যে জিনিস দিয়ে অত্যন্ত ক্ষুদ্র মানের কাল্পনিক চার্জকে বোঝানো হয়, যা অন্য কোনো চার্জের উপর বল প্রয়োগ করে না, অর্থাৎ আশেপাশের চার্জকে প্রভাবিত করে না, তাকে পরখ চার্জ বা Test Charge বলে।
প্রত্যেক চার্জিত বস্তুর চারপাশে একটি অঞ্চল আছে, যে অঞ্চল জুড়ে এর প্রভাব দেখা যায়। একটি বিন্দু চার্জের চারপাশে বিশাল অঞ্চল জুড়ে এর প্রভাব লক্ষ করা যায়। ঐ অঞ্চলে একটি পরখ চার্জ স্থাপন করলে এটি তড়িৎ বল অনুভব করে। পরখ চার্জটি বিন্দু চার্জের কাছে আনলে বলের মান বাড়ে এবং দূরে সরিয়ে নিলে বলের মান কমে যায়। অনেক দূরে সরিয়ে নিলে বলের মান এত কমে যায় যে তা পরিমাপ করা সম্ভব হয় না। কুলম্বের সূত্র থেকে আমরা দেখেছি যে, এই বলের প্রকৃতি মহাকর্ষীয় বলের মত। মহাকর্ষীয় বল ও কুলম্ব বল দুটোই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র অনুসরণ করে এবং এই দুই ধরনের বল অসীম দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। যদিও দূরত্ব অনেক বাড়লে বলের মান অত্যন্ত কম হয় এবং পরিমাপ করা সম্ভব হয় না।
এখন একটি বিন্দু চার্জের কাছাকাছি কোথাও একটি পরখ চার্জ আনলে সেটা বল অনুভব করে। কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতে পারে, চার্জ দুটির মধ্যে কোনো ভৌত সংযোগ নেই, তারপরেও কেনো তারা বল অনুভব করবে? বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে প্রথম লক্ষ করেন যে, ঐ বিন্দু চার্জের চারদিকে এক ধরনের আলোড়ন তৈরি হয়, যার ফলে ঐ অঞ্চলে কোনো পরখ চার্জ স্থাপন করলে সেটা বল অনুভব করে। তিনি এই আলোড়নের নাম দেন তড়িৎ ক্ষেত্র বা Electric Field। তাই তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায়-
কোনো একটি চার্জিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে তার প্রভাব কাজ করে সেই অঞ্চলকে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বা Electric Field বলে।
‘হে ঈমানদাররা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো।’ (আল-কুরআন, সূরা : মায়েদা)
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
Related posts:
- আধান – Electric Charge
- কুলম্বের সূত্র (Coulomb’s law)
- চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা (Number of Electric Lines of Force Radiated From a Point Charge)
- তড়িৎ আবেশ (Electrostatic Induction)
- তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য (Electric Field Intensity)
- তড়িৎ ধারকত্ব (Electric Capacity)
- তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক (Relation between Electric Intensity and Electric Potential)
- তড়িৎ বলরেখা (Electric Lines of Force)
- তড়িৎ বলের উপরিপাতন নীতি (Superposition Principle of Electric Force)
- তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ (Flow of Current or Electricity)
- তড়িৎ বিভব (Electric Potential)
- তড়িৎ সংক্রান্ত ইলেকট্রন মতবাদ (Electron theory Relating Electricity)
- পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদ্যতা (Dielectric Constant or Relative Permittivity)
- বিভব পার্থক্য (Potential Difference)
- সমবিভব তল (Equipotential Surface)