ভরের বৈশিষ্ট্য গুলো হচ্ছে-
১। বস্তুর ভর হল বস্তুতে মোট পদার্থের পরিমাণ।
২। ভর একটি স্কেলার রাশি এবং এটি একটি মৌলিক রাশি।
৩। ভরের মাত্রা [M]।
৪। ভরের একক কিলোগ্রাম (kg)
৫। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না।
৬। কতগুলো নির্দিষ্ট ভরের সাথে তুলনা করে সাধারণ নিক্তির সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়।
ওজনের বৈশিষ্ট্য গুলো হচ্ছে-
১। বস্তুর ওজন হল বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল।
২। ওজন একটি ভেক্টর রাশি এবং এটি একটি লব্ধ রাশি।
৩। ওজনের মাত্রা [MLT-2]।
8। ওজনের একক নিউটন (N)
৫। স্থানভেদে বস্তুর ওজন পরিবর্তিত হয়।
৬। স্প্রিং নিক্তির সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- অভিক্ষেপ ও উপাংশের মধ্যে পার্থক্য (Difference Between Projection & Component)
- আইসোটোপের পারমাণবিক ভর (Atomic Mass of Isotope)
- ইলেকট্রিক্যাল রাশি সমূহের পার্থক্য – Difference between Electrical Quantities
- ওজনের তারতম্য ও ওজনহীনতা (Variation of Weight & Weightlessness)
- কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে পার্থক্য (Distinction between Angular Velocity & Linear Velocity)
- গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর ও মোল (Gram Atomic Mass, Gram Molecular Mass and Mole)
- পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর (Atomic Mass and Relative Atomic Mass)
- বিভব পার্থক্য (Potential Difference)
- বিভব পার্থক্য ও তড়িচ্চালক বলের পার্থক্য (Difference between Voltage & Electromotive Force)
- বেগ ও ত্বরণের পার্থক্য (Velocity vs Acceleration)
- ভর ও ওজন (Mass & Weight)
- ভরবেগ (Momentum)
- ভরের নিত্যতা সূত্র (Law of Conservation of Mass)
- মৌলিক ও লব্ধ রাশি (Fundamental and Derived Quantities)
- স্প্রিং নিক্তি (Spring Balance)
Very good post. I absolutely appreciate this website. Stick with it!