বিশ্বের বিখ্যাত সাগর

বিশ্বের বিখ্যাত সাগর নিয়ে জানার আগে জানতে হবে মহাসাগরের চেয়ে আয়তনে ছোট পানিরাশিকে সাগর বলে। তিনদিক স্থল দ্বারা বেষ্টিত পানিরাশিকে উপসাগর (Bay) বলে। প্রায় চারদিক স্থল দ্বারা বেষ্টিত পানিরাশিকেও উপসাগর (Gulf) বলে। চারদিকে সম্পূর্ণভাবে স্থল দ্বারা বেষ্টিত প্রাকৃতিক পানিরাশিকে হ্রদ বলে।

বিশ্বের বিখ্যাত সাগর সমূহ

লোহিত সাগর (Red Sea)

এটির প্রাচীন নাম- সাইনাস এরাধিকাম। বিশ্বের বিখ্যাত সাগর গুলোর মধ্যে এটি অন্যতম। ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়াকে পৃথক করেছে। এটি দক্ষিণে বাবেল মান্দেব ও এডেন উপসাগর এর মাধমে ভারত মহাসাগরের সাথে যুক্ত। উত্তরে রয়েছে আকাবা ও সুয়েজ উপসাগর। এর তীরবর্তী দেশ- সৌদি আরব, ইয়েমেন, মিশর, সুদান, ইরিত্রিয়া, জিবুতি।

লোহিত সাগর

এডেন সাগর (Aden Sea)

এটি পূর্ব ইউরোপে অবস্থিত। কৃষ্ণ সাগরের সাথে কার্চ প্রণালী দিয়ে যুক্ত। এর তীরবর্তী দেশ- ইউক্রেন, রাশিয়া।

দক্ষিণ চীন সাগর (South China Sea)

এটি পৃথিবীর বৃহত্তম সাগর। তাই এটি বিশ্বের বিখ্যাত সাগর গুলোর মধ্যে একটি। তবে এটি প্রশান্ত মহাসাগরের একটি অংশ। তীরবর্তী দেশসমূহ চীন, তাইওয়ান, ফিলিপাইন, ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম। এই সাগর দিয়ে বিশ্বে এক-তৃতীয়াংশ পণ্যবাহী জাহাজ চলাচল করে। এটি সামুদ্রিক মৎস্য আরোহন এর স্থান। এর তলদেশে আছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। সাম্প্রতিককালে চীন অঞ্চলে কৃত্রিম দ্বীপ তৈরি করছে ও সামরিক স্থাপনা তৈরি করেছে। যাতে এক সংকট তৈরি হয়েছে। এ সাগরে অবস্থিত paracel Icelands নিয়ে চীন এবং তাইওয়ান ও ভিয়েতনামের সাথে দ্বন্দ্ব রয়েছে এবং বর্তমানে চীনের দখলে। এ সাগরে অবস্থিত স্ট্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে চীন এবং তাইওয়ান, মালয়শিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মাঝে বহু দ্বন্দ্ব রয়েছে।

ক্যারিবিয়ান সাগর (Caribbean Sea)

এটি পৃথিবীর গভীরতম সাগর।

ক্যারিবিয়ান সাগর

মেক্সিকো উপসাগর (Gulf of Mexico)

এটি পৃথিবীর বৃহত্তম উপসাগর।

শান্ত সমুদ্র (Sea of Tranquillity) : বিশ্বের বিখ্যাত সাগর নয়

এটি চাঁদে অবস্থিত।

Sargasso Sea

এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।

বিশ্বের বিখ্যাত সাগর এর ক্ষেত্রে মনে রাখতে হবে

  • পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রীফের অবস্থান প্রশান্ত মহাসাগরে (অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে)।
  • ডেড সি/ মৃত সাগর অবস্থিত – জর্ডানে, যা বিশ্বের বিখ্যাত সাগর গুলোর মধ্যে একটি।
  • ইজিয়ান সাগর অবস্থিত – গ্রীস ও তুরস্কের মধ্যবর্তী স্থানে। ভূ-মধ্যসাগরের তীরে সবচেয়ে বেশি দেশ অবস্থিত।
  • দক্ষিণ আফ্রিকা হলো একমাত্র দেশ যেটি ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সীমায় অবস্থিত। 
  • ভূ-মধ্যসাগরের গভীরতম স্থানের নাম মাতাপ্যান।
  • পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর – আটলান্টিক মহাসাগর।
  • বৃহদাকার ত্রিভুজের মত আকৃতি ভারত মহাসাগরের এর।
  • ল্যাব্রাডর স্রোতের উৎপত্তি – উত্তর মহাসাগরে।
  • কুয়েত অবস্থিত পারস্য উপসাগরের তীরে।
  • এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে – লোহিত সাগর।
  • যে নদীর পানির প্রভাবে উপসাগরীয় স্রোতের সৃষ্টি হয়েছে – মিসিসিপি।
  • উপসাগরীয় স্রোতের বর্ণ – গাঢ় নীল।
  • হাডসন, জেমস ও বুথিয়া উপসাগর অবস্থিত- কানাডায়।
  • আলাস্কা উপসাগর অবস্থিত – উত্তর আমেরিকায়।
  • টাইগ্রিস নদী পতিত হয়েছে পারস্য উপসাগরে।
  • সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ ওশেনিয়া নামে পরিচিত।
  • গিনি স্রোত একটি শীতল স্রোত।
  • উত্তর মহাসাগর থেকে ল্যাব্রাডর স্রোতের উৎপত্তি।

IORA (Indian Ocean Rim Association)

ভারত মহাসাগর উপকূলবর্তী দেশগুলো নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা IORA ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর মরিশাসের ইরেনে শহরে। বর্তমান সদস্যসংখ্যা ২২ (সর্বশেষ মালদ্বীপ)। মহাসচিব Dr. Nomvuyo Nokwe। বাংলাদেশ এই সংস্থার ২০১৯-২১ ভাইস চেয়ার ও ২০২১ – ২৩ পর্যন্ত চেয়ারম্যান পদের জন্য নির্বাচিত হয়েছে। IORA এর CSO (Committee of Senior Officials) এর সর্বশেষ দ্বিবার্ষিক মিটিং ৩০-৩১ জুলাই ২০১৮ ভারবান, দক্ষিণ আফ্রিকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।