Countable Noun দুই ধরনের হতে পারে। Singular Countable Noun এবং Plural Countable Noun. Countable Noun কে গণনা করার এই সিস্টেমকে Number বলে। আমরা এখানে Singular Noun কে কিভাবে Plural Noun বানাতে হয় সেটা শিখবো।
কোনো Countable Singular Noun + s করলেই সেটা Plural Noun হয়ে যায়। যেমন-
Singular |
Plural |
Boy King Pen Cow Chair |
Boys Kings Pens Cows Chairs |
Noun এর শেষে s/ss/sh/x/z থাকলে-
Plural করার সময় শুধু es বসালেই হবে। যেমন-
Singular |
Plural |
Ass Box Bus Brush Fez |
Assess Boxes Buses Brushes Fezes |
Noun এর শেষে ch থাকলে-
- a) যদি উচ্চারণ = “চ” এর মত হয় তবে Plural এর করতে হলে শেষে es বসবে। অর্থাৎ ch (চ) + es হয়।
Branch (ব্রাঞ্চ) Branches
- b) যদি উচ্চারণ = “ক” এর মত হয় তবে Plural এর করতে হলে শেষে s বসবে। অর্থাৎ ch (ক) + s হয়।
Stomach (স্টোমাক) Stomachs
Noun এর শেষে f/fe থাকলে-
Plural করার সময় ves বসাতে হবে। যেমন-
Singular |
Plural |
Leaf Loaf Life Wife Knife Thief Half Self Wolf |
Leaves Loaves Lives Wives Knives Thieves Halves Selves Wolves |
তবে কিছু দুষ্ট Noun আছে যাদের শেষে f থাকলেও plural করার সময় কেবল এদের শেষে s বসে। একটা গল্পের মাধ্যমে এদেরকে মনে রাখবো-
উপসাগরের (Gulf) তীরে উঁচু পাহাড়ের (Cliff) উপর বাড়ি আমার। একদিন ছাদে (Roof) উঠে শুনি ঘোড়ার খুরের (Hoof) আওয়াজ এগিয়ে আসছে। হঠাৎ দেখি এলাকার নেতা (Chief) তার সংক্ষিপ্ত (Brief) দলবল নিয়ে আমার বাসার দিকে এগিয়ে আসছেন। তখন বিশ্বাস (Belief) করতে কষ্ট হলো আমার, কিভাবে আমি তার কাছে প্রমাণ (Proof) দেখাবো যে আমি নির্দোষ?
উপরের গল্পের প্রতিটা Noun এর plural form করতে হলে তাদের সাথে s লাগিয়ে দিলেই হবে, যেমন- Proofs, Roofs ইত্যাদি।
Noun এর শেষে-
Vowel + O থাকলে = s বসবে
Singular |
Plural |
Studio Radio Bamboo |
Studios Radios Bamboos |
Noun এর শেষে-
Consonant + O থাকলে = es বসবে
Singular |
Plural |
Mango Potato Hero Zero Tomato |
Mangoes Potatoes Heroes Zeroes Tomatoes |
আবার কিছু দুষ্ট Noun আছে যাদের শেষে Consonant + O থাকলেও plural করার সময় শেষে es না বসে শুধু s বসে। যেমন-
Singular |
Plural |
Piano Photo Halo Quarto Canto |
Pianos Photos Halos Quartos Cantos |
Noun এর শেষে-
Vowel + Y থাকলে = s বসবে
Singular |
Plural |
Boy Ray Play Key Day Monkey |
Boys Rays Plays Keys Days Monkeys |
Noun এর শেষে-
Consonant + Y থাকলে = es বসবে
Singular |
Plural |
Body Baby Country Army Lady Fly Story Duty |
Bodies Babies Countries Armies Ladies Flies Stories Duties |
কিছু Noun আছে যাদের ভেতরের vowel কে পরিবর্তন করতে হয়। যেমন-
Singular |
Plural |
Foot Man Woman Tooth Goose |
Feet Men Women Teeth Geese |
তবে vowel এর পাশাপাশি consonant কেও পরিবর্তন করা যায়, যেমন-
Singular |
Plural |
Louse Mouse |
Lice Mice |
কিছু Noun আছে যাদেরকে plural করার সময় শেষে en যুক্ত করতে হয়। যেমন-
Singular |
Plural |
Ox Brother Child |
Oxen Brethren Children |
বর্ণ, সংখ্যা এবং কোনো উপাধি বা ডিগ্রীকে plural করার সময় শেষে ‘s (Apostrophe S) বসালেই হবে। যেমন-
Singular |
Plural |
1 5 Three BBA |
1’s 5’s Three’s BBA’s |
কেবল Noun না, Pronoun-কেও আমরা Plural বানাতে পারি। যেমন-
Singular |
Plural |
I My Mine Me He / She His / Her Its Their It They This These That Those |
We Our Ours Us They Their Their They These Those |
তবে You এবং Your এই দুটো pronoun এর কোনো plural form নেই।
কিছু মজার Noun আছে যাদেরকে দেখলে তোমার মনে হবে তারা plural, কিন্তু তাদের অর্থ শুনলে বুঝতে পারবে এরা singular. যেমন-
Mathematics (গণিত), Physics (পদার্থবিজ্ঞান), Statistics (পরিসংখ্যান), News (খবর), Innings (ক্রিকেটের একটা অধ্যায়), Politics (রাজনীতি) ইত্যাদি।
আবার কিছু দুষ্ট Noun আছে যাদেরকে দেখলে singular মনে হলেও তারা আসলে plural. যেমন-
Vermin (ইঁদুর সম্প্রদায়ের প্রাণিরা)
Police (পুলিশেরা কখনো একা আসে না, দলবল নিয়ে আসে)
People (জনগণ মানে অনেক মানুষ)
Poultry (হাঁস-মুরগি)
Perfumery (সুগন্ধি)
Cattle (গরু-মহিষের পাল)
Government (সরকার)
Peasantry (কৃষক সম্প্রদায়)
কিছু যন্ত্র আছে যাদের দুটো অংশ থাকে, তারা plural noun. যেমন-
Glasses / Spectacles (চশমা – দুইটা গ্লাস থাকে) Scissors (কাঁচি – দুইটা কাটার অংশ থাকে)
কিছু পোশাকের নাম আছে যারা plural noun. যেমন-
Trousers, Breeches
কিছু রোগ আছে যারা নিজেরা plural noun. যেমন-
Measles, Mumps
কিছু হাস্যকর Noun আছে যাদের Singular এবং Plural রূপ একই। একটা গল্পের মাধ্যমে তাদেরকে মনে রাখতে পারো-
গীর্জার যাজকের (Canon) কথা না শুনে আমেরিকার সেনাদল (Corps) তাদের কামান (Cannon) ও সিরিজ (Series) বোমা দিয়ে বিশেষ উপায়ে (Means) হরিণ (Deer), ভেড়া (Sheep) এবং শুয়োর (Swine) সহ বিচিত্র প্রজাতির (Species) ১২ ডজন (Gross) পশুকে মেরে ফেলে।
বিদেশী Noun এর Plural Form
এবার কিছু বিদেশী Noun নিয়ে জানাই তোমাকে, এরা Latin, Greek, Italian, Hebrew এবং French ভাষা থেকে এসেছে। তবে এদেরকে সেসব ভাষার নিয়মেই plural করতে হবে। এই নিয়মগুলো হলো-
- a) Noun এর শেষে um থাকলে plural করার সময় এটি সরে a বসবে। যেমন-
Singular |
Plural |
Agendum Bacterium Datum Dictum (সত্য বাণী) Erratum Stratum (স্তর) Medium Memorandum (স্মারকলিপি) Ovam (ডিম্বাণু) Symposium Forum (আলোচনা সভা) Aquarium Ultimatum Cranium (মাথার খুলি) Gymnasium |
Agenda Bacteria Data Dicta Errata Strata Media Memoranda Ova Symposia Fora / Forums Acuaria Ultimata Crania Gymnasia |
Noun এর শেষে on থাকলে plural করার সময় সেটার জায়গায় a বসবে। যেমন-
Singular |
Plural |
Criterion (মানদন্ড) Phenomenon (দৃশ্যমান) |
Criteria Phenomena |
Noun এর শেষে is থাকলে সেটি plural করার সময় is উঠে es বসে। যেমন-
Singular |
Plural |
Axis Analysis Basis Crisis Hypothesis Diagnosis Synopsis Oasis Thesis |
Axes Analyses Bases Crises Hypotheses Diagnoses Synopses Oases Theses |
Noun এর শেষে ix / ex থাকলে সেটি plural করার সময় এসব উঠে ices বসে। যেমন-
Singular |
Plural |
Appendix Matrix Apex Index Radix Vertex |
Appendices Matrices Apices Indices Radices Vertices |
Noun এর শেষে us থাকলে সেটি plural করার সময় সেটি উঠে i বসে। যেমন-
Singular |
Plural |
Focus Locus Terminusi Radius Syllabus Genius Stimulus Alumnus |
Foci Loci Termini Radii Syllabi Genii Stimuli Alumni |
Noun এর শেষে u থাকলে সেটি plural করার সময় u এর সাথে x বা s যোগ করতে হয়। যেমন-
Singular |
Plural |
Beau Bureau |
Beaux Bureaux |
সবশেষে আমরা বেশ কিছু interesting Noun নিয়ে জানবো যেগুলোর দুটো করে plural form আছে এবং দুটোর অর্থই ভিন্ন! একটা ছকের মাধ্যমে এদেরকে দেখালাম-
Singular |
Plural |
Brother |
Brothers : একই পিতা-মাতার সন্তান Brethren : একই সমাজের মানুষ |
Cloth |
Cloths : একটা কাপড়ের টুকরাকে বোঝায় Clothes : গার্মেন্টস কে বোঝায় |
Die |
Dies : কয়েন স্ট্যাম্পকে বোঝায় Dice : লুডু খেলার কিউবকে বোঝায় |
Fish |
Fish : সকল মাছকে একত্রে বোঝায় Fishes : বিভিন্ন ধরনের মাছকে বোঝায় |
Genius |
Geniuses : বুদ্ধিমান মানুষকে বোঝায় Genii : বাতাসে ভেসে বেড়ানো কল্পিত আত্নাকে বোঝায় |
Index |
Indexes : একটা বইতে বিভিন্ন টপিকের সূচীকে বোঝায় Indices : বীজগণিতে ব্যবহৃত প্রতীককে বোঝায় |
সবশেষে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিদেশী Noun এবং তাদের plural form নিয়ে জানবো। এগুলো হলো-
Singular |
Plural |
Madam Monsieur Bandit (দস্যু) Cherub (সুন্দর শিশু) |
Mesdames Messieurs Banditti Cherubim |
ক্রাশ স্কুলের নোট গুলো পেতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে-
www.facebook.com/groups/mycrushschool
অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com