যে চার্জিত তলের প্রতিটি বিন্দুর বিভব সমান তাকে সমবিভব তল বলে।
একটি বিন্দু চার্জ + q থেকে r দূরত্বের যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা হচ্ছে-
V = (1 / 4πr∈0) (q/r)
এখন q এবং ∈0 এর মান সব সময় একই থাকে বলে বিন্দু চার্জ থেকে যে কোনো দিকে r দূরত্বে বিভব একই হবে। ত্রিমাত্রিক স্থানে r দূরত্বের তল হবে গোলকীয় তল। এ তলের সকল বিন্দুতে বিভব একই হবে। সুতরাং এটি সমবিভব তল। এর বিভিন্ন মানের জন্য আমরা অসংখ্য সমবিভব তল আঁকতে পারি। তবে দ্বিমাত্রিক স্থানে বৃত্ত এঁকে বিভিন্ন সমবিভব তল দেখানো হয়। ঐ বিন্দু চার্জ থেকে সমবিভব তলের দূরত্ব যত বেশি হবে, বিভবের মান তত কম হবে।
যেহেতু একটি সমবিভব তলের সব বিন্দুতে বিভব সমান, ফলে ঐ তলের যে কোনো দুটো বিন্দুর বিভব পার্থক্য শূন্য হবে। আবার, বিভব পার্থক্য শূন্য হলে কাজও শূন্য হবে। তাই কোনো চার্জকে সমবিভব তলের এক বিন্দু হতে অন্য বিন্দুতে নিতে কোনো কাজ করতে হয় না। সমবিভব তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য ঐ তলের সাথে লম্বভাবে কাজ করে।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- অভিকর্ষ কেন্দ্র
- ইলেকট্রনের তাড়ন বেগ
- ওহমের সূত্র (Ohm’s Law)
- কোষের অভ্যন্তরীণ রোধ
- চার্জের তল ঘনত্ব
- তড়িচ্চালক বল (Electromotive Force)
- তড়িৎ ক্ষেত্র
- পদার্থবিজ্ঞানে কাজ
- পরমশূন্য তাপমাত্রা কাকে বলে
- পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা ও অতিপরিবাহিতা
- বিদ্যুৎ প্রবাহ
- বিভব শক্তি (Potential Energy)
- ভরবেগের নিত্যতা সূত্রের উদাহরণ
- স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে চার্জিতকরণ
- স্লাইড ক্যালিপার্স