boy who came here is as blind as a bat. (যে বালকটা এখানে এসেছিলো সে বাদুড়ের মত অন্ধ)

তবে কোনো বিষয় নিয়ে জোর প্রদান করা বোঝানোর জন্য কোনো সংখ্যার পূর্বে as…as এর বদলে as much as ব্যবহার করতে হয়। যেমন-

The price of this computer can run as much as TK 30000.

 

Comparative Degree

তবে Than এর পর আমরা Noun / Pronoun না বসিয়ে ভিন্ন কিছুও বসাতে পারি-

Than + Noun Phrase

Than + Clause

এখানে, Phase হচ্ছে একটা বাক্যাংশ যেটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না এবং

Clause হচ্ছে একটা বাক্যাংশ যেটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে।

চলো কিছু উদাহরণ দেখি-

It is better to stay there than going sayfa’s home. (Noun Phrase)

Nijhum suggest that a bus journey is safer than journey by boat. (Noun Phrase)

Sayfa thought it was easier to say than doing the work. (Noun Phrase)

There are fewer students than Sayfa expected. (Clause)

Nijhum’s result is lower than it was a year ago. (Clause)

Sayfa seems more brilliant than she really are. (Clause)

 

Than নিয়ে আরো কিছু জিনিস মনে রাখো

যখন একই বস্তু বা ব্যক্তির বিভিন্ন দোষ-গুন নিয়ে বলা হয় তখন প্রথম Adjective এর আগে More বসে এবং Than এর পর দ্বিতীয় Adjective বসে। তবে দুটো এর কোনোটির সাথেই r / er যুক্ত হয় না। অর্থাৎ-

More + 1st Adjective + Than + 2nd Adjective

চলো কিছু উদাহরণ দেখি-

Sayfa is more good than bad.

Nijhum is more brilliant than clever.

এবার মাথা গরম করার মত জিনিস বলবো!

Than না থাকলেও Comparative form হয়!

নিচের উদাহরণ গুলো দেখো-

Sayfa is better today.

Fewer girls get a chance to take a job nowadays.

Noun / Pronoun এর অনেকগুলো দোষ-গুনের সাথে অন্য কোনো Noun / Pronoun এর তুলনা করা হলে

Noun / Pronoun + একাধিক Adjective এর Comparative Form + Than + অন্য Noun / Pronoun

চলো কিছু উদাহরণ দেখি-

Sayfa is taller, smarter & more beautiful than Nijhum.

She is stronger, more brilliant than He. (than Him বসবে না কারন than + noun/pronoun এর subjective form বসে)

 

যত…তত অর্থ প্রকাশ করতে হলে

The + comparative degree….. the + comparative degree…. হয় সবসময়।

কয়েকটা অর্থসহ উদাহরণ দেখলে ধরতে পারবে ব্যাপারটা।

The more you read, the more you will learn. (তুমি যত পড়বে তর শিখতে পারবে)

The harder sayfa try, the sonner she will succeed. (সাইফা যত চেষ্টা করবে তত তাড়াতাড়ি সে উন্নতি করতে পারবে)

The longer I live here, the more I like this house. (আমি যতদিন এখানে বাস করবো, তত আমি এই বাড়িটিকে পছন্দ করবো)

The more you practice speaking, the better you will do it. (তুমি যত কথা বলা চর্চা করবে, তত এতে ভালো করতে পারবে)

 

দুটো বস্তু / ব্যক্তির মধ্যে বেছে নেওয়া বোঝাতে

দুটো বস্তু / ব্যক্তির মধ্যে বেছে নেওয়া বোঝাতে Comparative Degree এর structure হয় এমন-

the + Comparative + of + the + two

চলো অর্থসহ কিছু উদাহরণ দেখি-

Sayfa is the taller of the two girls.

Nijhum has 3 sisters, but she is the younger of the two.

This book is the better of the two.

 

Prefer

Prefer শব্দটি দিয়ে দুটো Noun / Adjective / Verb এর মধ্যে কোনটি ভালো সেটা বোঝায়। তাই এটির structure টা মনে রাখো-

prefer + Ving + to + Ving

prefer + Noun + to + Noun

prefer + Adjective + to + Adjective

এবার চলো কয়েকটা উদাহরণ দেখি-

Sayfa prefer dancing to singing.

Nijhum prefer tea to coffee.

He prefer honest than dishonest.

 

Fewer vs Less

Fewer এবং Less দুটোই Few এবং Less এর Comparative Degree, তবে এদের অর্থ একই কিন্তু এদেরকে ভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। মনে রাখো-

Fewer ব্যবহার করা হয় Countable Noun এর সাথে

Less ব্যবহার করা হয় Uncountable Noun এর সাথে

দুটো উদাহরণ দেখলেই ক্লিয়ার হয়ে যাবে-

Fewer students are present in the class than Sayfa has expected.

Nijhum is less popular than any other student in her class.

 

এবার Comparative Degree এর দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে জানাবো তোমাকে-

Fact 1 : একটা বাক্যে একইসাথে as….as এবং Comparative degree থাকতে পারে। যেমন-

The facilities of the newer hostel are as good as or better than those of the new hostel.

Fact 2 : কিছু Latin Objective আছে যাদের শেষে to বসে। যেমন-

Senior, Junior, Inferior, Superior, Prior, Ulterior, Posterior

কিছু উদাহরণ দেখো-

I’m senior to Sayfa.

This book is inferior to your book.

Nijhum is superior to Sayfa.

 

Superlative Degree

Superlative degree এর আগে the বসে। সাধারণত সবার মধ্য থেকে কোনো গুনকে যদি বেশি প্রাধান্য দেওয়া হয় তবে এটি ব্যবহার করা হয়। কিছু উদাহরণ দেখি-

Sayfa is the best teacher in her class.

Nijhum is the happiest girl of all.

Nature is the best physician.

এই structure টা মনে রাখো-

One of the + Superlative Adjective + Plural Noun বসে সবসময়

কিছু উদাহরণ দেখো-

Sayfa is one of the happiest girls in the girl.

Dhaka is becoming one of the busiest cities in BD.

Mahavarat is one of the hardest books that I know.

এবার মাথা ঠান্ডা রেখে একটা জিনিস মনে রাখো-

কিছু কিছু শব্দ আছে যারা নিজেরাই Superlative Degree. তাই কোনো বাক্যে এরা বসলে বাক্যে আলাদাভাবে আর superlative degree এর ব্যবহার করা লাগে না। একটা গল্পের মাধ্যমে চলো সেসব শব্দগুলোকে চিনে ফেলি-

বিয়ের জন্য পড়াশোনা complete করা unique মেয়ে খুজছিলাম। হঠাৎ সাইফাকে পেয়ে গেলাম যে Supreme কোর্টে ওকালতি করে। কিন্তু মেয়েটা false সাক্ষ্য দেয় বলে তাকে আর বিয়ে করলাম না। বুঝতে পারলাম, universal সত্য হচ্ছে এটাই যে জগতে কোনো মেয়েই সবদিক দিয়ে perfect না।

চলো কিছু উদাহরণ দেখি-

Nijhum is a perfect judge.

Sayfa reached the extreme point.

This is a unique event.

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com

Emtiaz Khan

A person who believes in simplicity. He encourages the people for smart education. He loves to write, design, teach & research about unknown information.