গ্যাসের ঘনত্বের উপর চাপের প্রভাব

নির্দিষ্ট তাপমাত্রায় এবং P1 ও P2 চাপে যদি কোন স্থির ভর (W) বিশিষ্ট একটি গ্যাসের আয়তন V1, V2 ও ঘনত্ব d1, d2 হয়, তবে বয়েলের সূত্রানুসারে-

P1V1 = P2V2 = একটি স্থির সংখ্যা……(i)

আবার, ঘনত্ব = ভর / আয়তন

তাই,

d1 = W / V1, d2 = W / V2

or, V1 = W / d1, V2 = W / d2

এখন, V1 ও V2 এর মান গুলো (i) নং সমীকরণে বসাই-

P1W / d1 = P2W / d2 = একটি স্থির সংখ্যা

or, P1 / d1 = P2 / d2 = একটি স্থির সংখ্যা

তাই, P / d = একটা ধ্রুবক (স্থির তাপমাত্রায়) হিসেবে কাজ করে।

সুতরাং, P ∝ d (স্থির তাপমাত্রায়)

অর্থাৎ, স্থির তাপমাত্রায় কোন গ্যাসের ঘনত্ব তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক।

পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-

www.youtube.com/crushschool

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool