এস আই একক কাকে বলে নিয়ে এখন আলোচনা করা হবে। মৌলিক রাশির এককসমূহ যেহেতু অন্য এককগুলোর ওপর নির্ভর করে না, তাই মৌলিক একক ইচ্ছেমত নির্বাচন করা যায়। কিন্তু সেই নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃত থাকতে হবে। এর কয়েকটি বৈশিষ্ট্যও থাকতে হবে। যেমন, এটি হতে হবে অপরিবর্তী; স্থান, কাল, পাত্র কোনো কিছুর ওপর নির্ভর করবে না। কালের বিবর্তনে সময় বা অন্য কোনো প্রাকৃতিক পরিবর্তনের ফলে এর কোনো পরিবর্তন হবে না। সহজে এককটি পুনরুৎপাদন করা যাবে। 1960 সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর সময় মৌলিক এককগুলোর যে আদর্শ বা স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছিল পরবর্তীকালে উপযুক্ত বৈশিষ্ট্যগুলো অর্জনের লক্ষ্যে এদের অনেকগুলোর আদর্শ বদল করা হয়েছে, কিন্তু তাতে এককগুলোর মানের কোনো পরিবর্তন হয়নি।
যেমন, এখন আলোর অতিক্রান্ত দূরত্ব দিয়ে মিটারকে সংজ্ঞায়িত করা হয়, তার আগে এক প্রকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্যে মিটারের সংজ্ঞা দেওয়া হত। তারও আগে প্যারিসের নিকটে স্যাম্রেতে রাখা একটি দন্ডের দৈর্ঘ্যকে মিটারের আদর্শ ধরা হত। নিচে আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক এককগুলোর জন্য সর্বশেষ গৃহীত আদর্শ বর্ণনা করা হল।
এস আই একক কাকে বলে ও বিভিন্ন ধরণের রাশির এস আই একক
দৈর্ঘ্যের একক : মিটার
ভ্যাকিউয়ামে (বায়ু শূন্য স্থানে) আলো 1/ 299 792 458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার (m) বলে।
ভরের একক : কিলোগ্রাম
ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস্ এন্ড মেজারস এ রক্ষিত প্লাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে 1 কিলোগ্রাম (kg) বলে। এ সিলিন্ডারটির ব্যাস 3.9 cm এবং উচ্চতাও 3.9 cm.
সময়ের একক : সেকেন্ড
একটি সিজিয়াম-133 পরমাণুর 9 192 631 770 টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে 1 সেকেন্ড (s) বলে।
তাপমাত্রার একক : কেলভিন
পানির ত্রৈধ বিন্দুর (triple point) তাপমাত্রার 1 / 273.16 ভাগকে 1 কেলভিন (K) বলে।
তড়িৎ প্রবাহের একক : অ্যাম্পিয়ার
ভ্যাকিউয়ামে (বায়ু শূন্য স্থানে) এক মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10-7 নিউটন বল উৎপন্ন হয় তাকে 1 অ্যাম্পিয়ার (A) বলে।
দীপন ক্ষমতার একক : ক্যান্ডেলা
101 325 প্যাসকেল চাপে প্লাটিনামের হিমাঙ্কে (2042 K) কোনো কৃষ্ণ বস্তুর (black body) পৃষ্ঠের 1/600000 বর্গমিটার পরিমিত ক্ষেত্রফলের পৃষ্ঠের অভিলম্ব বরাবর দীপন ক্ষমতাকে 1 ক্যান্ডেলা (cd) বলে।
পদার্থের পরিমাণের একক : মৌল
যে পরিমাণ পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বন-12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট (যেমন- পরমাণু অণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বা এগুলোর নির্দিষ্ট কোনো গ্রুপ) থাকে তাকে 1 মোল (mol) বলে।
এস আই একক কাকে বলে সেটা নিয়ে ইতোমধ্যে জেনে ফেলেছি। ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় এ সকল এককের গুণিতক ও উপগুণিতক ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে,
- 1 কিলোমিটার (km) = 103 মিটার (m)
- 1 সেন্টিমিটার (cm) = 10-2 মিটার (m)
- 1 মিলিমিটার (mm) = 10-3 মিটার (m)
- 1 টন (t) = 103 কিলোগ্রাম (kg)
- 1 গ্রাম (g) = 10-3 কিলোগ্রাম (kg)
- 1 মিলিগ্রাম (mg) = 10-6 কিলোগ্রাম (kg)
- 1 মাইক্রো অ্যাম্পিয়ার (μA) = 10-6 অ্যাম্পিয়ার (A)