কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে নিম্নলিখিত পার্থক্য করা যায়-
কৌণিক বেগ
- কৌণিক বা বৃত্তাকার পথে একটি বস্তুর কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে।
- একক সময়ের অতিক্রান্ত কৌণিক দূরত্ব দ্বারা কৌণিক বেগ পরিমাপ করা হয়।
- এর সমীকরণ w = dθ / dt, এখানে dt খুবই ক্ষুদ্র।
- এর মাত্রা সমীকরণ [T-1]
- এর একক হলো রেডিয়ান/ সে., ডিগ্রী/ সে. এবং গ্রেডিয়ান/ সে.।
- রৈখিক বেগকে বৃত্তপথের ব্যাসার্ধ দ্বারা ভাগ করলে কৌণিক বেগ পাওয়া যায়, অর্থাৎ w = v / r
- বস্তু সমকৌণিক বেগে চললেও এর রৈখিক ত্বরণ থাকে।
- আবর্তনরত কোনো বস্তুর বিভিন্ন বের্গ সর্বদা একই থাকে।
রৈখিক বেগ
- নির্দিষ্ট দিকে রৈখিক পথে কোনো একটি বস্তুর স্থান পরিবর্তনের হারকে এর রৈখিক বেগ বলে।
- একক সময়ের অতিক্রান্ত রৈখিক দূরত্ব দ্বারা রৈখিক বেগ পরিমাপ করা হয়।
- এর সমীকরণ, v = ds / dt, এখানে dt খুবই ক্ষুদ্র সময়।
- এর মাত্রা সমীকরণ [LT-1]
- এর একক মিটার/সে.।
- কৌণিক বেগকে বৃত্তপথের ব্যাসার্ধ দ্বারা গুণ করলে রৈখিক বেগ পাওয়া যায়, অর্থাৎ v = rw
- বস্তু সমরৈখিক বেগে চললে এর রৈখিক ত্বরণ থাকে না।
- আবর্তনরত কোনো একটি বস্তুর বিভিন্ন কণার রৈখিক বেগ বিভিন্ন হয়।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
Related posts:
- অভিক্ষেপ ও উপাংশের মধ্যে পার্থক্য
- একমুখী ও উভমুখী বিক্রিয়ার পার্থক্য
- তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক
- তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক
- দূরত্ব ও সরণ
- দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য
- নিউটনের মহাকর্ষ সূত্র
- বলবিদ্যা
- বিভব পার্থক্য
- বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য
- ব্যাপন ও নিঃসরণ এর পার্থক্য
- ভর ও ওজনের পার্থক্য
- মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য
- সরল দোলক
- সরলদোলকের সূত্র সমূহ