গে-লুস্যাকের গ্যাসের চাপের সূত্র

১৮০২ খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী গে-লুস্যাক নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসকে স্থির আয়তনে রেখে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির সাথে চাপের বৃদ্ধি সম্পর্কীয় একটি সূত্র উদ্ভাবন করেন। গে-নুস্যাকের চাপের সূত্রটি নিম্নরূপ-

স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ঐ গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক।

সুতরাং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন V, চাপ P এবং কেলভিন তাপমাত্রা T হলে চাপের সূত্র মতে,

P ~ T (যখন আয়তন V স্থির)

or, P = K × T; এখানে K হল আনুপাতিক ধ্রুবক।

or, P / T = K

আবার ঐ একই ভরের একই গ্যাসের আয়তন স্থির রেখে তাপমাত্রা পরিবর্তন করে T1, T2, T3….. Tn পর্যন্ত বাড়ালে, তখন গ্যাসটির চাপ যথাক্রমে P1, P2, P3….Pn পর্যন্ত বৃদ্ধি পায়। অনুরূপভাবে আমরা পাই-

P1 / T1 = P2 / T2 = P3 / T3 =………..= Pn / Tn = K

এটিই গে-লুস্যাকের চাপের সূত্রের সমীকরণ।

পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-

www.youtube.com/crushschool

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool