ঘর্ষণ বলের সূত্র

ঘর্ষণ বলের সূত্র নিয়ে জানবো এখানে। স্থিতি ঘর্ষণ কতকগুলো নিয়ম মেনে চলে। এদেরকে স্থিতি ঘর্ষণের সূত্র বলে। সূত্রগুলো নিচে দেয়া হলো :

(১) স্থিতি ঘর্ষণ বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে।

(২) স্থিতি ঘর্ষণের পরিমাণ স্বয়ং সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ গতি রোধের নিমিত্তে যে পরিমাণ বলের প্রয়োজন ঠিক সে পরিমাণ বলই ক্রিয়া করে।

(৩) সীমাস্থ ঘর্ষণ সর্বদা অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক।

(৪) ঘর্ষণের মান স্পর্শতলের প্রকৃতি ও অবস্থার উপর নির্ভর করে।

(৫) ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না।

ঘর্ষণ বল

গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ কতকগুলো সূত্র মেনে চলে। এদেরকে চল ঘর্ষণের সূত্র বলা হয়। ঘর্ষণ বলের সূত্র গুলো নিম্নরূপ :

(১) চল ঘর্ষণ সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে।

(২) একের সাপেক্ষে অন্যের আপেক্ষিক গতির পরিবর্তন না হলে চল ঘর্ষণ অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক।

(৩) চল ঘর্ষণ মিলন তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, মিলন তল দুটির প্রকৃতি ও অবস্থার উপর নির্ভর করে।

(৪) বেগ বেশি না হলে চল ঘর্ষণ বেগের উপর নির্ভর করে না।

কাজেই এই সূত্রগুলোই হচ্ছে ঘর্ষণ বলের সূত্র।