সবুজ রসায়ন কাকে বলে

সবুজ রসায়ন কাকে বলে? সবুজ রসায়ন বা Green Chemistry হচ্ছে রসায়নের এমন একটা শাখা যে শাখাতে আমাদের পরিবেশ দূষণ সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য আলোচনা করা হয়। গ্রীন কেমিস্ট্রির ভিত্তি চারটি, এগুলো হচ্ছে-

রাসায়নিক দ্রব্য

আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াতে যেসব দ্রব্য ব্যবহার করি তাদের বিষাক্ততা বা দূষণ এর পরিমাণ যথাসম্ভব কম রাখতে হবে। যেসব রাসায়নিক দ্রব্য অতি বিষাক্ত তাদেরকে ব্যবহার না করাই ভালো।

রাসায়নিক দ্রাবক

রাসায়নিক বিক্রিয়াতে আমরা গ্রীন দ্রাবক ব্যবহার করব। গ্রীন দ্রাবক হচ্ছে এমন ধরনের দ্রাবক যারা পরিবেশে কম পরিমাণ দূষণ ঘটায়। এদের আরেক নাম সবুজ দ্রাবক। এছাড়া রাসায়নিক বিক্রিয়াতে ব্যবহৃত দ্রাবককে পুনরুদ্ধার করে ব্যবহার করতে হবে যাতে পরিবেশ দূষণ কম হয়। আবার কিছু দ্রাবকের বিকল্প দ্রাবক ব্যবহার করতে হবে, কেননা মাঝে মাঝে কিছু দ্রাবক অনেক বেশি পরিবেশ দূষণ ঘটায়, সে জন্য তাদের ক্ষেত্রে বিকল্প দ্রাবক ব্যবহার করা দরকার।

জ্বালানি

রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সবচেয়ে বেশি করা দরকার, অর্থাৎ আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা দরকার। যেসব জ্বালানি শক্তি সঞ্চয় করে এবং শক্তি সাশ্রয়ী সেগুলোকে ব্যবহার করব। এছাড়া জ্বালানীর পাশাপাশি যন্ত্রের দক্ষতাকে আমাদের বেশি প্রাধান্য দিতে হবে, যাতে একটা যন্ত্র দক্ষতার সাথে জ্বালানীকে ব্যবহার করতে পারে।

বর্জ্য

রাসায়নিক বিক্রিয়া যেসব বর্জ্য তৈরি হয় সেগুলোকে তাদের ধরন অনুসারে একই পাত্রে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ এক পাত্রে যে বর্জ্য রাখা হয়, অন্য ধরনের বর্জ্যকে সেই পাত্রে রাখা যাবে না। বর্জ্যকে নিরাপদভাবে পরিবেশে পরিত্যাগ করতে হবে, যেমন বর্জ্যের লঘুকরণ, প্রশমন ও পুড়িয়ে ফেলার মাধ্যমে ক্ষতিকর প্রভাব কমিয়ে পরিবেশে তাদেরকে পরিত্যাগ করতে হবে। অর্থাৎ আমরা যেখানে সেখানে এসব বর্জ্য ফেলব না। এই চারটি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের ভিত্তি।

সবুজ রসায়ন কাকে বলে

সবুজ রসায়ন কাকে বলে ও এর নীতি

আমরা এতক্ষণ সবুজ রসায়ন কাকে বলে এটা নিয়ে জানলাম। এবার আমরা গ্রিন কেমিস্ট্রি এর নীতি গুলো নিয়ে জানবো-

  • বর্জ্য হ্রাসকরণ
  • উচ্চ এটম সম্পন্ন বিক্রিয়ার অগ্রাধিকার
  • কম ঝুঁকি সম্পন্ন পদ্ধতি ব্যবহার করা
  • নিরাপদ রাসায়নিক দ্রব্য ব্যবহার ও উৎপাদ তৈরি
  • নিরাপদ দ্রাবক ব্যবহার এবং বিক্রিয়া পরিবেশ বজায় রাখা
  • উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন জ্বালানি ব্যবহার
  • নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার
  • সহ উৎপাদ বর্জন
  • প্রভাবক ব্যবহার
  • ব্যবহারের পর ভাঙ্গনযোগ্য এরূপ রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং উৎপাদন
  • যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ
  • দুর্ঘটনা থেকে প্রতিকার

 

ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-

www.facebook.com/groups/mycrushschool

অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-

write@thecrushschool.com