মোটর এবং জেনারেটর প্রায় একই ধরনের ডিভাইস। মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য গুলো হচ্ছে-
i) মোটর ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, কিন্তু জেনারেটর মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে।
ii) মোটর ইলেকট্রিসিটি ব্যবহার করে কিন্তু জেনারেটর ইলেকট্রিসিটিকে তৈরি করে।
iii) ম্যাগনেটিক ফোর্স দ্বারা মোটরের shaft ঘোরে কিন্তু মেকানিক্যাল ফোর্স দ্বারা জেনারেটরের shaft ঘোরে।
iv) মোটরের armature winding দিয়ে কারেন্ট প্রবাহিত হয় কিন্তু জেনারেটরের armature winding এর মধ্যে কারেন্ট তৈরি হয়।
v) মোটর ফ্লেমিং এর left hand rule অনুসরণ করে কিন্তু জেনারেটর ফ্লেমিং এর right hand rule অনুসরণ করে।
vi) ইলেকট্রিক বাইক কিংবা কার গাড়ি হচ্ছে মোটরের উদাহরণ কিন্তু পাওয়ার স্টেশনে টার্বাইন যুক্ত ডিভাইসগুলো হচ্ছে জেনারেটরের উদাহরণ।
পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শত শত ভিডিও ক্লাস বিনামূল্যে করতে জয়েন করুন আমাদের Youtube চ্যানেলে-
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-