Noun কী?
সাধারনভাবে কোনো ব্যাক্তি, বস্তু, স্থান, গুন কিংবা কাজের নামকে Noun বলে।
Emtiaz – ব্যাক্তির নাম
Pen – বস্তুর নাম
Dhaka – স্থানের নাম
Honesty – গুনের নাম
Compound Noun (যৌগ নামপদ)
ইংরেজিতে Noun এর সাথে Noun, Adjective, Gerund, Verb ইত্যাদি যুক্ত করলে সেটাকে Compound Noun বলে। বেশির ভাগ Compound Noun এর মধ্যে হাইফেন (-) ব্যবহার করা হয়। কিছু উদাহরণ দেখি-
Noun + Noun : Class+mate = Class-mate, Head-master, Handbag
Noun + Verb : Sun+rise = Sunrise, Haircut
Noun + Gerund : Taxi+driving = Taxi-driving, Sightseeing
Adjective + Noun : Green+house = Greenhouse, Blackboard
Gerund + Noun : Closing time, Running cow
Verb + Noun : Bath+room = Bathroom, Postman, Search engine
Noun কিভাবে চিনবো?
খুব সহজ কিছু টেকনিক apply করে আমরা একটা sentence এর মধ্যে থাকা Noun কে চিনতে পারি। এগুলো হলো-
1) কোনো sentence এর subject কিংবা object এর জায়গায় একটা মাত্র শব্দ থাকলে সেটাই Noun. যেমন-
Eve-teasing is not good for young girls.
এখানে subject হিসেবে মাত্র ১টা শব্দ বসেছে- Eve-teasing, তাই এটি Noun.
আরেকটা দেখি-
She plays Cricket.
এখানে objective অংশটিতে মাত্র একটা শব্দ – Cricket, তাই এটা Noun.
2) Article (A, An, The) এর পর যেকোনো একটা Word বসলে সেটা Noun হবে।
Where there is a will, there is way.
এখানে “a” এর পর will একটা শব্দ বসেছে, তাই will হচ্ছে Noun. একইভাবে-
I walked for a while.
3) Preposition এর Objective হিসেবে একটা Word থাকলে সেটা Noun হবে।
She can’t reply on Sayfa.
এখানে preposition ON এর পর একটা word “Sayfa” বসেছে যা Noun. একইভাবে-
The matter was left in Abeyance.
4) কেনো Sentence এ সবসময় “The + Noun + Of + Noun” গঠনটি অনুসরন করে।
This is the go of the world.
এখানে The এর পর Go বসেছে যেটা আসলে Verb না, Noun. একইভাবে-
The reason of his bad behaviour is unknown.
5) My, Your, This, That, These, Those, Our, Their, One’s, Its এগুলোর পর সবসময় Noun বসে।
I left my bag in this Morning. (এখানে Morning হচ্ছে Noun)
We missed our Train.
She doesn’t believe his Opinion.
6) Suffix (শব্দের শেষে বসা শব্দাংশ) এর মাধ্যমে Noun কে চেনা যায়। Noun এর জন্য নির্দিষ্ট কিছু Suffix হলো-
Age, al, ance, ence, ce, cy, dom, hood, ism, ment, mony, ness, ship, ry, ty, th, ette, ess, ese, an, ian, ician,
7) Prefix (শব্দের শেষে বসা শব্দাংশ) এর মাধ্যমে Noun কে চেনা যায়। Noun এর জন্য নির্দিষ্ট কিছু Prefix হলো-
Anti, arch, auto, bi, bio, co, dis, ex, in, inter
Types of Noun
Noun দুই প্রকার-
a. Concrete Noun : যেগুলোকে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে বোঝা যায়। এর ৪ প্রকার – Proper Noun, Common Noun, Collective Noun, Material Noun.
b. Abstract Noun : যেগুলো কোনো কিছুর গুন বোঝায়। এদের কোনো প্রকারভেদ নেই।
Concrete Noun
এই ধরনের Noun গুলোর বাহ্যিক অস্তিত্ব আছে, চোখে দেখা যায় এবং ছোঁয়া যায়। যেমন- Cow, Book, Silver, Building.
এছাড়া এদেরকে গন্ধ দিয়ে অনুভব করা যায়। যেমন- Air, Gas, Hydrogen. এবার আমরা ৪ ধরনের Concrete Noun নিয়ে জানবো-
Proper Noun
কোনো ব্যাক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম হচ্ছে Proper Noun. যেমন- Sayfa, Emtiaz, Dhaka, America.
Proper Noun এর Common Noun হিসেবে ব্যবহার
Proper Noun কে কখনো plural বানানো যায় না এবং এদের আগে কোনো Determiner (All / No / A / An / The / My / His) বসে না। কিন্তু-
a) Proper Noun এর আগে যদি Article বসানো হয় তবে সেটা Common Noun হয়ে যায়। যেমন- He is the Shelly of Bangladesh. এখানে Shelly হচ্ছে Proper Noun, কিন্তু এর আগে Article বসেছে বলে এটি Common Noun হিসেবে এখানে কাজ করবে।
b) Proper Noun কে যখন plural করা হয় তখন সেটি আর proper noun থাকে না, common noun হয়ে যায়। যেমন- There are two Shornas in the class. এখানে Shorna একটা proper noun, কিন্তু এর আগে two শব্দটি plural বলে Shorna এখানে Common Noun.
Common Noun
কোনো এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর সাদৃশ্যতা বা সাধারণ নাম বোঝায় Common noun দিয়ে। যেমন- Man, Poet, Dress, Month, Office, School.
একাধিক Proper Noun এর মাঝে যেসব জিনিসের মিল আছে তারাই Common Noun. যেমন- Sayfa এবং Ananna দুজনেই Girl. তাই এদের দুজনের নাম আলাদা আলাদাভাবে Proper Noun কিন্তু তাদের মধ্যে কমন ব্যাপার হচ্ছে তারা দুজন মেয়ে (Girl). তাই Girl হচ্ছে এক ধরনের Common Noun.
আবার, Imran এবং Balam দুজনেই গায়ক বা Singer. তাই এদের মধ্যে কমন হচ্ছে এরা গান করে বা গায়ক। সেজন্য Singer হচ্ছে Common Noun কিন্তু Imran এবং Balam হচ্ছে Proper Noun. ঠিক একইভাবে Doctor, Student, Teacher, Professor, Aunt, Uncle এগুলো সব Common Noun.
নিচে কিছু Common Noun এর লিস্ট দেওয়া হলো-
Common Noun এর সাথে Article এর ব্যবহার
Common Noun এর সাথে অবশ্যই Article ব্যবহার করতে হয়। কিন্তু Plural অবস্থা Common Noun এর সাথে Article না ব্যবহার করলেও হয়। যেমন-
Girl (এভাবে লেখা যাবে না)
A girl, The girl, The girls, Girls (এভাবে লিখতে হবে)
Plural Common Noun
কোনো Adj এর আগে the বসলে সেটি আর adj থাকে না, সেটি তখন plural common noun হয়ে যায়। যেমন-
She is rich. এখানে rich হচ্ছে adj.
কিন্তু যদি বলা হয়-
The rich are not always happy.
এখানে Rich এর আগে the বসাতে এটি Plural Common Noun হিসেবে কাজ করছে। ঠিক একইভাবে The Brave (সাহসীরা), The Poor (গরীবেরা) হচ্ছে Plural Common Noun.
Plural Common Noun যদি কোনো Sentence এর Subject হিসেবে বসে তবে সেই Sentence এর Verb অবশ্যই Plural হবে। যেমন-
The Poor are not depend on the government.
Common Noun এর Proper Noun হিসেবে ব্যবহার
Common Noun কে Proper Noun হিসেবে ব্যবহার করা যায়। যেমন একটা উদাহরণ দেখি-
The Padma River of Bangladesh is one of the famous river.
এখানে River বা নদী শব্দটি Common Noun, কিন্তু এখানে তার আগে Padma (পদ্মা) বসাতে এই River দ্বারা শুধুমাত্র একটা নদী পদ্মাকে বুঝিয়েছে। তাই এখানে River হচ্ছে Proper Noun.
The Crush School is a well-known online academy in Bangladesh.
এখানে School কথাটার আগে Crush শব্দটি আছে, তাই এই স্কুল দ্বারা শুধুমাত্র Crush কে নির্দেশ করছে বলে School এখানে Proper Noun.
Common Noun এর Abstract Noun হিসেবে ব্যবহার
একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি কিভাবে Common Noun কে Abstract Noun হিসেবে ব্যবহার করা যায়-
The Mother of her arose at the sight of the poor boy. (গরীব শিশুটিকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো।)
এখানে Mother বলতে আমরা Common Noun কে বুঝি। কিন্তু উপরের বাক্যে Mother বলতে একটা গুনের কথা বুঝানো হয়েছে যাকে মাতৃত্ব বলে। তাই এখানে Mother হচ্ছে একটা Common Noun.
Collective Noun
Common Noun এর সমষ্টিকে Collective Noun বলে।
নিচে অনেকগুলো উদাহরণ দেয়া হলো যেখানে of এর আগের অংশটি সমষ্টিবাচক নাম বা Collective Noun বোঝায় এবং of এর পরের অংশগুলো জাতিবাচক নাম বা Common Noun বোঝায়।
A bunch (গোছা/কাঁদি) of Bananas
A crowd of Prople
A fleet (নৌবহর) of Ships / Warships
A flock (ছোট পশুর পাল) of Sheep / Goats
A herd (বড় পশুর পাল) of Cows / Elephants
A galaxy of Stars
A gana / band of Robbers
A heap (স্তুপ) of Files / Sand / Stones
A library of Books
A panel (বিশেষজ্ঞ দল) of Experts
A school (ঝাঁক) of Fishes
A team of Players
A troop (পশুর পাল) of Horses / Monkeys
A wad (গাঁট) of Money
An army of Soldiers
এদের মধ্যে School শব্দটি একটু আলাদা।
School দিয়ে বিদ্যালয় বোঝালে সেটি Common Noun, কিন্তু School দিয়ে মাছের ঝাঁক বোঝালে সেটি Collective Noun হিসেবে কাজ করে।
এবার আমরা আরো কিছু Collective Noun দেখবো-
Cattle(গবাদি পশুর দল), Shoal(মাছের ঝাঁক), Covey(তিতির পাখির ছানার ঝাঁক), Flock(পাখির ঝাঁক), Pack(কুকুরের পাল), Navy(নৌবাহিনী), Swarm(মৌনাছির ঝাঁক), Public(জনসাধারণ), Police, Audience, Orchestra(বাদকদল), Crew(নাবিক), Committee, Jury(বিচারকমন্ডলী)
Collective Noun সবসময় Singular হয়। তাই এটি কোনো sentence এ থাকলে তার Verb সবসময় Singular হবে। যেমন-
Our team is upgrading day by day.
The crew of the ship is preparing foods.
কোনো Collective Noun যখন time, money, weight, length, distance নির্দেশ করে তখন সেগুলোর শেষে s/es বসলেও তা Singular হবে। নিচের উদাহরণ গুলো দেখি-
One hour is enough for me.
Five minutes isn’t enough for me.
Nine kgs rice has been sold.
Two miles is a long way.
Seven dollars is valuable money.
Hundred meters is such a good distance.
Collective Noun এর একটা দুর্বলতা হলো এটির আগে কোনো সংখ্যাবাচক কিছু বসলে সেটি আর Collective থাকে না, Common Noun হয়ে যায়। যেমন নিচের প্রতিটা উদাহরণে ব্যবহৃত collective noun গুলো common noun হিসেবে কাজ করছে।
The meeting is consist of 5 public.
There are 15 army in the road.
We have 2 library in our school.
The football match was between 2 teams.
I saw 3 troop of cows.
Material Noun
এই Noun হচ্ছে-
এমন কিছু পদার্থ যাদেরকে গণনা করা যায় না কিন্তু তাদেরকে এককভাবে চিনতে হয়। যেমন- Sugar বা চিনিকে আমরা গণনা করতে পারি না, কিন্তু Sugar বলতে আমরা কেবল চিনিকেই চিনি, অন্য কিছুকে চিনি না। তাই Sugar হচ্ছে Material Noun.
আবার, Paper বলতে কোনো কাগজ খন্ডকে বোঝায় না, যেমন আমরা কখনো বলি না 10 paper, 50 paper, আমরা বলি 10 sheets, 50 ream ইত্যাদি। তাই paper বলতে কেবল কাগজকে বোঝায় বলে এটিও Material Noun.
Material Noun চেনার আরেকটি উপায়
কোনো পদার্থ তৈরি করার সময় যখন কোনো উপাদান বা কাঁচামালের দরকার হয় এবং সেই উপাদানটা যদি কোনো কিছুর নাম হয় তবে সেটা Material Noun. যেমন-
Plastic দিয়ে আমরা বাসাবাড়িতে বিভিন্ন আসবাবপত্র বানাই, chair-table এগুলো plastic দিয়ে তৈরি। তাই plastic কাঁচামালটি হচ্ছে Material Noun.
একইভাবে wood থেকে furniture, bed বানানো হয়, Bamboo থেকে paper, house বানানো হয়, সেজন্য Wood, Bamboo এরা Material Noun.
ওদিকে, Material Noun থেকে বানানো জিনিসগুলোকে Common Noun বলা যায়। যেমন উপরের উদাহরণ থেকে Paper নিজেই Material Noun, কিন্তু যখন একে বানানো হয়েছে Wood থেকে, সেক্ষেত্রে Paper তখন Common Noun. সেইসাথে Furniture, Bed, Chair, Table এগুলো Wood এবং Plastic নামক Material Noun দিয়ে বানানো হয়েছে বলে এগুলোকে Common Noun বলা যায়।
The Ball (Common Noun) is made of Rennin (Material Noun).
The Ring (Common Noun) is made of Diamond (Material Noun).
অর্থাৎ, Material Noun থেকে যা উৎপন্ন হয় তাই Common Noun.
এবার আরো কয়েকটি Material Noun সম্পর্কে জানি-
Milk (দুধ) – দুধ দিয়ে বানানো পিঠা (Cake) এবং মিষ্টি (Sweet) হচ্ছে Common Noun,
Salt (লবণ),
Water (পানি) – পানি দিয়ে ভরা নদী-সমুদ্র (River, Sea) হচ্ছে Common Noun
Gold (স্বর্ণ) – স্বর্ণ দিয়ে বানানো যেকোনো গয়না (Ornament) হচ্ছে Common Noun
Mutton (খাসির গোশত) ইত্যাদি।
Material Noun যখন Common Noun হিসেবে কাজ করে
The এবং of এর মাঝে কোনো Material Noun বসলে সেটা Common Noun হয়ে যায়। যেমন-
The diamond of sayfa’s ornament is beautiful.
এখানে Diamond হচ্ছে Common Noun.
Abstract Noun
এসব Noun-
চোখে দেখা যায় না + অনুভূতির সাহায্যে আমাদের উপলব্ধি করতে হয় + পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয় বোঝায় + সাধারণত কোনো বস্তু / ব্যাক্তির দোষ, গুন, অবস্থা বোঝায়!
কিছু দোষ-গুনের উদাহরণ হলো-
Whiteness, Brightness, Honesty, Weakness, Oldness, Rudeness, Truthfulness, Wisdom, Darkness ইত্যাদি।
বস্তু / ব্যাক্তির বিভিন্ন অবস্থার উদাহরণ-
Childhood, Boyhood, Youth, Death, Sickness, Illness, Hopeless, Poverty, Sleep ইত্যাদি।
পড়ালেখা সংক্রান্ত কিছু বিষয়ের উদাহরণ –
Physics, Chemistry, Biology, English, Bangla ইত্যাদি।
উপরের প্রতিটা জিনিস আমরা ধরতে পারি না কিংবা চোখে দেখতে পারি না, কেবল অনুভব করতে পারি এবং জানতে পারি। তাই এগুলো Abstract Noun.
Abstract Noun যখন Common Noun হিসেবে কাজ করে
The + Abstract Noun বসলে এই Noun টি যদি কোনো মানুষের বা কোনো বস্তুর দোষ-গুন প্রকাশ করে তবে সেটি Common Noun হিসেবে কাজ করবে। যেমন-
The Honesty of Sayfa is known to us.
এখানে সাইফার “সততা” বা “Honesty” হচ্ছে Common Noun.
এবার আমরা কিছু Suffix দেখবো যেগুলোর মাধ্যমে Abstract Noun কে সহজেই চিনতে পারবো। চলো একটা Mnemonic ব্যবহার করে সেগুলো মনে রাখি-
ছোটবেলায় (Childhood) একটা মেয়ের সৌন্দর্য (Beauty) দেখে তাকে চয়েজ (Choice) করে ফেলি। তারপর দুরত্ব (Distance) বজায় রেখে তার সাথে বন্ধুত্ব (Friendship) করি। তার সাথে Agreement করি যে আমরা বৈধভাবে (Legal) বিয়ে (Marriage) করবো, তার আদর–যত্ন (Affection) নিবো, তাকে নিরাপত্তা (Privacy) দিবো। মেয়েটা আমার সাহসিকতা (Heroism) ও বীরত্ব (Bravery) দেখে আমাকে পছন্দ করে। কয়েকদিন পর মেয়েটা সিদ্ধান্ত নেয় (Decision) সে আমাকে বিয়ে করবে জীবনে সুখ (Happiness) পাওয়ার জন্য। এভাবে বিয়ের পর আমাদের ভালোবাসার গভীরতা (Depth) বাড়ে।
উপরের গল্পতে থাকা প্রতিটা Word হচ্ছে Noun, বিশেষ করে Abstract Noun. প্রধানত এই suffix গুলো প্রতিটা Noun এর শেষ থাকে। তাই গল্পটা মনে রাখতে পারলো Noun চেনাটা সহজ হবে।