Optical Fiber হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি আবদ্ধ একটি মাধ্যম যার মধ্য দিয়ে আলো অনেক দূর পর্যন্ত পরিবহন করা যায় এবং আলোক শক্তির মাধ্যমে ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত transmit করা যায়। এর আকৃতি হচ্ছে সিলিন্ডারের মত, অর্থাৎ Cylindrical shaped। অপটিক্যাল ফাইবারের ভিতর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা full internal reflection ঘটে। এই ফাইবারের ভেতরে electrical energy লাইট এনার্জিতে পরিণত হয়। তাই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর গতিতে ডেটাকে যেকোনো জায়গায় পাঠানো যায়।
অপটিক্যাল ফাইবারের sender টার্মিনালে একটা লেজারকে বসানো হয়। লেজারটি transducer থেকে পাওয়া ইলেক্ট্রিক্যাল signal অনুযায়ী আলোকে on-off করতে থাকে এবং আলোর on-off হবার উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবার দিয়ে বাইনারি ডিজিট 0 এবং 1 হিসেবে Sender থেকে Receiver টার্মিনালে যায়। Optical fiber দিয়ে যে আলোকে পাঠানো হয় তার wavelength প্রায় 400nm থেকে 1500nm পর্যন্ত হয় এবং এর ডেটা পাঠানোর rate হয় 40GHz থেকে 360THz (টেরাহার্জ) পর্যন্ত।
Optical Fiber এর বৈশিষ্ট্য
- Optical Fiber দিয়ে খুব সহজে অনেক দ্রুত অনেক দূরে ডেটা পাঠানো যায়।
- Optical Fiber এর ডেটা রেট বা সময়ের সাথে ডেটা যাওয়া-আসার পরিমান বেশি।
- Optical Fiber এর ব্যান্ডউইথ বেশি।
- Optical Fiber দিয়ে ডেটা পাঠানোর সময় loss এর পরিমান কম হয়।
- Optical Fiber Communication System-এ কম পরিমান Repeater দরকার হয়।
- Optical Fiber Communication System-এ Transmitter ও Receiver এর মধ্যে কোনো electrical connection থাকে না।
- Optical Fiber Communication System-এ কোনো প্রকার Radiation হয় না।
- Optical Fiber Communication System-এ কোনো Cross Talk হয় না।
Optical Fiber ব্যবহারের সুবিধা
- এটির ওজন হালকা এবং বহন করা সহজ।
- ডেটাকে ট্রান্সমিট করতে খুব কম পরিমাণ শক্তি দরকার হয় অপটিক্যাল ফাইবারে।
- এটি দিয়ে যেসব ডেটা চলাচল করে তারা আলোর মাধ্যমে চলাচল করে বলে তাদের ওপর electromagnetic interference (EMI) প্রভাব থাকে না।
- যেহেতু এই ক্যাবলে কোনো পরিবাহী তার থাকে না তাই ডেটা ট্রান্সমিট করার সময় এর ভেতরে কোনোরকম Noise যুক্ত হয় না।
- অপটিক্যাল ফাইবার দিয়ে ডাটা পাঠানোর সময় সেই ডাটাকে সহজে চুরি করা যায় না, কারন ফাইবারের ভেতর আলো যদি একটু এদিক-সেদিক হয় তবে সেই আলো থেকে সঠিক তথ্য হারিয়ে যায়।
- তাপ এবং চাপ দ্বারা এটি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয় না।
Optical Fiber ব্যবহারের অসুবিধা
- এটির দাম বেশি।
- একবার যদি এটি ক্ষতিগ্রস্ত হয় তবে সহজে এটিকে আগের মত repair করা যায় না, অনেক সময় লাগে repair করাতে।
-
যখন অনেকগুলো wave এর light একটা optical fiber দিয়ে চলাচল করে তখন সেগুলোর মধ্যে wave mixing এর ঘটনা ঘটতে পারে।
ক্রাশ স্কুলের Youtube চ্যানেলের জয়েন করুন-
অথিতি লেখক হিসেবে আমাদেরকে আপনার লেখা পাঠাতে চাইলে মেইল করুন-
write@thecrushschool.com

Emtiaz Khan
A person who believes in simplicity. He encourages the people for smart education. He loves to write, design, teaching & research about unknown information.
Related posts:
- অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে? (How Optical Fiber Works?)
- অপটিক্যাল ফাইবার যোগাযোগ ব্যবস্থা (Optical Fiber Communication System)
- ক্যাথোড রে টিউব (Cathode Ray Tube)
- গাইডেড মিডিয়া – Guided Media
- টেলিস্কোপের প্রকারভেদ (Types of Telescope)
- ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode)
- বর্ণালী ও পারমাণবিক বর্ণালী (Spectrum & Atomic Spectrum)
- বাস্ট ফাইবার কী?
- বিভিন্ন ধরণের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ (Different types of Electromagnetic Radiation)
- ভর ও ওজন (Mass & Weight)
- মডুলেশন – Modulation
- মহাজাগতিক বস্তু : নীহারিকা
- লাল ও নীল অপসারণ (Red & Blue Shift)
- সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক (The Scientific Symbol of Numbers)
- স্যাটেলাইটের সুবিধা এবং অসুবিধা – Advantage & Disadvantage of Satellite