ঘাত বল কাকে বলে
ঘাত বল কাকে বলে এর উত্তর হচ্ছে যেসব বলের দুটো বৈশিষ্ট্য থাকে তারা ঘাত বল। বৈশিষ্ট্য দুটো হচ্ছে-
- এদের মান অনেক বেশি হয়।
- এদের ক্রিয়াকাল অনেক কম সময় ধরে হয়।
যখন ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ব্যাট দিয়ে খুব জোরে বলকে আঘাত করে তখন খুব কম সময়ের জন্য খেলার বলের উপর বড় পরিমান বল বা force কাজ করে। তাই এই ধরনের বল হচ্ছে ঘাত বল। তাহলে আমরা জানলাম ঘাত বল কাকে বলে।
মাত্রা: [MLT-2]
একক: N
বলের ঘাত
প্রথমেই বলে নেই বলের ঘাত কোনো প্রকার বল না। বলের ঘাত হচ্ছে বলের একটা ধর্ম। এটি বলের এমন একটা ধর্ম যা দ্বারা বলের মান ও বলের ক্রিয়াকাল এই দুটিকে বোঝা যায়। বলের মান এবং সেই বলের ক্রিয়াকাল গুন করলে যে গুনফল পাবো আমরা সেটাই হচ্ছে বলের ঘাত। একে J দিয়ে প্রকাশ করা হয়। বলের মান F হলে এবং সেই বল t সময় ধরে কাজ করলে বলের ঘাতের মান হবে-
J = Ft
মাত্রা: [MLT-1]
একক: Ns
এবার বলের ঘাতের সূত্রকে নিয়ে একটু ভেঙ্গে লিখলে পাবো-
J = Ft
= mat
= m [(v-u) / t] t
= mv – mu
এখানে mv হচ্ছে বস্তুর শেষ ভরবেগ এবং mu হচ্ছে আদি ভরবেগ। অর্থাৎ বলের ঘাত হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তাই বলের ঘাতকে আমরা অন্যভাবে বলতে পারি-
বল প্রয়োগ করলে কোনো বস্তুতে ভরবেগের যে পরিবর্তন হয় তাকে বলের ঘাত বলে।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
Related posts:
- অভিকর্ষজ ত্বরণ (Gravitational Acceleration)
- আইসোটোপ কাকে বলে
- গতিশক্তি (Kinetic Energy)
- গসাগু কাকে বলে
- তাপমাত্রা কাকে বলে
- ত্বরণ কাকে বলে
- নাগরিক কাকে বলে
- পদার্থবিজ্ঞানে কাজ
- বিবর্তন কাকে বলে
- বিভব শক্তি (Potential Energy)
- রক্তচাপ কাকে বলে
- লন রোলার ঠেলার চেয়ে টানা সোজা
- শক্তি ও শক্তির বিভিন্ন রূপ
- সবুজ রসায়ন কাকে বলে
- সৌরজগৎ কাকে বলে