তোমরা Crush School ওয়েবসাইটে ভিজিট করলে দেখবে এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য (যেমন- লেখা, ছবি, অডিও, ভিডিও) গুলো নির্দিষ্ট ভাবে সাজানো আছে। আবার দেখবে নির্দিষ্ট কিছু রঙ বা বর্ণ নিয়ে ওয়েবসাটের বিভিন্ন অপশন তৈরি হয়েছে। যে এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা সে নিশ্চয়ই এমন কিছু করেছে যাতে তোমাদের কাছে তার ওয়েবসাইটটা এমন দেখায়। ওয়েবসাইটকে এভাবে সাজানোর কাজকে ওয়েব ডিজাইন বা ওয়েব প্রোগ্রামিং বলে।
ওয়েবসাইট বা ওয়েবপেজ একটা প্রিন্ট করা কাগজের মত না। তাই এর ডিজাইন যখন খুশি তখন পরিবর্তন করা যায়। যারা ওয়েব ডিজাইন করেন তাদেরকে ওয়েব ডিজাইনার বলে। তবে ওয়েব ডিজাইন খুব চোখ ধাঁধানো হলেই যে মানুষ সেই ওয়েবসাইটে বারবার ভিজিট করবে, এই ধারণাটা ভুল। ওয়েবসাইট ডিজাইনের পাশাপাশি সেখানে বেশি বেশি তথ্য থাকতে হবে। কারন ওয়েবসাইটে মানুষ তথ্য জানতে আসে, ডিজাইন কেমন সেটা দেখতে আসে খুব কম মানুষ।
১৯৯০ সালে ইউরোপের পার্টিকল ফিজিক্স ল্যাবরেটরির পদার্থবিজ্ঞানী টিম বার্নাস লী প্রথম ওয়েব ডিজাইনের ধারণা দেন। তিনি ওয়েবসাইটকে আন্তর্জাতিক নেটওয়ার্ক ভিত্তিক knowledge sharing tools হিসেবে মনে করেন। তিনিই প্রথম মোজাইক নামক এক ধরনের ওয়েব ব্রাউজার (যেটা ব্যবহার করে ওয়েবসাইটে ভিজিট করা যায়) সফটওয়্যার বানানোর জন্য কাজ করেন।
ওয়েবসাইটে যা ডিজাইন করা হোক না কেনো সেটা একটা মেমরিতে থাকে। এই মেমরিকে সার্ভার বলে। বিশ্বের প্রতিটা ওয়েবসাইটের তথ্য সার্ভারে জমা থাকে। উন্নত দেশগুলো যেমন আমেরিকা এসব সার্ভার ভাড়া দিয়ে থাকে। প্রতিটা ওয়েবসাইটের নির্দিষ্ট তথ্য গুলো সার্ভারের যে ঠিকানা ব্যবহার করে দেখা যায় সেই ঠিকানাকে ওয়েব এড্রেস বা URL (Uniform Resource Locator) বা লিংক (Link) বলে। তাই আমরা যত ওয়েবসাইটে ভিজিট করি না কেনো সেগুলোর জন্য নির্দিষ্ট কিছু url থাকে। উদাহৃরণস্বরূপ বলতে পারো ক্রাশ স্কুল ওয়েবসাইটের url হচ্ছে- www.thecrushschool.com. অর্থাৎ এই ওয়েব এড্রেসের মাধ্যমে তুমি ঠিক এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। আবার ক্রাশ স্কুল থেকে তুমি যত লেখা, ছবি দেখতে পাচ্ছো সবকিছুই একটা সার্ভারে জমা আছে। আর সেই সার্ভারের ঠিকানাই হচ্ছে- www.thecrushschool.com
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অতিথি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com

Emtiaz Khan
A person who believes in simplicity. He encourages the people for smart education. He loves to write, design, teach & research about unknown information.
Related posts:
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web – WWW)
- ওয়েবপেজ ও ওয়েবসাইট (Website & Webpage)
- ওয়েবসাইটের কাঠামো (Structure of Website)
- ওয়েবসাইটের প্রকারভেদ (Classification of Website)
- কমিউনিকেশন সিস্টেম (Principle of Communication System)
- গ্যাসের সূত্রসমূহ (Laws of Gases)
- ডিএনএ এর গঠন
- ডেটা কি? (What is Data?)
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? (What is ICT)
- নেটওয়ার্ক ডিভাইস : রাউটার (Network Device: Router)
- নেটওয়ার্ক ডিভাইস : রিপিটার (Network Device: Repeater)
- ভরবেগের নিত্যতা সূত্র : উদাহরণ
- ভাইরাসের উপকারীতা ও অপকারীতা (Advantages & Disadvantages of the Virus)
- মহাজাগতিক বস্তু : ছায়াপথ
- ম্যাক্সওয়েলের হারিয়ে যাওয়া ধারনা – Hidden Concept of Maxwell