Homo sapiens L. 1758 দ্বারা একটি বৈজ্ঞানিক নামকে বোঝায়। এর দুটি পদ রয়েছে। প্রথমটি ‘গণ’ এবং দ্বিতীয়টি প্রজাতি। বৈজ্ঞানিক নামটি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ১৭৫৮ সালে প্রদান করেন। তাই নামের শেষে বিজ্ঞানীর নাম ও সাল সংক্ষেপে সংযোজন করা হয়েছে।
Posted inকি কেনো কিভাবে