Determiners

Determiners হচ্ছে এমন কিছু শব্দ যেটা Noun এর আগে বসে এবং সেই Noun কে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে দেয়। যেমন-

আমি একটা (a) মেয়েকে (Girl) দেখেছি

এই (This) ছেলেটা (Boy) ভালো

তার (Her) শাড়িটা (Shari) সুন্দর

প্রতিটা (Every) মানুষ (Man) ভুল করে

এখানে Girl, Boy, Shari, Man এসব Noun এর আগে বসা A, This, Her, Every এগুলো Determiners.

এবার চলো কিছু Determinant দেখি যেগুলোকে সবসময় ব্যবহার করা হয়-

Articles : A, An, The

Possessive : My, Your, His, Her, Its, Our, Their, Whose

Demonstrative : This, That, These (This এর Plural), Those (That এর Plural)

Interrogative : Which

সংখ্যাবাচক Adjective : One, Two, Three, Four etc

পরিমানগত Adjective : Few, Little, A Few, A Little, Fewer (Few এর Comparative Form), Less (Little এর Comparative Form), The Few, The Little, Some, Any, Enough, Several, Several Of, A large amount of, A large number of ইত্যাদি।

Distributive Adjective : Each, Every, Either, Neither

আমরা এবার কিছু Determiners দেখবো যেগুলোর অর্থ নিয়ে প্রায়ই ঝামেলা হয়!

 

Mach / Many / A lot of

Many : Plural Countable Noun এর আগে বসে

I’ve many friends.

Sayfa has many books.

Mach : Uncountable Noun এর আগে বসে

I’ve much money.

Sayfa has done too much work.

A lot of : Uncountable Noun এবং Plural Countable Noun এর আগে বসে।

Lots of : শুধুমাত্র Plural Countable Noun এর আগে বসে।

Sayfa went shopping and spent a lot of money.

Sayfa saw lots of students surrounding to her class.

 

Too much / Too many / Very Much

Too much বসে uncountable noun এর আগে, Too many বসে countable noun এর আগে।

There are too much traffic in the road.

Sayfa got too many students this year.

তবে Very Much বসে Noun এর পরে। যেমন-

Thank you very much.

Sayfa love him very much.

একটু মনে রাখবে, Too many এর বদলে Too few কেও ব্যবহার করা যায়, এতে অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন-

Sayfa is looking for too many jobs.

Or, Sayfa is looking for too few jobs.

 

Many of / Much of

Many of এর পর Countable Plural Noun + Plural Verb বসে এবং Much of এর পর Uncountable Noun + Singular Verb বসে।

Many of my friends know the reason.

Much of what sayfa said was true.

 

Some (কিছু) / Any (কিছু)

Countable এবং Uncountable Noun দুটোর আগেই Some বসে এবং বাক্যে হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে। যেমন-

Sayfa has got some water.

Sayfa has some friends.

I can do something.

আবার অনুরোধ করার সময় বা কিছু প্রস্তাব দেওয়ার সময়ও Some ব্যবহার করতে হয়৷ যেমন-

Would you like some coffee?

Could you give me some food, please?

ওদিকে Singular / Plural Noun কোনোটার আগেই Any বসে না। কিন্তু একটা বাক্যের না বোধক অর্থ প্রকাশ করে এটি। যেমন-

Sayfa doesn’t have any idea about me.

I can’t do anything.

আবার অনেকগুলো বস্তুর মধ্যে একটা কিংবা অনেকজন ব্যাক্তির মধ্যে একজন বোঝাতে Any ব্যবহার করা হয়। যেমন-

A girl of any age can solve this math.

A boy of any Bangladeshi can go to India.

 

Sometime / Sometimes / Some time

Sometime : কোনো এক সময়

Sometimes : মাঝেমাঝে

Some time : কিছু সময় / খানিকটা সময়

Sometime sayfa think about her childhood (সাইফা কোনো এক সময় তার ছেলেবেলা নিয়ে চিন্তা করে).

I meet sayfa sometimes (আমি মাঝেমাঝে সাইফার সাথে দেখা করতাম).

Sayfa spends some time with her student (সাইফা তার ছাত্র-ছাত্রীর সাথে কিছু সময় ব্যয় করে).

 

Few / Little (নেই বললেই চলে)

Few বসে Countable Noun এর আগে এবং Little বসে Uncountable Noun এর আগে।

মনে রাখবে-

Few এর বদলে – Hardly any, Not many, Almost no ব্যবহার করা যায়।

Little এর বদলে – Hardly any, Not much, Almost no ব্যবহার করা যায়।

I’ve few friends. (আমার বন্ধু নেই বললেই চলে)

Sayfa have little money. (সাইফার টাকা নেই বললেই চলে)

 

A few / A little (অল্প কিছু / সামান্য পরিমান)

A few + Countable Noun (Plural) হয় এবং A little + Uncountable Noun হয়। যেমন-

There is a little milk in the glass. (গ্লাসে সামান্য পরিমান দুধ আছে)

Sayfa meets a few students today. (সাইফা আজকে অল্প কিছু ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ করেছে)

একটু মনে রাখবে, a শব্দটা একটা article, এটি যার পেছনে বসবে তাকেই অনির্দিষ্ট করে দিবে। উপরের দুটো উদাহরণে a little milk বলতে নির্দিষ্ট কোনো পশুর দুধের কথা বলা হয়নি, তাই গ্লাসে যেকোনো কিছুর দুধ থাকতে পারে। আবার a few students বলতে নির্দিষ্ট কোনো স্কুল কিংবা কলেজের ছাত্রছাত্রীদের কথা বলা হয়নি, তাই এটিও অনির্দিষ্ট বোঝায়।

 

The few / The little

A few এবং A little যেভাবে বাক্যে বসে, The few ও the little ঠিক একইভাবে বাক্যে বসে, কিন্তু এরা যে Noun এর পেছনে বসে সেই Noun কে নির্দিষ্ট করে দেয়। কেননা The যখন কোনো কিছুর আগে বসে তখন সেটাকে সে নির্দিষ্ট করে দেয়। যেমন-

Sayfa should use the little time that she have. (সাইফার হাতে যতটুকু অল্প সময় আছে সেটাই সাইফার ব্যবহার করা উচিত)

এখানে সাইফার হাতে থাকা সময়টি নির্দিষ্ট একটা সময়, তাই The little বসেছে।

Sayfa lost the few phone numbers that she saved on her Mobile. (সাইফা যে অল্প সংখ্যক মোবাইল নাম্বার মোবাইলে সেভ করে রেখেছিলো তা হারিয়ে গেছে)

এখানেও সাইফার মোবাইলে সেভ থাকা নির্দিষ্ট কিছু ফোন নাম্বারের কথা বলা হচ্ছে The few ব্যবহার করে।

 

Fewer / Less

তুলনামূলক কোনো বাক্যে দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝানোর জন্য Fewer কিংবা Less ব্যবহার করা হয়। Few এবং Little এর Comparative Form হচ্ছে Fewer এবং Less. তবে Fewer + Countable Noun হয় এবং Less + Uncountable Noun হয়।

There are fewer students than sayfa expected.

Nowadays Sayfa spends less time in the Coaching.

 

Only a Few / Only a Little (শুধু অল্প পরিমাণ)

Only a few + Countable Noun (Plural) হয় এবং Only a little + Uncountable Noun হয়। যেমন-

Only a few of these books are Sayfa’s favorite. (এসব বইগুলো থেকে শুধু অল্প পরিমাণ বই সাইফার পছন্দের)

Sayfa needs Only a little time to establish herself. (সাইফার শুধু অল্প পরিমাণ সময় দরকার নিজেকে প্রতিষ্ঠা করার জন্য)

 

No (না)

No এর পর সবসময় Noun বসে, আর অন্য কিছু বসে না। যেমন-

Sayfa has no interest in the matter.

I have no time to read.

 

A large number of / A large amount of (একটা বিশাল পরিমান)

A large number of বসে Countable plural noun এর আগে এবং A large amount of বসে Uncountable noun এর আগে। যেমন-

A large number of students are going to Sayfa’s home.

A large amount of the food is delicious.

 

This / That / These / Those

This + Singular Countable Noun / Uncountable Noun বসে

That + Singular Countable Noun / Uncountable Noun বসে

This book is my favorite book.

This food is looking delicious.

That girl was walking across the garden.

That water was supplied to all.

তবে This এর Plural form – That এবং These এর Plural form – Those, এদের দুজনের পরেই Plural countable Noun বসে। অর্থাৎ-

These / Those + Plural countable Noun

These cows were brought last day.

Those girls are known to me.

 

More / Most / All of / None of

More / Most / All of / None of এসব determinant গুলোর পর Countable বা Uncountable দুটো Noun-ই বসতে পারে। যেমন-

Sayfa want to cook more food.

Sayfa want to buy more books.

This is none of my business.

I called none of them.

All of her furniture is sold.

All of them are invited.

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com

Emtiaz Khan

A person who believes in simplicity. He encourages the people for smart education. He loves to write, design, teach & research about unknown information.