Gender

Gender মানে লিঙ্গ, যেটা দ্বারা আমরা সাধারণত পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ বুঝি। তবে Gender বিষয়টাতে মোট চার ধরণের Gender নিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো-

Masculine Gender (পুংলিঙ্গ) – প্রাণিদের মধ্যে শুধুমাত্র পুরুষজাতিকে বোঝায়।

Feminine Gender (স্ত্রীলিঙ্গ) – প্রাণিদের মধ্যে শুধুমাত্র মেয়ে জাতিকে বোঝায়।

Common Gender (উভলিঙ্গ) – প্রাণিদের মধ্যে একইসাথে যারা পুরুষ ও নারীদের বৈশিষ্ট্য বহন করে তাদেরকে বোঝায়।

Neuter Gender (ক্লীবলিঙ্গ) – অপ্রাণিবাচক বস্তুকে বোঝায় যেটির মধ্যে পুরুষ বা স্ত্রীবাচক কোনো গুণ নেই।

 

Masculine Gender & Feminine Gender

আমরা এবার পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দের কিছু রূপান্তর দেখবো যেগুলো একেক সময় একেক ভাবে হয়ে থাকে। তাই কতগুলো ক্যাটগরিতে ভাগ করবো আমরা এসব রূপান্তরকে। ভাগগুলো হচ্ছে-

a) ভিন্ন শব্দ ব্যবহার করে Masculine থেকে Feminine Gender বানানো হয়, এগুলো হলো-

Uncle – Aunt

Brother – Sister

Bachelor – Spinster (অবিবাহিত মেয়ে)

Bull (বলদ) – Cow (গাভী)

Nephew – Niece

Widower (যার স্ত্রী মারা গেছে) – Widow (বিধবা)

Male – Female

Dog – Bitch (কুকুরী)

Fox – Vixen (মেয়ে শিয়াল / শৃগালী)

Tailor – Seamstress (মেয়ে দর্জি)

Monk (সন্ন্যাসী) – Nun (সন্ন্যাসিনী)

Lord (অভিজাত পুরুষ) – Lady (অভিজাত নারী)

Ram (ভেড়া) – Ewe (ভেড়ী)

Wizard (যাদুকর) – Witch (যাদুকরী)

Boar (শূকর) – Sow (শূকরী)

Bridegroom (বর) – Bride (কনে)

Drone (পুরুষ মৌমাছি) – Bee (মেয়ে মৌমাছি)

Drake (পাতিহাঁস) – Duck (পাতিহাঁসি)

b) হরিণ এবং হরিণী নিয়ে কয়েকটা শব্দ আছে যারা নির্দিষ্টভাবে একে অপরের সাথে বসে। এগুলো হলো-

Stag (হরিণ) – Hind (হরিণী)

Buck (হরিণ) – Doe (হরিণী)

Hart (হরিণ) – Roe (হরিণী)

c) Common Gender হিসেবে কিছু Masculine Gender ব্যবহার করা হয়, এগুলো হলো-

Dog, Fox, Horse, Man, Poet, Actor, Author, Painter ইত্যাদি।

আবার Common Gender হিসেবে কিছু Feminine Gender ব্যবহার করা হয়, এগুলো হলো-

Cow, Duck, Bee ইত্যাদি।

d) কিছু Masculine Gender এর শেষে ess যোগ করে সেগুলোকে Feminine Gender এ রূপান্তর করা হয়। একটা গল্পের মাধ্যমে তাদেরকে শিখি চলো-

অনেকদিন আগে ব্রিটেনের উত্তরাধিকারিণী (Heir – Heiress) ছিলেন একজন ইহুদী (Jew – Jewess) রাজকুমারী (Prince – Princess), সে ছিলো রাজ্যের সবচেয়ে বেশি সম্মানিত মহিলা (Count – Countess)। তার ব্যাক্তিগত ম্যানেজার (Manager – Manageress) ছিলো লেখক (Author – Authoress) কবি (Poet – Poetess) এবং ম্যানেজারের বউ ছিলো অতিথিসেবক (Host – Hostess)। সে একবার রাজকন্যাকে সিংহীর (Lion – Lioness) সাথে তুলনা করায় রাজকন্যা তাকে দানবের (Giant – Giantess) কাছে দিয়ে আসলো।

তবে কিছু Masculine এর সাথে ess যোগ করার সময় ভেতরের বানানও কিছুটা পরিবর্তন হয়, যেমন-

Master – Mistress

God – Goddess

Murderer – Murderess

Duke – Duchess

Emperor (সম্রাট) – Empress (সম্রাজ্ঞী)

Actor – Actress

Governor (অভিবাবক) – Governess (অভিভাবিকা)

Songster (গায়ক) – Songstress (গায়িকা)

Hunter (পুরুষ শিকারী) – Huntress (মহিলা শিকারী)

Tiger – Tigress

Waiter (পরিচারক) – Waitress (পরিচারিকা)

e) কিছু “Double Part” যুক্ত শব্দ আছে যাদের পুং বাচক শব্দকে স্ত্রী বাচক বানিয়ে বাকিটা আগের মত রাখা হয়। যেমন-

Step-Brother / Step-Sister

Brother in-law / Sister in-law

Land Lord / Land Lady

Jack ass / She ass

He-bear / She-bear

Great uncle / Great aunt

Milk man / Milk woman

He goat / She goat

Grand father / Grand sister

Man servant / Maid servant

Pea cock / Pea hen

Washer man / Washer woman

f) কিছু Masculine Gender এর সাথে a, ine, ix যোগ করে Feminine করতে হয়। যেমন-

Hero – Heroine

Czar (রাশিয়ার সম্রাট) – Czarina

Administrator – Administratrix

Prosecutor – Prosecutrix

Sultan – Sultana

Executor – Executrix

Comedian – Comedienne

Signor – Signora

g) ক্ষমতা বা শক্তির অধিকারী কিছু শব্দ আছে যাদেকে প্রকৃতিতে পাওয়া যায় এবং এদেরকে আমরা Masculine Gender হিসেবে ধরি। একটা গল্পের মাধ্যমে এদেরকে মনে রাখবে-

দুটো সত্য কথা বলবো। প্রথমটা হলো, গ্রীষ্মকালে (Summer) দিনের বেলা (Day) বিপদজনক (Danger) গরম থাকে। কিন্তু শীতকালে (Winter) দিনের বেলা রোদ (Sun) পোহাতে ভালো লাগে। আর দ্বিতীয় সত্যটা হলো, যুদ্ধ (War) এবং বজ্রপাত (Thunder) যেকোনো সময়ে (Time) হতে পারে, তখন মানুষ মারা (Death) যায়।

h) সৌন্দর্য এবং কোমলতা বিশিষ্ট কিছু শব্দ আছে যাদেরকে আমরা Feminine Gender হিসেবে ধরে। এদেরকেও একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারো-

এই পৃথিবীতে (Earth) সাইফাকে স্বাধীনতা (Freedom) দিয়ে তাকে শরৎকালে (Autumn)বসন্তকালে (Spring) প্রকৃতি (Nature)চাঁদের (Moon) সাথে দেখা করতে দিও।

i) কিছু মজার Noun আছে যাদের কোনো Feminine Gender নেই। চলো গল্পের মাধ্যমে এদেরকে মনে রাখি-

চেয়ারম্যান (Chairman) সাহেব এই গ্রামের বিচারক (Judge)। তিনি যাজক (Parson) ডেকে এনে বীরযোদ্ধাদের (Knight) পুরস্কার দেন এবং কাপুরুষদের (Coward) শাস্তি দেন।

একইভাবে কিছু মজার Noun আছে যাদের কোনো Masculine Gender হয় না। যেমন-

Amazon (পুরুষালি স্বভাবের নারী)

Nurse (সেবিকা)

Virgin (কুমারী)

Laundress (ধোপানী)

 

Common Gender

কিছু Noun দিয়ে পুরুষ-নারী দুটোই বোঝানো হয়। এগুলোকে Common Gender বলে। কিছু গুরুত্বপূর্ণ Common Gender দেখে ফেলি আমরা-

Bird, Cousin, Enemy, Fowl (পাখি), Pupil (ছাত্র-ছাত্রী), Student, Pig (শুকর-শুকরী), Monarch (রাজা-রাণি), Fox, Deer, Child, Baby, Relation, Infant (বালক-বালিকা), Citizen, Captain, Beggar, Person, Orphan (এতিম), Friend, Elephant, Cat, Chairperson, Ass (গাধা), Lawyer, Writer, Teacher, Spouse, Servant ইত্যাদি।

 

Neuter Gender

শিশু, বিভিন্ন ইতর প্রাণি, বস্তুর নাম, Collective Noun, Material Noun এবং Abstract Noun হচ্ছে Neuter Gender. যেমন-

শিশু : Baby, Child

ইতর প্রাণি : Dog, Horse, Sheep

বস্তুর নাম : Book, Chair, Table

Collective Noun : Family, Team, Class

Material Noun : Water, Salt, Gold

Abstract Noun : Honesty, Beauty, Kindness

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com

Emtiaz Khan

A person who believes in simplicity. He encourages the people for smart education. He loves to write, design, teach & research about unknown information.